ETV Bharat / state

Jagatdal death : গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ উদ্ধার, কারণ নিয়ে ধন্দ - গুলিবিদ্ধ যুবক

গুলির শব্দ শুনে ছুটে আসেন মা ৷ দেখেন রক্তে ভেসে যাচ্ছে ছেলের দেহ ৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান ৷ কিন্তু এটা খুন নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি ৷ তদন্তে নেমেছে পুলিশ ৷

হাসপাতালে মারা যান গুলিবিদ্ধ যুবক
হাসপাতালে মারা যান গুলিবিদ্ধ যুবক
author img

By

Published : Aug 17, 2021, 11:56 AM IST

জগদ্দল, 17 অগস্ট : গুলিবিদ্ধ যুবক ৷ যদিও তা আত্ম্যহত্যা না খুন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । ঘটনাটি গতকাল ঘটেছে জগদ্দলে ৷ যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ।

মৃত যুবকের নাম দীপক পাসোয়ান । দীপক জগদ্দলের কাউগাছি অম্বিকা পল্লির বাসিন্দা । গতকাল দুপুরে দীপকের মা ভগবতীদেবী বিকট শব্দ শুনতে পান ছেলের ঘর থেকে । তিনি ঘরে ঢুকে দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে । তাঁর মাথায় গুলি লেগেছে । সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি । প্রতিবেশীরা দীপককে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান । অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় । সেখানেই মারা যান দীপক ।

আরও পড়ুন : Rape : থানার সামনে থেকে যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

ভগবতীদেবীর অভিযোগ, দীপকের বন্ধু জিতু এই ঘটনার সঙ্গে জড়িত । তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ । আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । জিতুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

জগদ্দল, 17 অগস্ট : গুলিবিদ্ধ যুবক ৷ যদিও তা আত্ম্যহত্যা না খুন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে । ঘটনাটি গতকাল ঘটেছে জগদ্দলে ৷ যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ।

মৃত যুবকের নাম দীপক পাসোয়ান । দীপক জগদ্দলের কাউগাছি অম্বিকা পল্লির বাসিন্দা । গতকাল দুপুরে দীপকের মা ভগবতীদেবী বিকট শব্দ শুনতে পান ছেলের ঘর থেকে । তিনি ঘরে ঢুকে দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে । তাঁর মাথায় গুলি লেগেছে । সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি । প্রতিবেশীরা দীপককে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান । অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে নদিয়ার কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় । সেখানেই মারা যান দীপক ।

আরও পড়ুন : Rape : থানার সামনে থেকে যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

ভগবতীদেবীর অভিযোগ, দীপকের বন্ধু জিতু এই ঘটনার সঙ্গে জড়িত । তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ । আজ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । জিতুর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.