ETV Bharat / state

হরিণের চামড়া বিক্রি করতে ওড়িশা থেকে কলকাতায়, গ্রেপ্তার ২ - trafficking

হরিণের চামড়া পাচারের অভিযোগে আজ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বন দপ্তরের ক্রাইম কন্ট্রোল ইউনিট।

হরিণের চামড়া হাতে ধৃত দুই
author img

By

Published : Mar 4, 2019, 1:36 PM IST

বিধাননগর, ৪ মার্চ : হরিণের চামড়া পাচারের অভিযোগে আজ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বন দপ্তরের ক্রাইম কন্ট্রোল ইউনিট। ধৃত দুই ব্যক্তির নাম দেবদুলাল নন্দী ও অর্জুন মহারানা। ঘটনায় ধৃতদের কাছ থেকে হরিণের চারটি চামড়া উদ্ধার করা হয়।

ওড়িশা থেকে হরিণের চামড়া নিয়ে কলকাতায় বিক্রির উদ্দেশ্যে কলকাতায় দু'জন আসছে বলে খবর পান বন দপ্তরের আধিকারিকরা। সেইমতো তদন্তকারীদের দুটি দল বাবুঘাট এলাকায় নজরদারি রাখছিল। আজ ভোরবেলায় বাস থেকে নামতেই ওই দুই ব্যক্তির পিছু নেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিওরো এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা। অনেকক্ষণ হয়ে গেলেও খোঁজ মেলে না ক্রেতার। সেইসময় তদন্তকারীরা ওই দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের ব্যাগ তল্লাশি করে হরিণের চারটি চামড়া বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চামড়গুলো তারা ওড়িশা থেকে নিয়ে আসছিল। পাশাপাশি তাদের কাছে আরও চামড়া আছে বলেও জানা যায়।

বাজেয়াপ্ত চামড়াগুলি দেখে তদন্তকারীদের অনুমান, কয়েকদিন আগেই হরিণগুলোকে মারা হয়েছে। তবে, কোথায় এই হরিণ মারা হয়েছে সেবিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক চোরাচালানকারীদের যোগাযোগ রয়েছে বলেও অনুমান বন দপ্তরের আধিকারিকদের। এই চক্রের সঙ্গে কারা যুক্ত আছে তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

undefined

বিধাননগর, ৪ মার্চ : হরিণের চামড়া পাচারের অভিযোগে আজ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বন দপ্তরের ক্রাইম কন্ট্রোল ইউনিট। ধৃত দুই ব্যক্তির নাম দেবদুলাল নন্দী ও অর্জুন মহারানা। ঘটনায় ধৃতদের কাছ থেকে হরিণের চারটি চামড়া উদ্ধার করা হয়।

ওড়িশা থেকে হরিণের চামড়া নিয়ে কলকাতায় বিক্রির উদ্দেশ্যে কলকাতায় দু'জন আসছে বলে খবর পান বন দপ্তরের আধিকারিকরা। সেইমতো তদন্তকারীদের দুটি দল বাবুঘাট এলাকায় নজরদারি রাখছিল। আজ ভোরবেলায় বাস থেকে নামতেই ওই দুই ব্যক্তির পিছু নেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিওরো এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা। অনেকক্ষণ হয়ে গেলেও খোঁজ মেলে না ক্রেতার। সেইসময় তদন্তকারীরা ওই দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের ব্যাগ তল্লাশি করে হরিণের চারটি চামড়া বাজেয়াপ্ত করেন আধিকারিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চামড়গুলো তারা ওড়িশা থেকে নিয়ে আসছিল। পাশাপাশি তাদের কাছে আরও চামড়া আছে বলেও জানা যায়।

বাজেয়াপ্ত চামড়াগুলি দেখে তদন্তকারীদের অনুমান, কয়েকদিন আগেই হরিণগুলোকে মারা হয়েছে। তবে, কোথায় এই হরিণ মারা হয়েছে সেবিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক চোরাচালানকারীদের যোগাযোগ রয়েছে বলেও অনুমান বন দপ্তরের আধিকারিকদের। এই চক্রের সঙ্গে কারা যুক্ত আছে তা জানার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

undefined
sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.