কলকাতা, 10 মার্চ : উত্তর 24 পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিরাপত্তা ব্যবস্থা বারবারই চিন্তার কারণ হয়েছে নবান্নের । বিশেষ করে এই জেলায় প্রায় দিনই যেভাবে সংঘর্ষ, বোমাবাজি ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে তাতে পুলিশ প্রশাসনকে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো নাকানি-চোবানি খেতে হচ্ছে । তাই এই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ আনতে ব্যারাকপুর কমিশনারেট এলাকায় একাধিক থানা ভেঙে নতুন আটটি থানা গঠন করার বিজ্ঞপ্তি দিল নবান্ন (Barrackpore Police Commissionerate) ।
বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে নবান্নের তরফে জানানো হয়, নাগরিকদের নিরাপত্তার প্রয়োজনে দমদম থানা ভেঙে নাগেরবাজার থানা, বীজপুর থানা ভেঙে জেটিয়া থানা, বীজপুর ও নৈহাটি থানার একাংশ নিয়ে হালিশহর থানা, নৈহাটির একাংশ নিয়ে শিবদাসপুর থানা, জগদ্দল থানা ভেঙে বাসুদেবপুর থানা এবং টিটাগড় থানা ভেঙে মোহনপুর থানা গঠন করা হবে ৷ একইভাবে বেলঘরিয়া থানাকে তিনটি ভাগে ভাগ করে গঠন করা হবে বেলঘরিয়া-দক্ষিণেশ্বর এবং কামারহাটি থানা । খুব শীঘ্রই এই থানা গুলি গঠনের কাজ শুরু করা হবে বলে নবান্ন সূত্রে খবর (8 new police stations in Barrackpore Police Commissionerate) ।
কিন্তু প্রশ্ন হল বিগত সময়ে যেভাবে বারবার ব্যারাকপুর কমিশনারেটে দুষ্কৃতীমৃলক কাজকর্ম বেড়েছে তাতে আগামী দিনে আটটা থানা গঠন করলেই কি সেই সমস্যার সমাধান করা যাবে ? যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, রাজনৈতিকভাবে এই এলাকায় বিজেপিকে সেভাবে শায়েস্তা করতে না পেরে পুলিশ রাজ চালু করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁদের মতে, সংগঠন নয় আগামী দিনে পুলিশের মাধ্যমেই এই এলাকার দখল নিজের হাতে রাখতে চান তৃণমূল সুপ্রিমো ।