ETV Bharat / state

প্রেমিকার সঙ্গে দেখা করায় যুবককে বেধড়ক মারধর, গ্রেপ্তার 3 - গাইঘাটা

জখম প্রীতমকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । পরিবারের সদস্যরা তাঁকে পার্ক সার্কাস এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 22, 2020, 12:00 PM IST

গাইঘাটা, 23 নভেম্বর : প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল । গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে চিকিৎসাধীন তিনি । ঘটনায় প্রেমিকার তিন দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম ছোট্টু মাঝি, মিলন মাঝি ও রাকেশ বৈরাগী । জিজ্ঞাসাবাদ করা তার বাবাকেও ।

আক্রান্ত যুবকের নাম প্রীতম দেবনাথ । তাঁর বাড়ি গাইঘাটার আমখোলা গ্রামে । তিনি BA ফার্স্ট ইয়ারের ছাত্র । মাস তিনেক আগে তাঁর সঙ্গে পাশের মাটিকুমড়া গ্রামের এক কিশোরীর পরিচয় হয় । তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে । প্রীতম পড়াশোনার পাশাপাশি একটি মোটর গ্যারাজেও কাজ শিখছিলেন । রাতে বাড়ি ফেরার সময় তিনি প্রেমিকার বাড়ির কাছে গিয়ে দেখা করতেন । বৃহস্পতিবার রাতে প্রীতমকে এক বান্ধবীর ফোন থেকে ডেকে নিয়ে যায় ওই কিশোরী । প্রীতম তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । তখন কিশোরীর পিসতুতো ভাইরা তাদের দেখে ফেলেন । সেই সময় ওই যুবককে ধরে তাঁরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ । মার খেয়ে ওই যুবক অচৈতন্য হয়ে পড়েন । তখন ওই কিশোরীর পরিবারের সদস্যরা প্রীতমের বাড়িতে ফোন করে জানান যে তিনি দুর্ঘটনায় জখম হয়েছেন ।

যুবকের মা অপরাধীদের কড়া শাস্তির দাবি জানালেন

জখম প্রীতমকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । পরিবারের সদস্যরা তাঁকে পার্ক সার্কাস এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন ।

প্রীতমের কাকিমা বন্দনা দেবনাথ বলেন, "মেয়েটা ফোন করে প্রীতমকে ডেকে নিয়ে যায়। তারপর ওকে বেধড়ক মারধর করা হয়েছে। আমরা ওদের চরম শাস্তি চাই।" শুক্রবার রাতে প্রীতমের পরিবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে । পুলিশ ওই কিশোরীর তিন পিসতুতো দাদাকে গ্রেপ্তার করেছে ।

গাইঘাটা, 23 নভেম্বর : প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল । গুরুতর জখম অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখানে চিকিৎসাধীন তিনি । ঘটনায় প্রেমিকার তিন দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম ছোট্টু মাঝি, মিলন মাঝি ও রাকেশ বৈরাগী । জিজ্ঞাসাবাদ করা তার বাবাকেও ।

আক্রান্ত যুবকের নাম প্রীতম দেবনাথ । তাঁর বাড়ি গাইঘাটার আমখোলা গ্রামে । তিনি BA ফার্স্ট ইয়ারের ছাত্র । মাস তিনেক আগে তাঁর সঙ্গে পাশের মাটিকুমড়া গ্রামের এক কিশোরীর পরিচয় হয় । তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে । প্রীতম পড়াশোনার পাশাপাশি একটি মোটর গ্যারাজেও কাজ শিখছিলেন । রাতে বাড়ি ফেরার সময় তিনি প্রেমিকার বাড়ির কাছে গিয়ে দেখা করতেন । বৃহস্পতিবার রাতে প্রীতমকে এক বান্ধবীর ফোন থেকে ডেকে নিয়ে যায় ওই কিশোরী । প্রীতম তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । তখন কিশোরীর পিসতুতো ভাইরা তাদের দেখে ফেলেন । সেই সময় ওই যুবককে ধরে তাঁরা বেধড়ক মারধর করেন বলে অভিযোগ । মার খেয়ে ওই যুবক অচৈতন্য হয়ে পড়েন । তখন ওই কিশোরীর পরিবারের সদস্যরা প্রীতমের বাড়িতে ফোন করে জানান যে তিনি দুর্ঘটনায় জখম হয়েছেন ।

যুবকের মা অপরাধীদের কড়া শাস্তির দাবি জানালেন

জখম প্রীতমকে প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় । পরিবারের সদস্যরা তাঁকে পার্ক সার্কাস এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন ।

প্রীতমের কাকিমা বন্দনা দেবনাথ বলেন, "মেয়েটা ফোন করে প্রীতমকে ডেকে নিয়ে যায়। তারপর ওকে বেধড়ক মারধর করা হয়েছে। আমরা ওদের চরম শাস্তি চাই।" শুক্রবার রাতে প্রীতমের পরিবার গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করে । পুলিশ ওই কিশোরীর তিন পিসতুতো দাদাকে গ্রেপ্তার করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.