ETV Bharat / state

Accident : রেললাইনে বসে মোবাইলে গেম, অশোকনগরে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের

রেললাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর ও গুমা স্টেশনের মাঝামাঝি মানিকনগর কাঞ্চনপল্লি এলাকায় ।

Mobile Game death
রেল লাইনে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
author img

By

Published : Nov 9, 2021, 8:19 AM IST

অশোকনগর, 9 নভেম্বর : মোবাইল গেম কেড়ে নিল তরতাজা দু'টি প্রাণ । রেললাইনের উপর বসে মোবাইলে গেম খেলতে গিয়ে মৃত্যু হল দুই যুবকের । জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম সৌভিক দাস ও শিব দে । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার অশোকনগর ও গুমা স্টেশনের মাঝামাঝি মানিকনগর কাঞ্চনপল্লি এলাকায় । দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় মানিকনগর কাঞ্চনপল্লি এলাকায় রেললাইনের উপর বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন তিন যুবক । সেই সময় ডাউন ঠাকুরনগর লোকাল এসে পরে ওই লাইনে । গেমে মগ্ন থাকায় ট্রেন আসছে বুঝতে পারেননি তাঁরা । ফলে ট্রেনের ধাক্কা লেগে মৃত্যু হয় দু'জনের । অন্য একজনের খবর এখনও পাওয়া যায়নি ।

রেললাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের

আরও পড়ুন: বারাসতের গেস্ট হাউসে গুজরাটের ব্যবসায়ীর রহস্যমৃত্যু

স্থানীয়রা জানিয়েছেন, রেললাইনের উপর বসে তিনবন্ধু গেম খেলায় মগ্ন ছিল। সেই সময় ওই লাইনে হঠাৎই ডাউন ট্রেন এসে পরে ৷ ট্রেনটি 26 নম্বর রেল গেট পার হওয়ার সময় বার বার হুইসেল দিচ্ছিল । কিন্তু এই যুবকরা গেমে মগ্ন থাকায় তারা হয়তো হুইসেলের আওয়াজ শুনতেই পায়নি । দু'জনের মৃত্যু হলেও অন্যজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ । ঘটনাস্থল থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে । পুলিশ দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মানিকনগর এলাকায় ।

অশোকনগর, 9 নভেম্বর : মোবাইল গেম কেড়ে নিল তরতাজা দু'টি প্রাণ । রেললাইনের উপর বসে মোবাইলে গেম খেলতে গিয়ে মৃত্যু হল দুই যুবকের । জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম সৌভিক দাস ও শিব দে । সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার অশোকনগর ও গুমা স্টেশনের মাঝামাঝি মানিকনগর কাঞ্চনপল্লি এলাকায় । দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় মানিকনগর কাঞ্চনপল্লি এলাকায় রেললাইনের উপর বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন তিন যুবক । সেই সময় ডাউন ঠাকুরনগর লোকাল এসে পরে ওই লাইনে । গেমে মগ্ন থাকায় ট্রেন আসছে বুঝতে পারেননি তাঁরা । ফলে ট্রেনের ধাক্কা লেগে মৃত্যু হয় দু'জনের । অন্য একজনের খবর এখনও পাওয়া যায়নি ।

রেললাইনে বসে মোবাইলে গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের

আরও পড়ুন: বারাসতের গেস্ট হাউসে গুজরাটের ব্যবসায়ীর রহস্যমৃত্যু

স্থানীয়রা জানিয়েছেন, রেললাইনের উপর বসে তিনবন্ধু গেম খেলায় মগ্ন ছিল। সেই সময় ওই লাইনে হঠাৎই ডাউন ট্রেন এসে পরে ৷ ট্রেনটি 26 নম্বর রেল গেট পার হওয়ার সময় বার বার হুইসেল দিচ্ছিল । কিন্তু এই যুবকরা গেমে মগ্ন থাকায় তারা হয়তো হুইসেলের আওয়াজ শুনতেই পায়নি । দু'জনের মৃত্যু হলেও অন্যজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ । ঘটনাস্থল থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়েছে । পুলিশ দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে । এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মানিকনগর এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.