ETV Bharat / state

বাংলাদেশি পাচারকারীদের হামলায় জখম 3 BSF জওয়ান

বাঁশঘাটা সীমান্ত এলাকায় শুক্রবার ভোররাতে পাহারা দিচ্ছিলেন BSF জওয়ানরা ৷ সেইসময় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশের চোরোচালানকারীদের একটি দল ৷

author img

By

Published : Jul 5, 2020, 11:54 AM IST

BSF
বিএসএফ

বাগদা, 5 জুলাই : বাগদার বাঁশঘাটা সীমান্তে বাংলাদেশি চোরাচালানকারীদের আক্রমণের মুখে পড়ল BSF ৷ শুক্রবার ভোররাতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি চালানোর সময় BSF জওয়ানদের উপর হামলা চালায় চোরাকারবারিরা ৷ ঘটনায় তিন BSF জওয়ান জখম হয়েছেন ৷

BSF সূত্রে খবর, শুক্রবার সাড়ে তিনটে নাগাদ বাঁশঘাটা সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছিলেন 107 ব্যাটেলিয়নের জওয়নরা ৷ সেইসময় 10-12 জনের একটি বাংলাদেশি চোরোচালানকারী দল তাঁদের নজরে আসে ৷ পাচারকারীদের বাধা দিলে তারা জওয়ানদের ঘিরে ফেলে ৷ এরপর বাঁশ ও কাটারির দিয়ে জওয়ানদের উপর হামলা চালায় ৷ BSF জওয়ানরা পালটা পাঁচ রাউন্ড গুলি চালায় ৷ তাতে আতঙ্কিত হয়ে দুষ্কৃতীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় ৷

ঘটনাস্থান থেকে আট কেজি গাঁজা উদ্ধার করেছেন নিরাপত্তকর্মীরা ৷ ঘটনায় দু’-একজন দুষ্কৃতী আহত হয়েছে বলে মনে করছে BSF ৷

বাগদা, 5 জুলাই : বাগদার বাঁশঘাটা সীমান্তে বাংলাদেশি চোরাচালানকারীদের আক্রমণের মুখে পড়ল BSF ৷ শুক্রবার ভোররাতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি চালানোর সময় BSF জওয়ানদের উপর হামলা চালায় চোরাকারবারিরা ৷ ঘটনায় তিন BSF জওয়ান জখম হয়েছেন ৷

BSF সূত্রে খবর, শুক্রবার সাড়ে তিনটে নাগাদ বাঁশঘাটা সীমান্ত এলাকায় নজরদারি চালাচ্ছিলেন 107 ব্যাটেলিয়নের জওয়নরা ৷ সেইসময় 10-12 জনের একটি বাংলাদেশি চোরোচালানকারী দল তাঁদের নজরে আসে ৷ পাচারকারীদের বাধা দিলে তারা জওয়ানদের ঘিরে ফেলে ৷ এরপর বাঁশ ও কাটারির দিয়ে জওয়ানদের উপর হামলা চালায় ৷ BSF জওয়ানরা পালটা পাঁচ রাউন্ড গুলি চালায় ৷ তাতে আতঙ্কিত হয়ে দুষ্কৃতীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় ৷

ঘটনাস্থান থেকে আট কেজি গাঁজা উদ্ধার করেছেন নিরাপত্তকর্মীরা ৷ ঘটনায় দু’-একজন দুষ্কৃতী আহত হয়েছে বলে মনে করছে BSF ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.