ETV Bharat / state

Mamata Banerjee : 1 জানুয়ারি রাজ্যে পালিত হবে ছাত্রছাত্রী দিবস, ঘোষণা মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের প্রতিষ্ঠা দিবস অর্থাৎ 1 জানুয়ারিকে (January 1) ছাত্রছাত্রী দিবস (Students' Day) হিসেবে পালন করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )৷

1st January will be Students' day, Mamata Banerjee said in Administrative review meeting of North 24 Parganas
1 জানুয়ারি রাজ্যে পালিত হবে ছাত্রছাত্রী দিবস, ঘোষণা মমতার
author img

By

Published : Nov 17, 2021, 2:01 PM IST

Updated : Nov 17, 2021, 3:17 PM IST

কলকাতা, 17 নভেম্বর: 1 জানুয়ারিকে (January 1) ছাত্রছাত্রী দিবস (Students' Day) হিসেবে পালন করবে রাজ্য সরকার ৷ উত্তর 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ জানান, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই হবে ছাত্রছাত্রী দিবস ৷ কারণ ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ ৷ এ দিন জেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী ৷ সমস্যার সমাধানে তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন ৷ ঘূর্ণিঝড় আমফান, যশে দুর্গতরা ক্ষতিপূরণ পেয়েছেন কি না তারও খোঁজ নেন তিনি ৷

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলির মানুষের অবস্থার কথা এ দিনের বৈঠকে জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমফান ও যশে দুর্গতদের এলাকা থেকে রিপোর্ট নেওয়া হয়েছে কি না তা জেলাশাসকের কাছে জানতে চান তিনি ৷ জেলাশাসক জানিয়েছেন, এ ক্ষেত্রে কোনও কাজ বাকি নেই ৷ সবাই ক্ষতিপূরণ পেয়েছেন ৷

আরও পড়ুন: West Bengal Assembly : সিবিআই-ইডির বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের

এ দিন লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্র ক্রেডিট কার্ড ও দুয়ারে রেশনের বিষয়েও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী ৷ তাঁকে মুখ্যসচিব জানিয়েছেন, 1 কোটি 60 লাখ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন ৷ তাঁদের মধ্যে 1 কোটি 42 লক্ষ জন এই পরিষেবা পাচ্ছেন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস ভুল হওয়ার জন্য যাঁরা পাচ্ছেন না, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয় ৷

আরও পড়ুন: Prabir Ghoshal : বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি, জাগোবাংলায় বিস্ফোরক প্রবীর ঘোষাল

ছাত্রদের ক্রেডিট কার্ড বিলির জন্য 20 তারিখে 10 হাজার ছাত্রদের নিয়ে ঋণদানের মেলা আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সে দিন ক্যাম্পে এসে ঋণ নেবে ছাত্ররা ৷ তার পরও বাকি আবেদনকারীদের ঋণ দেওয়ার জন্য ছাত্রদের সুবিধার্থে প্রতি 15 দিন অন্তর এই ছাত্র মেলা করার নির্দেশ দেন মমতা ৷ ছাত্রদের জন্য তাঁর সরকার খুবই চিন্তাশীল এ কথা জানিয়ে মমতা এ দিন বলেন, "বাংলায় ছাত্র দিবস হওয়া উচিত ৷ 1 জানুয়ারি আমরা ছাত্র দিবস হিসেবে পালন করব ৷ এ বছর 1 জানুয়ারি ছাত্র মেলাও করতে হবে ৷ ছাত্ররাই ভবিষ্যৎ ৷ ওই দিন আমরা মা মাটি মানুষ দিবস হিসেবে উদযাপন করি ৷ সে দিনই হবে ছাত্র দিবস ৷ আরও 10 হাজার ছাত্রকে সে দিন ঋণ দেওয়ার চেষ্টা করুন ৷"

আরও পড়ুন : Luizinho Faleiro : গোয়ায় জয় অনিশ্চিত বলেই কি লুইজিনহোকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল ?

কলকাতা, 17 নভেম্বর: 1 জানুয়ারিকে (January 1) ছাত্রছাত্রী দিবস (Students' Day) হিসেবে পালন করবে রাজ্য সরকার ৷ উত্তর 24 পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ জানান, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই হবে ছাত্রছাত্রী দিবস ৷ কারণ ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ ৷ এ দিন জেলার বিভিন্ন সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী ৷ সমস্যার সমাধানে তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন ৷ ঘূর্ণিঝড় আমফান, যশে দুর্গতরা ক্ষতিপূরণ পেয়েছেন কি না তারও খোঁজ নেন তিনি ৷

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলির মানুষের অবস্থার কথা এ দিনের বৈঠকে জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আমফান ও যশে দুর্গতদের এলাকা থেকে রিপোর্ট নেওয়া হয়েছে কি না তা জেলাশাসকের কাছে জানতে চান তিনি ৷ জেলাশাসক জানিয়েছেন, এ ক্ষেত্রে কোনও কাজ বাকি নেই ৷ সবাই ক্ষতিপূরণ পেয়েছেন ৷

আরও পড়ুন: West Bengal Assembly : সিবিআই-ইডির বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব তৃণমূলের

এ দিন লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্র ক্রেডিট কার্ড ও দুয়ারে রেশনের বিষয়েও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী ৷ তাঁকে মুখ্যসচিব জানিয়েছেন, 1 কোটি 60 লাখ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন ৷ তাঁদের মধ্যে 1 কোটি 42 লক্ষ জন এই পরিষেবা পাচ্ছেন ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস ভুল হওয়ার জন্য যাঁরা পাচ্ছেন না, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানানো হয় ৷

আরও পড়ুন: Prabir Ghoshal : বিজেপিতে টাকা চাওয়ার লোক বেশি, জাগোবাংলায় বিস্ফোরক প্রবীর ঘোষাল

ছাত্রদের ক্রেডিট কার্ড বিলির জন্য 20 তারিখে 10 হাজার ছাত্রদের নিয়ে ঋণদানের মেলা আয়োজনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সে দিন ক্যাম্পে এসে ঋণ নেবে ছাত্ররা ৷ তার পরও বাকি আবেদনকারীদের ঋণ দেওয়ার জন্য ছাত্রদের সুবিধার্থে প্রতি 15 দিন অন্তর এই ছাত্র মেলা করার নির্দেশ দেন মমতা ৷ ছাত্রদের জন্য তাঁর সরকার খুবই চিন্তাশীল এ কথা জানিয়ে মমতা এ দিন বলেন, "বাংলায় ছাত্র দিবস হওয়া উচিত ৷ 1 জানুয়ারি আমরা ছাত্র দিবস হিসেবে পালন করব ৷ এ বছর 1 জানুয়ারি ছাত্র মেলাও করতে হবে ৷ ছাত্ররাই ভবিষ্যৎ ৷ ওই দিন আমরা মা মাটি মানুষ দিবস হিসেবে উদযাপন করি ৷ সে দিনই হবে ছাত্র দিবস ৷ আরও 10 হাজার ছাত্রকে সে দিন ঋণ দেওয়ার চেষ্টা করুন ৷"

আরও পড়ুন : Luizinho Faleiro : গোয়ায় জয় অনিশ্চিত বলেই কি লুইজিনহোকে রাজ্যসভায় পাঠাল তৃণমূল ?

Last Updated : Nov 17, 2021, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.