ETV Bharat / state

Panchayat Elections 2023: ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 70 পরিবারের - বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ

পঞ্চায়েত ভোটের আগে উত্তর 24 পরগনার বাগদায় বিজেপি ছেড়ে ঘাসফুলে যোগ দিল 70টি পরিবার ৷ তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বেই যোগদান পর্ব হল।

Etv Bharat
তৃণমূলে যোগ 70 পরিবারের
author img

By

Published : Jun 18, 2023, 12:58 PM IST

বাগদা, 18 জুন: "বিজেপি উশৃঙ্খল দল । নিজেরা মারামারি করে।" পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া চলাকালীন বিজেপির বিরুদ্ধে এভাবেই তোপ দেগে দল ছাড়লেন উত্তর 24 পরগণার বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য হারাধণ বাগ। তাঁর সঙ্গে দল ছাড়ল এলাকার 70টি পরিবার । শনিরার রাতে বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে তৃণমূল যোগদান করেছেন তাঁরা ।

দলত্যাগ করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন হারাধন । তিনি বলেন, "বিজেপি নিজেদের মারামারি করে । কোনও শৃঙ্খলা নেই। ওরা মানুষের কাজ কী করবে ? সেই কারণে বিজেপি এবার প্রার্থী করতে চাইলেও ভোটে দাড়াইনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করলাম । আগামিদিনে দলের নির্দেশ মেনে কাজ করব।"

সূত্রের খবর, সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পারমদনের বাসিন্দা হারাধন বাগ ৷ 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে বাগদা পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসন জয়ী হয়েছিলন তিনি । এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন ৷ এবারও সেই একই আসনে প্রার্থী হতে চেয়েছিলেন হারাধন । কিন্তু আসনটি মহিলা সংরক্ষিত হওয়ার কারণে তাঁকে প্রার্থী করতে পারেনি বিজেপি ।

দলবদল সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "হারাধনের সঙ্গে এলাকার 70টি পরিবার বিজেপি ছেড়ে আমাদের দলে যোগদান করলেন । ফলে ওই এলাকায় আমরা আরও শক্তিশালী হলাম । হারাধন শিক্ষিত ছেলে, ওঁকে আমরা দলের কাজে লাগাব।" প্রসঙ্গত, বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমলে ফিরে আসেন বিশ্বজিৎ।

আরও পডু়ন : বিজেপি প্রার্থীর দেওর খুনে চাঞ্চল্য দিনহাটায়, অভিযোগের তির তৃণমূলের দিকে

যদিও হারাধনের দলত্যাগের বিষয়টি গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি । বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমৃতলাল বিশ্বাস জানান, হারাধন এবার আবার প্রার্থী হতে চেয়েছিলেন । টিকিট না-পেয়ে লোভে পড়ে তৃণমূলে চলে গিয়েছেন । এতে দলের কোনও ক্ষতি হবে না ।

বাগদা, 18 জুন: "বিজেপি উশৃঙ্খল দল । নিজেরা মারামারি করে।" পঞ্চায়েত ভোটের প্রক্রিয়া চলাকালীন বিজেপির বিরুদ্ধে এভাবেই তোপ দেগে দল ছাড়লেন উত্তর 24 পরগণার বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য হারাধণ বাগ। তাঁর সঙ্গে দল ছাড়ল এলাকার 70টি পরিবার । শনিরার রাতে বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের হাত ধরে তৃণমূল যোগদান করেছেন তাঁরা ।

দলত্যাগ করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন হারাধন । তিনি বলেন, "বিজেপি নিজেদের মারামারি করে । কোনও শৃঙ্খলা নেই। ওরা মানুষের কাজ কী করবে ? সেই কারণে বিজেপি এবার প্রার্থী করতে চাইলেও ভোটে দাড়াইনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করলাম । আগামিদিনে দলের নির্দেশ মেনে কাজ করব।"

সূত্রের খবর, সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পারমদনের বাসিন্দা হারাধন বাগ ৷ 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে বাগদা পঞ্চায়েত সমিতির 3 নম্বর আসন জয়ী হয়েছিলন তিনি । এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন ৷ এবারও সেই একই আসনে প্রার্থী হতে চেয়েছিলেন হারাধন । কিন্তু আসনটি মহিলা সংরক্ষিত হওয়ার কারণে তাঁকে প্রার্থী করতে পারেনি বিজেপি ।

দলবদল সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছেন বনগাঁ সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, "হারাধনের সঙ্গে এলাকার 70টি পরিবার বিজেপি ছেড়ে আমাদের দলে যোগদান করলেন । ফলে ওই এলাকায় আমরা আরও শক্তিশালী হলাম । হারাধন শিক্ষিত ছেলে, ওঁকে আমরা দলের কাজে লাগাব।" প্রসঙ্গত, বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জয়ের পর তৃণমলে ফিরে আসেন বিশ্বজিৎ।

আরও পডু়ন : বিজেপি প্রার্থীর দেওর খুনে চাঞ্চল্য দিনহাটায়, অভিযোগের তির তৃণমূলের দিকে

যদিও হারাধনের দলত্যাগের বিষয়টি গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি । বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অমৃতলাল বিশ্বাস জানান, হারাধন এবার আবার প্রার্থী হতে চেয়েছিলেন । টিকিট না-পেয়ে লোভে পড়ে তৃণমূলে চলে গিয়েছেন । এতে দলের কোনও ক্ষতি হবে না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.