ETV Bharat / state

অশোকনগর থেকে গ্রেফতার 3 বাইক চোর, উদ্ধার 12টি বাইক - অশোকনগর

অশোকনগর থেকে 3 বাইক চোরকে গ্রেফতার করল পুলিশ ৷ সেই সঙ্গে 12টি বাইক উদ্ধার করা হয়েছে ৷ গত কয়েকমাস ধরেই অশোকনগর থেকে লাগাতার বাইক চুরির অভিযোগ উঠেছিল ৷ তার তদন্তে নেমেই এই 3 জনকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ ৷

3 bike thieves arrested from ashoknagar 12 bike recover
অশোকনগর থেকে গ্রেফতার 3 বাইক চোর, উদ্ধার 12টি বাইক
author img

By

Published : Jun 4, 2021, 5:21 PM IST

অশোকনগর, 4 জুন : অভিযান চালিয়ে 3 বাইক চোরকে গ্রেফতার করল পুলিশ । তাদের কাছ থেকে বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া বারোটি বাইক উদ্ধার করেছে পুলিশ । ধৃতদের নাম লালটু ঘোষ, ফজলু দফাদার ও রহমত দফাদার ৷ অশোকনগরের দাতারি ঘোষপাড়া ও গুমা দোগাছিয়া এলাকার বাসিন্দা এরা । গতকাল রাতে তাদের গ্রেফতার করে উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, মাস কয়েক আগে অশোকনগর এলাকা থেকে বেশ কয়েকটি বাইক চুরির ঘটনা ঘটে । অভিযোগ পেয়ে তার তদন্ত শুরু করে পুলিশ । গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে, অশোকনগরের দাতারিতে হানা দিয়ে লালটু নামে এক বাইক চোরকে আটক করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে মফিজুল ও রহমতের নাম জানতে পারে পুলিশ । রাতেই গুমা দোগাছি এলাকা থেকে মফিজুল ও রহমতকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন : বাড়ির সামনে থেকে বাইক নিয়ে চম্পট দিল চোর ; সিসিটিভি ফুটেজ

তাদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বারোটি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ । ধৃতরা জেলা এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাইক চুরি করে তার নম্বর প্লেট পরিবর্তন করে বিক্রি করে দিত । উদ্ধার হওয়া বাইকগুলিও তারা বিক্রি করার পরিকল্পনা করেছিল । এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান ।

অশোকনগর, 4 জুন : অভিযান চালিয়ে 3 বাইক চোরকে গ্রেফতার করল পুলিশ । তাদের কাছ থেকে বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া বারোটি বাইক উদ্ধার করেছে পুলিশ । ধৃতদের নাম লালটু ঘোষ, ফজলু দফাদার ও রহমত দফাদার ৷ অশোকনগরের দাতারি ঘোষপাড়া ও গুমা দোগাছিয়া এলাকার বাসিন্দা এরা । গতকাল রাতে তাদের গ্রেফতার করে উত্তর 24 পরগনার অশোকনগর থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, মাস কয়েক আগে অশোকনগর এলাকা থেকে বেশ কয়েকটি বাইক চুরির ঘটনা ঘটে । অভিযোগ পেয়ে তার তদন্ত শুরু করে পুলিশ । গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে, অশোকনগরের দাতারিতে হানা দিয়ে লালটু নামে এক বাইক চোরকে আটক করে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে মফিজুল ও রহমতের নাম জানতে পারে পুলিশ । রাতেই গুমা দোগাছি এলাকা থেকে মফিজুল ও রহমতকে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন : বাড়ির সামনে থেকে বাইক নিয়ে চম্পট দিল চোর ; সিসিটিভি ফুটেজ

তাদের নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বারোটি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে পুলিশ । ধৃতরা জেলা এবং শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাইক চুরি করে তার নম্বর প্লেট পরিবর্তন করে বিক্রি করে দিত । উদ্ধার হওয়া বাইকগুলিও তারা বিক্রি করার পরিকল্পনা করেছিল । এই চক্রের সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.