হাবড়া, 26 অক্টোবর : পুকুর বা ডোবা নয় । ঘরের মধ্যেই জমা জলে ডুবে মৃত্যু হল ছয় মাসের এক শিশুর । উত্তর 24 পরগনার হাবরার ঘটনা । হাবরা পৌরসভার একাধিক ওয়ার্ড কয়েক মাস ধরেই জলমগ্ন অবস্থায় রয়েছে । এমনকী এলাকার অনেক বাড়িতেও জল ঢুকে পড়েছে ৷
লোকনাথ সরণি এলাকায় গত তিন-চার মাস ধরে কোমর সমান জল জমে রয়েছে ৷ হাবরা পৌরসভার তরফে পাম্পের মাধ্যমে জল সরানোর ব্যবস্থা করা হয়েছে ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তা সত্ত্বেও জমা জলের সমস্যা মিটছে না ৷ এখনও পর্যন্ত এলাকার অনেক বাড়ির ভিতরেই জল জমে রয়েছে ৷
জানা গিয়েছে দুপুরে খাটে ঘুমাচ্ছিল ছয় মাসের ওই শিশু ৷ সেই সময় বাইরে যান তাঁর মা সাথী সরকার ৷ কিন্তু ঘরে এসে আর তাকে দেখতে পাননি ।এরপর ঘরের জমা জলের মধ্যে থেকে শিশুটিকে উদ্ধার করা হয় ৷ এরপরই তাকে হাবরা স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ এরপরই স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা ৷