ETV Bharat / state

পানশালার গায়কের অস্বাভাবিক মৃত্যু, গ্রেপ্তার মালিক - গ্রেপ্তার মালিক

বউবাজারের এক পানশালার গায়কের রহস্যজনক মৃত্যু ৷ মৃত্যুর আসল কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Aug 14, 2019, 12:38 PM IST

বরানগর, 14 অগাস্ট : মৃত্যু হল পানশালার এক গায়কের ৷ নাম দেবাশিস দাস (48) ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ মৃতের পরিবারের সন্দেহ, দেবাশিসকে খুন করা হয়েছে ৷ আপাতত অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বউবাজারের একটি পানশালায় গান করতেন দেবাশিস ৷ বাড়ি বরানগর কুঠিঘাট এলাকায় ৷ গতরাত সাড়ে আটটায় ট্যাক্সিতে করে দেবাশিসের মৃতদেহ তাঁর বাড়িতে নিয়ে আসে কয়েকজন ৷ ট্যাক্সি চালক সহ দু'জনকে ধরে ফেলে স্থানীয়রা ৷ বাকি দু'জন পালিয়ে যায় ৷ খবর দেওয়া হয় বরানগর থানার পুলিশকে ৷ পরে মৃতদেহ বরানগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শামসের খান নামে পানশালার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

যে ট্যাক্সিতে করে দেবাশিসকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ট্যাক্সির চালকের বক্তব্য, "গতকাল বাথরুমে পড়ে যান দেবাশিস ৷ মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ৷ ময়নাতদন্তের ভয়ে বাড়ি নিয়ে যেতে বলে অন্যরা ৷" এদিকে দেবাশিসের পরিবারের বক্তব্য, "শামসের নিজেকে পানশালার কর্মী হিসেবে পরিচয় দেয় ৷ যদিও পরে জানা যায়, শামসেরই পানশালাটির মালিক ৷ পাশাপাশি, দেবাশিসের মৃতের গালে এবং চোয়ালে আঘাতের চিহ্ন ছিল ৷ তা থেকেই খুনের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে ৷" যদিও পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়নি ৷ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু করে তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ ৷ তদন্ত নেমেছে বরানগর থানা ৷

বরানগর, 14 অগাস্ট : মৃত্যু হল পানশালার এক গায়কের ৷ নাম দেবাশিস দাস (48) ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ মৃতের পরিবারের সন্দেহ, দেবাশিসকে খুন করা হয়েছে ৷ আপাতত অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

বউবাজারের একটি পানশালায় গান করতেন দেবাশিস ৷ বাড়ি বরানগর কুঠিঘাট এলাকায় ৷ গতরাত সাড়ে আটটায় ট্যাক্সিতে করে দেবাশিসের মৃতদেহ তাঁর বাড়িতে নিয়ে আসে কয়েকজন ৷ ট্যাক্সি চালক সহ দু'জনকে ধরে ফেলে স্থানীয়রা ৷ বাকি দু'জন পালিয়ে যায় ৷ খবর দেওয়া হয় বরানগর থানার পুলিশকে ৷ পরে মৃতদেহ বরানগর স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ শামসের খান নামে পানশালার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷

যে ট্যাক্সিতে করে দেবাশিসকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ট্যাক্সির চালকের বক্তব্য, "গতকাল বাথরুমে পড়ে যান দেবাশিস ৷ মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ৷ ময়নাতদন্তের ভয়ে বাড়ি নিয়ে যেতে বলে অন্যরা ৷" এদিকে দেবাশিসের পরিবারের বক্তব্য, "শামসের নিজেকে পানশালার কর্মী হিসেবে পরিচয় দেয় ৷ যদিও পরে জানা যায়, শামসেরই পানশালাটির মালিক ৷ পাশাপাশি, দেবাশিসের মৃতের গালে এবং চোয়ালে আঘাতের চিহ্ন ছিল ৷ তা থেকেই খুনের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে ৷" যদিও পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়নি ৷ অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ রুজু করে তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ ৷ তদন্ত নেমেছে বরানগর থানা ৷

Intro:বউবাজারের এক পানশালার গায়কের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বরানগরে... Body:পানশালার গায়ক দেবাশিষ দাসের(48) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, চাঞ্চল্য ছড়ালো বরানগর কুঠিঘাট এলাকায়। দেবাশীষ বাবু বউবাজার এর একটি পানশালায় বেশকিছুদিন ধরে গান করতেন।মঙ্গলবার গভীর রাতে হঠাৎ তার বাড়িতে তার মৃতদেহ একটি প্রাইভেট ট্যাক্সিতে করে নিয়ে আসে। এরপরে দেবাশীষ বাবুর বাড়ির পরিজনরা হতচকিত হয়ে যায় মৃতদেহ দেখে। তারা মৃতদেহ দিতে আসা গাড়ির চালক সহ আরও একজনকে ধরে ফেলে।বাকি আরো দুইজন পালিয়ে যায়। এরপরে বরানগর থানার পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে থানায় নিয়ে আসে। পুলিশ সামসের খান নামে পানশালার এক কর্মীকে গ্রেপ্তার করেছে।তাকে জিজ্ঞাসাবাদ করছে। মৃতের পরিবারের অভিযোগ, দেবাশীষ দাস পানশালায় গান গাওয়ার পর ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে প্রথমে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হওয়ায় দেবাশিষ বাবুর।সেখান থেকে হাসপাতালে না গিয়ে সোজা বরানগর কুঠিঘাটের বাড়িতে নিয়ে আসে। আর এতেই সন্দেহ বাড়ে পরিবারের এবং প্রতিবেশীদের। তাদের সন্দেহ তাকে খুন করা হয়েছে।প্রমান লোপাটের জন্যই, ধামা চাপা দিতেই তড়িঘড়ি মৃতদেহ পরিবারের হাতে দিয়েই পালাবার চেষ্টা করছিলো তারা। কিন্তু দুইজন পালিয়ে গেলেও আরো দুইজন কে ধরে ফেলে এলাকার মানুষ।অন্যদিকে এই ঘটনায় বউবাজার থানায়ও অভিযোগ দায়ের হয়েছে মৃতের পরিবারের তরফে।এছাড়াও বরানগর থানাও তদন্ত করে দেখছে।মৃতের গালে এবং চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে ।আর এই থেকেই পরিজনদের খুনের সন্দেহ দৃঢ় হচ্ছে।পুলিশি তদন্তে পরিস্কার হবে দেবাশিষ দাস মৃত্যু রহস্য।Conclusion:পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছে দেবাশিষ দাসের মৃত্যু খুন নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.