ETV Bharat / state

ঠাকুরবাড়ির মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার 3 - 3 arrested for theft at Thakurbari temple

ঠাকুরনগরে চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ ৷ একইসঙ্গে উদ্ধার হয়েছে খোয়া যাওয়া কিছু জিনিস ৷

image
মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার 3
author img

By

Published : Jun 15, 2020, 3:45 AM IST

ঠাকুরনগর, 15 জুন : ঠাকুরনগরের ঠাকুরবাড়ির গুরুচাঁদ মন্দিরে চুরির কিনারা করল পুলিশ৷ 36 ঘণ্টার মধ্যেই গাইঘাটা থানার পুলিশ চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অনুপম রায় (23), শান্তুনু মণ্ডল (18) ও শুভ সমাদ্দার (19) ।

ধৃতদের কাছে থেকে পুলিশ চুরি যাওয়া কিছু টাকা পয়সাও উদ্ধার করেছে পুলিশ ৷ রবিবার ধৃতদের বনগাঁ আদালতে হাজির করা হয়েছিল । বিচারক তিন অভিযুক্তকেই দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । ধৃতদের জেরা করে চুরি যাওয়া বাকি জিনিস উদ্ধারের চেষ্টা করছে পুলিশ ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত বৃহিস্পতিবার গভীর রাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির গুরুচাঁদ মন্দিরে চুরির হয় । মন্দিরের তালা ভেঙে প্রণামি বাক্সের টাকা-সহ ঠাকুরের কিছু সোনার গয়না খোয়া গিয়েছিল । শুক্রবার চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গাইঘাটা থানার পুলিশ । শনিবার গভীর রাতে ঠাকুরনগর এলাকা থেকেই তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে ।

ধৃতরা সকলেই গাইঘাটা থানার ঠাকুরনগর বণিকপাড়া ও আনন্দপাড়ার বাসিন্দা । পুলিশের জেরায় ধৃতরা চুরির কথা স্বীকার করে নিয়েছে বলেই জানা গিয়েছে । পুলিশের প্রাথমিক ধারণা, ধৃতরা এলাকার ছিঁচকে চোর । নেশার টাকা জোগাড় করতেই মন্দিরে চুরি করেছে ।

BJP সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর বলেন, ‘‘আমি খবর পেয়েছি, মন্দিরে চুরির ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে । পুলিশ চাইলে সব পারে । কিন্তু করে না । আমার ধারণা ওই তিন দুষ্কৃতী তৃণমূলের মদতপুষ্ট । না হলে মতুয়া মন্দিরে চুরি করার সাহস পেত না ।’’

ঠাকুরনগর, 15 জুন : ঠাকুরনগরের ঠাকুরবাড়ির গুরুচাঁদ মন্দিরে চুরির কিনারা করল পুলিশ৷ 36 ঘণ্টার মধ্যেই গাইঘাটা থানার পুলিশ চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে ৷ পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অনুপম রায় (23), শান্তুনু মণ্ডল (18) ও শুভ সমাদ্দার (19) ।

ধৃতদের কাছে থেকে পুলিশ চুরি যাওয়া কিছু টাকা পয়সাও উদ্ধার করেছে পুলিশ ৷ রবিবার ধৃতদের বনগাঁ আদালতে হাজির করা হয়েছিল । বিচারক তিন অভিযুক্তকেই দু'দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন । ধৃতদের জেরা করে চুরি যাওয়া বাকি জিনিস উদ্ধারের চেষ্টা করছে পুলিশ ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত বৃহিস্পতিবার গভীর রাতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির গুরুচাঁদ মন্দিরে চুরির হয় । মন্দিরের তালা ভেঙে প্রণামি বাক্সের টাকা-সহ ঠাকুরের কিছু সোনার গয়না খোয়া গিয়েছিল । শুক্রবার চুরির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গাইঘাটা থানার পুলিশ । শনিবার গভীর রাতে ঠাকুরনগর এলাকা থেকেই তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে ।

ধৃতরা সকলেই গাইঘাটা থানার ঠাকুরনগর বণিকপাড়া ও আনন্দপাড়ার বাসিন্দা । পুলিশের জেরায় ধৃতরা চুরির কথা স্বীকার করে নিয়েছে বলেই জানা গিয়েছে । পুলিশের প্রাথমিক ধারণা, ধৃতরা এলাকার ছিঁচকে চোর । নেশার টাকা জোগাড় করতেই মন্দিরে চুরি করেছে ।

BJP সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর বলেন, ‘‘আমি খবর পেয়েছি, মন্দিরে চুরির ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে । পুলিশ চাইলে সব পারে । কিন্তু করে না । আমার ধারণা ওই তিন দুষ্কৃতী তৃণমূলের মদতপুষ্ট । না হলে মতুয়া মন্দিরে চুরি করার সাহস পেত না ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.