ETV Bharat / state

ভাটপাড়ায় সারারাত বোমাবাজি, দোকান-বাড়ি ভাঙচুরে আহত 4 - Bhatpara

চরম আতঙ্কে এলাকাবাসী । দুষ্কৃতীদের চিনতে পারলেও আতঙ্কে মুখে কুলুপ এলাকাবাসীর । এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে ।

ভাটপাড়ায় সারারাত বোমাবাজি, দোকান-বাড়ি ভাঙচুরে আহত 4
ভাটপাড়ায় সারারাত বোমাবাজি, দোকান-বাড়ি ভাঙচুরে আহত 4
author img

By

Published : Jun 5, 2021, 2:57 PM IST

ভাটপাড়া, 5 জুন : ভোটের পরেও হিংসা অব্যাহত ভাটপাড়ায় । ভাটপাড়া থানার অন্তর্ভুক্ত পালঘাট রোডে সারারাত বোমাবাজি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে । আহত হয়েছেন ৪ জন ।

অভিযোগ, গতকাল রাতে হঠাৎই 20 থেকে 25 জন দুষ্কৃতীর দল এলাকায় বোমাবাজি করে । অতর্কিতে এই বোমবাজির ঘটনায় আহত হন এলাকার লোকজন । 15 টি বাড়ি ও দোকান ভাঙচুর করে দুষ্কৃতীরা ।

ভাটপাড়ায় সারারাত বোমাবাজি, দোকান-বাড়ি ভাঙচুরে আহত 4

এলাকার লোকজনের অভিযোগ, পুলিশের সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা । পুলিশ ঘটনাস্থল থেকে উল্টে পালিয়ে যায় । চরম আতঙ্কে এলাকাবাসী । দুষ্কৃতীদের চিনতে পারলেও আতঙ্কে মুখে কুলুপ এলাকাবাসীর । এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে । তবে পুলিশের তরফে পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন : বিজেপি করার শাস্তি ; গাছে বেঁধে মারধর, কান ধরে ওঠবোস

ভাটপাড়া, 5 জুন : ভোটের পরেও হিংসা অব্যাহত ভাটপাড়ায় । ভাটপাড়া থানার অন্তর্ভুক্ত পালঘাট রোডে সারারাত বোমাবাজি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে । আহত হয়েছেন ৪ জন ।

অভিযোগ, গতকাল রাতে হঠাৎই 20 থেকে 25 জন দুষ্কৃতীর দল এলাকায় বোমাবাজি করে । অতর্কিতে এই বোমবাজির ঘটনায় আহত হন এলাকার লোকজন । 15 টি বাড়ি ও দোকান ভাঙচুর করে দুষ্কৃতীরা ।

ভাটপাড়ায় সারারাত বোমাবাজি, দোকান-বাড়ি ভাঙচুরে আহত 4

এলাকার লোকজনের অভিযোগ, পুলিশের সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা । পুলিশ ঘটনাস্থল থেকে উল্টে পালিয়ে যায় । চরম আতঙ্কে এলাকাবাসী । দুষ্কৃতীদের চিনতে পারলেও আতঙ্কে মুখে কুলুপ এলাকাবাসীর । এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে । তবে পুলিশের তরফে পালিয়ে যাওয়ার কথা অস্বীকার করা হয়েছে ৷

আরও পড়ুন : বিজেপি করার শাস্তি ; গাছে বেঁধে মারধর, কান ধরে ওঠবোস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.