স্বরূপনগর, 7 মার্চ : ভারত-বাংলাদেশ সীমান্তে ফের অনুপ্রবেশ রুখল বিএসএফ । বৈধ কাগজপত্র ছাড়াই চোরাপথে ভারতে প্রবেশের অপরাধে ৬ বাংলাদেশিকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ । ধৃতদের কারওর কাছে বৈধ কাগজপত্র না পেয়ে তাদের গ্রেফতার করে পুলিশ । ধৃতদের মধ্যে দু'জন মহিলাও আছেন । সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর-বিথারী সীমান্তে (Bangladeshi Arrested At Swarupnagar) ।
জানা গিয়েছে, ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা স্বরূপনগরের হাকিমপুর-বিথারী । সেখানেই সোমবার ভোররাতে সীমান্ত পাহারা দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা । টহল দেওয়ার সময় তাঁরা লক্ষ্য করেন, চোরাপথে কয়েকজন অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন । তখনই তাদের আটক করা হয় । তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকেই বৈধ কোনও কাগজপত্র মেলেনি বলে দাবি বিএসএফ কর্তৃপক্ষের । এরপরই 6 অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের জেরা করে জানা গিয়েছে, এরা সকলেই বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা । চোরাপথে এদেশে ভারতে প্রবেশ করে কলকাতায় যাওয়াই তাদের উদ্দেশ্যে ছিল। কি উদ্দেশ্য ধৃত বাংলাদেশিরা কলকাতায় আসছিল তা এখনও জানা যায়নি (6 Bangladeshi Arrested By Bsf) ।
আরও পড়ুন: Bangladeshi arrested at Coochbihar: কোচবিহারে অনুপ্রবেশ রুখল বিএসএফ, গ্রেফতার 7 বাংলাদেশি
প্রসঙ্গত,ভারত-বাংলাদেশের বসিরহাট ও স্বরূপনগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ কিংবা চোরাচালানের ঘটনা নতুন কিছু নয় । এর আগেও বিভিন্ন সময়ে এই দুই থানার সীমান্তবর্তী এলাকার একাধিক অবৈধ ঘটনা প্রকাশ্যে এসেছে । কখনও সোনার বিস্কুট, রুপোর গয়না পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছে পাচারকারীরা । আবার কখনও নিষিদ্ধ কাফ সিরাপ কিংবা মাছের চারাপোনার পাচার রুখে দিয়ে সাফল্য মিলেছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের । তারই মধ্যে এবার স্বরূপনগর সীমান্তে অনুপ্রবেশ রুখে দিয়ে বড়সড় সাফল্য পেল বিএসএফ (6 Bangladeshi Arrested By Bsf) ।