ETV Bharat / state

শাসনে তৃণমুলের গোষ্ঠী সংঘর্ষে বোমা-গুলি, জখম 8 - তৃণমুলের গোষ্ঠী সংঘর্ষ

মাছের ভেড়ির লিজ়ের টাকা নিয়ে শাসনে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ । দু'পক্ষের সংঘর্ষ চলাকালীন বোমাবাজি, এমনকী গুলিও চলে বলে জানা গিয়েছে । নজরদারি চালাচ্ছে পুলিশ ।

TMC group clash
TMC group clash
author img

By

Published : Sep 12, 2020, 10:01 AM IST

Updated : Sep 12, 2020, 10:46 AM IST

শাসন, 12 সেপ্টেম্বর : গোষ্ঠী সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার শাসন । চলল বোমা, গুলি । মাছের ভেড়ির লিজ়ের টাকা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ । গতকাল দু'পক্ষের সংঘর্ষ চলাকালীন বোমাবাজিও হয় । দু'পক্ষের তরফে গুলি চলে কয়েক রাউন্ড । জানা গিয়েছে, তৃণমূলের গ্রাম কমিটির বর্তমান ও প্রাক্তন সভাপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় । জখম উভয় পক্ষের আট জন ।

খবর পেয়ে গ্রামে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । বারাসতের পুলিশ সুপার অভিজিত বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘটনায় পুলিশের কাছে কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি । আহতও সেভাবে কেউ হননি । তবে পুলিশ এলাকায় নজরদারি চালাচ্ছে ।"

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাসনের কীর্তিপুর-1 নম্বর পঞ্চায়েতের বাদা গ্রামে ছোটো ও বড় মিলিয়ে 10টি ভেড়ি রয়েছে । গ্রাম কমিটির লোকজনই ভেড়ি লিজ় দেওয়া থেকে লিজ়ের টাকা আদায়ের কাজকর্ম করে থাকেন । সেই কমিটির সদস্যদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম কমিটির বর্তমান সভাপতি বিশ্বনাথ মণ্ডল ও প্রাক্তন সভাপতি প্রবীর পাত্র । দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ আগে থেকেই । গতকাল বাদা গ্রামের হাইস্কুলের মাঠে ভেড়ির লিজ়ের টাকা দেওয়ার আয়োজন করে বর্তমান গ্রাম কমিটি । ভেড়ির মালিকরা গ্রাম কমিটির মাধ্যমে ভেড়ি লিজ় দেন মাছচাষিদের । লিজ় পাওয়া চাষিরা লিজ়ের টাকা গ্রাম কমিটির হাতেই তুলে দেন । সেই টাকা গ্রাম কমিটির লোকজনরাই ভেড়ির মালিকদের মধ্যে বিলি বন্টন করেন । বাকি টাকা গ্রামের মানুষদের মধ্যেও বিলি বণ্টন হয়ে থাকে । লিজ়ের টাকা দেওয়ার জন্য মাইকে ঘোষণাও করা হয়েছিল । সেখানে গ্রাম কমিটির প্রাক্তন সভাপতি প্রবীর পাত্রের অনুগামী হিসেবে পরিচিত হাফিজুল ইসলাম, সেকেন্দার আলিরাও ছিলেন ।

জানা গিয়েছে, ভেড়ির লিজ়ের টাকা দেওয়ার সময় গ্রাম কমিটির প্রাক্তন সভাপতির দুই অনুগামীদের সেখানে আসা নিয়ে আপত্তি তোলেন বর্তমান সভাপতি ও তাঁর অনুগামীরা । এই নিয়েই প্রথমে শুরু হয় বচসা । অভিযোগ, সেকেন্দার আলি ওরফে রাজুকে মারধর করে বর্তমান সভাপতি বিশ্বনাথ । সেকেন্দার ও অন্যরা বর্তমান সভাপতি বিশ্বনাথকে পালটা মার দেন । তারপরই দু'পক্ষের মধ্যে বোমাবাজি ও গোলাগুলি শুরু হয় । দু'পক্ষের আট জন জখম হন ।

স্থানীয় তৃণমূল নেতা খোকন বারিক বলেন, "প্রাক্তন সভাপতির ঘনিষ্ঠরাই প্রথমে হামলা চালায় । ব্যাপক মারধর করেছে বিশ্বনাথ মণ্ডলকে ।" আবার প্রাক্তন গ্রাম কমিটির সভাপতি প্রবীর পাত্র বলেন, "আগেও ভেড়ির লিজ়ের টাকা নিয়ে গরমিল করেছে বর্তমান গ্রাম কমিটি । আমরা বলেছিলাম, আগে পুরোনো টাকার হিসেব দিতে হবে । তারপর এবারের লিজ়ের টাকা দেবেন চাষিরা । তখন বিশ্বনাথ মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠরা হামলা চালায় ।"

শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ

শাসন, 12 সেপ্টেম্বর : গোষ্ঠী সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত উত্তর 24 পরগনার শাসন । চলল বোমা, গুলি । মাছের ভেড়ির লিজ়ের টাকা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ । গতকাল দু'পক্ষের সংঘর্ষ চলাকালীন বোমাবাজিও হয় । দু'পক্ষের তরফে গুলি চলে কয়েক রাউন্ড । জানা গিয়েছে, তৃণমূলের গ্রাম কমিটির বর্তমান ও প্রাক্তন সভাপতির অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় । জখম উভয় পক্ষের আট জন ।

খবর পেয়ে গ্রামে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । বারাসতের পুলিশ সুপার অভিজিত বন্দ্যোপাধ্যায় বলেন, "ঘটনায় পুলিশের কাছে কোনও পক্ষই অভিযোগ দায়ের করেনি । আহতও সেভাবে কেউ হননি । তবে পুলিশ এলাকায় নজরদারি চালাচ্ছে ।"

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাসনের কীর্তিপুর-1 নম্বর পঞ্চায়েতের বাদা গ্রামে ছোটো ও বড় মিলিয়ে 10টি ভেড়ি রয়েছে । গ্রাম কমিটির লোকজনই ভেড়ি লিজ় দেওয়া থেকে লিজ়ের টাকা আদায়ের কাজকর্ম করে থাকেন । সেই কমিটির সদস্যদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম কমিটির বর্তমান সভাপতি বিশ্বনাথ মণ্ডল ও প্রাক্তন সভাপতি প্রবীর পাত্র । দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ আগে থেকেই । গতকাল বাদা গ্রামের হাইস্কুলের মাঠে ভেড়ির লিজ়ের টাকা দেওয়ার আয়োজন করে বর্তমান গ্রাম কমিটি । ভেড়ির মালিকরা গ্রাম কমিটির মাধ্যমে ভেড়ি লিজ় দেন মাছচাষিদের । লিজ় পাওয়া চাষিরা লিজ়ের টাকা গ্রাম কমিটির হাতেই তুলে দেন । সেই টাকা গ্রাম কমিটির লোকজনরাই ভেড়ির মালিকদের মধ্যে বিলি বন্টন করেন । বাকি টাকা গ্রামের মানুষদের মধ্যেও বিলি বণ্টন হয়ে থাকে । লিজ়ের টাকা দেওয়ার জন্য মাইকে ঘোষণাও করা হয়েছিল । সেখানে গ্রাম কমিটির প্রাক্তন সভাপতি প্রবীর পাত্রের অনুগামী হিসেবে পরিচিত হাফিজুল ইসলাম, সেকেন্দার আলিরাও ছিলেন ।

জানা গিয়েছে, ভেড়ির লিজ়ের টাকা দেওয়ার সময় গ্রাম কমিটির প্রাক্তন সভাপতির দুই অনুগামীদের সেখানে আসা নিয়ে আপত্তি তোলেন বর্তমান সভাপতি ও তাঁর অনুগামীরা । এই নিয়েই প্রথমে শুরু হয় বচসা । অভিযোগ, সেকেন্দার আলি ওরফে রাজুকে মারধর করে বর্তমান সভাপতি বিশ্বনাথ । সেকেন্দার ও অন্যরা বর্তমান সভাপতি বিশ্বনাথকে পালটা মার দেন । তারপরই দু'পক্ষের মধ্যে বোমাবাজি ও গোলাগুলি শুরু হয় । দু'পক্ষের আট জন জখম হন ।

স্থানীয় তৃণমূল নেতা খোকন বারিক বলেন, "প্রাক্তন সভাপতির ঘনিষ্ঠরাই প্রথমে হামলা চালায় । ব্যাপক মারধর করেছে বিশ্বনাথ মণ্ডলকে ।" আবার প্রাক্তন গ্রাম কমিটির সভাপতি প্রবীর পাত্র বলেন, "আগেও ভেড়ির লিজ়ের টাকা নিয়ে গরমিল করেছে বর্তমান গ্রাম কমিটি । আমরা বলেছিলাম, আগে পুরোনো টাকার হিসেব দিতে হবে । তারপর এবারের লিজ়ের টাকা দেবেন চাষিরা । তখন বিশ্বনাথ মণ্ডল ও তাঁর ঘনিষ্ঠরা হামলা চালায় ।"

শাসনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
Last Updated : Sep 12, 2020, 10:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.