ETV Bharat / state

বারাসতের হোমে ফিরে এল 4 কিশোর

বারাসাত সরকারি হোম থেকে পলাতক চার কিশোর আবাসিক স্বেচ্ছায় ফিরে এল হোমে ৷ ওই চার কিশোর হোমে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হোম কর্তৃপক্ষ থেকে পুলিশ প্রশাসন ৷ পালানোর পর এত সময় তারা কোথায় কাটিয়েছে , কেনই বা তারা হোম থেকে পালিয়েছিল তা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে হোম কর্তৃপক্ষ ৷

barasat government home
বারাসাত সরকারি হোম
author img

By

Published : Feb 10, 2020, 11:07 AM IST

বারাসত ,10 ফেব্রুয়ারি : 90 ঘণ্টারও বেশি সময় পর অবশেষে হোমে ফিরে এল চার কিশোর। রবিবার রাত 8টা নাগাদ তারা নিজেরাই বারাসতের সরকারি হোমে ফেরে। আবাসিকরা ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হোম কর্তৃপক্ষ৷ তবে পালানোর পর এত সময় তারা কোথায় কাটিয়েছে, কেনইবা হোম থেকে পালাল তা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন হোম কর্তৃপক্ষ ৷

হোম সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টা নাগাদ হোমের গ্রিল ভেঙে ও পাঁচিল টপকে পালায় ওই চার কিশোর। যার জেরে বারাসত সরকারি হোমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায় । ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন থেকে শুরু করে সমাজকল্যাণ দপ্তর । শনিবারই ওই হোমে গিয়ে সরজমিনে তদন্ত করেন জেলা নারী ও শিশু উন্নয়ন দপ্তরের সহকারি অধিকর্তা অনির্বাণ চক্রবর্তী । নিখোঁজ ডায়রিও করা হয় বারাসত থানায় ।

এরই মধ্যে রবিবার রাতে ওই চার কিশোর স্বেচ্ছায় হোমে ফিরে আসে বলে জানান সুপার মলয় চট্টোপাধ্য়ায় । প্রশ্ন উঠছে, কেন পালিয়েছিল ওই চার কিশোর ? পরিবারের জন্য মনখারাপ থেকেই কি পালানোর সিদ্ধান্ত নিয়েছিল?

বারাসত ,10 ফেব্রুয়ারি : 90 ঘণ্টারও বেশি সময় পর অবশেষে হোমে ফিরে এল চার কিশোর। রবিবার রাত 8টা নাগাদ তারা নিজেরাই বারাসতের সরকারি হোমে ফেরে। আবাসিকরা ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হোম কর্তৃপক্ষ৷ তবে পালানোর পর এত সময় তারা কোথায় কাটিয়েছে, কেনইবা হোম থেকে পালাল তা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছেন হোম কর্তৃপক্ষ ৷

হোম সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টা নাগাদ হোমের গ্রিল ভেঙে ও পাঁচিল টপকে পালায় ওই চার কিশোর। যার জেরে বারাসত সরকারি হোমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায় । ঘটনাটি সামনে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন থেকে শুরু করে সমাজকল্যাণ দপ্তর । শনিবারই ওই হোমে গিয়ে সরজমিনে তদন্ত করেন জেলা নারী ও শিশু উন্নয়ন দপ্তরের সহকারি অধিকর্তা অনির্বাণ চক্রবর্তী । নিখোঁজ ডায়রিও করা হয় বারাসত থানায় ।

এরই মধ্যে রবিবার রাতে ওই চার কিশোর স্বেচ্ছায় হোমে ফিরে আসে বলে জানান সুপার মলয় চট্টোপাধ্য়ায় । প্রশ্ন উঠছে, কেন পালিয়েছিল ওই চার কিশোর ? পরিবারের জন্য মনখারাপ থেকেই কি পালানোর সিদ্ধান্ত নিয়েছিল?

Intro:90 ঘণ্টারও বেশি সময় পর অবশেষে পলাতক চার কিশোর আবাসিক ফিরে আসল বারাসত কিশলয় হোমে।রবিবার রাত ৮টা নাগাদ তারা নিজের উদ্যোগেই আবারও ওই সরকারি হোমে ফিরে আসে বলে জানা গেছে।উত্তম প্রধান,হিমেশ শেখ,শেখ সুরজ,আলি হোসেন নামে ওই চার কিশোর ফের হোমে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হোম কর্তৃপক্ষ থেকে পুলিশ প্রশাসন।তবে,পালানোর পর এত সময় তারা কোথায় কাটিয়েছেন,কেনই বা তারা হোম থেকে পালাবেন তা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবে হোম কর্তৃপক্ষ। Body:বারাসতঃপ্রায় 90 ঘণ্টারও বেশি সময় পর অবশেষে পলাতক চার কিশোর আবাসিক ফিরে আসল বারাসত কিশলয় হোমে।রবিবার রাত ৮টা নাগাদ তারা নিজের উদ্যোগেই আবারও ওই সরকারি হোমে ফিরে আসে বলে জানা গেছে।হিমেশ শেখ,উত্তম প্রধান,শেখ সুরজ,আলি হোসেন নামে ওই চার কিশোর ফের হোমে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হোম কর্তৃপক্ষ থেকে পুলিশ প্রশাসন।তবে,পালানোর পর এই কয়েক ঘন্টা তারা কোথায় ছিলেন,কেনো হোম থেকে পালিয়েছেন তা তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবে হোম কর্তৃপক্ষ।

হোম সূত্রে জানা গেছে,শুক্রবার রাত ১০টা নাগাদ হোমের গ্রিল ভেঙে প্রাচীর টপকে পালায় ওই চার কিশোর আবাসিক।যার জেরে বারাসত কিশলয় হোমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন ওঠে।ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন থেকে সমাজ কল্যাণ দপ্তর।এমনকি,ঘটনার গুরুত্ব বুঝতে পেরে শনিবারই ওই হোমে গিয়ে সরজমিনে তদন্ত করেন জেলা নারী ও শিশু উন্নয়ন দপ্তরের সহকারী ডিরেক্টর অনির্বাণ চক্রবর্তী।নিখোঁজ ডায়রিও করা হয় বারাসত থানায়।এরই মধ্যে রবিবার রাতে ওই চার কিশোর নিজের স্বেচ্ছায় আবারও হোমে ফিরে আসে বলে জানান সুপার মলয় চ্যাটার্জী।তিনি বলেন,"এদিন রাত ৮টা নাগাদ হিমেশ শেখ,উত্তম প্রধান,শেখ সুরজ ও আলি হোসেন-রা ফিরে আসে বারাসত কিশলয় হোমে।তারা নিজের স্বেচ্ছাতেই ফিরে এসেছেন এখানে।পালানোর পর তারা এত সময় কোথায় কাটিয়েছিলেন,তা ওদের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করব"।হোম কর্তৃপক্ষের অনুমান,পরিবারের জন্য মন খারাপ থেকেই তারা পালানোর সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।তবে,অন্য কোনও কারন আছে কিনা,সেটাও জানার চেষ্টা করবে হোম কর্তৃপক্ষ।

হোম সূত্রে খবর,বাংলাদেশের নাগরিক আলি হোসেনকে শীঘ্রই সে দেশে পাঠানোর ব্যবস্থা করতে চলেছে কর্তৃপক্ষ।Conclusion:হোম সূত্রে জানা গেছে,বাংলাদেশের নাগরিক আলি হোসেনকে শীঘ্রই সেদেশে পাঠানোর ব্যবস্থা করতে চলেছে হোম কর্তৃপক্ষ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.