ETV Bharat / state

কোরোনামুক্ত 16, ছাড়া পেলেন বারাসতের হাসপাতাল থেকে - বারাসতে একসঙ্গে সুস্থ 16 জন কোরোনা আক্রান্ত

বারাসত চাঁপাডালি মোড়ের কোরোনা হাসপাতালে একসঙ্গে সুস্থ হলেন 16 জন আক্রান্ত । হাসপাতালের তরফে কোরোনা জয়ীদের গোলাপ ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় ।

COVID-19
COVID-19
author img

By

Published : Aug 29, 2020, 7:22 PM IST

বারাসত, 29 অগাস্ট : কোরোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 16 জন । আজ দুপুরে বারাসত চাঁপাডালি মোড়ের কোরোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁদের । এদের কারও বয়স ষাট বছর, আবার কারওর সত্তর বা পঁচাত্তর । 80 বছরের এক বৃদ্ধও রয়েছেন এই তালিকায় । এই 16 জনের মধ্যে চারজন মহিলা রয়েছেন, যাঁদের প্রত্যেকেরই বয়স ষাটের উপরে । কোরোনা জয়ীদের গোলাপ ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় হাসপাতালের তরফে ।

বারাসত কদম্বগাছির কোরোনা হাসপাতালে সংক্রমিতদের চাপ ক্রমেই বাড়ছিল । সেই চাপ কমাতে বারাসত চাঁপাডালি মোড়ের যশোর রোডের ধারে মেগাসিটি নার্সিংহোমকে দ্বিতীয় কোরোনা হাসপাতাল করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর । 50 বেডের ওই কোরোনা হাসপাতালে ICU বেডের সংখ্যা সাত । বাকি 43টি জেনেরাল বেড । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই কোরোনা আক্রান্তরা প্রায় দশদিন আগে হাসপাতালে ভরতি হয়েছিলেন । বেশিরভাগেরই বয়স যেহেতু ষাটের উপরে, তাই প্রথম থেকেই তাঁদের সুস্থ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে ।

এ'বিষয়ে বারাসত কোরোনা হাসপাতালের নোডাল অফিসার ও জেলা হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, “চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই 16 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । কোরোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই । আমরা চাই, কেউ যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন ।" সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সুরক্ষাবিধি ও নিয়ম মেনে চলারও পরামর্শ দিয়েছেন তিনি । জানা গেছে, সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখন তাঁদের প্রত্যেককেই 14 দিন হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

বারাসত, 29 অগাস্ট : কোরোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 16 জন । আজ দুপুরে বারাসত চাঁপাডালি মোড়ের কোরোনা হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁদের । এদের কারও বয়স ষাট বছর, আবার কারওর সত্তর বা পঁচাত্তর । 80 বছরের এক বৃদ্ধও রয়েছেন এই তালিকায় । এই 16 জনের মধ্যে চারজন মহিলা রয়েছেন, যাঁদের প্রত্যেকেরই বয়স ষাটের উপরে । কোরোনা জয়ীদের গোলাপ ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয় হাসপাতালের তরফে ।

বারাসত কদম্বগাছির কোরোনা হাসপাতালে সংক্রমিতদের চাপ ক্রমেই বাড়ছিল । সেই চাপ কমাতে বারাসত চাঁপাডালি মোড়ের যশোর রোডের ধারে মেগাসিটি নার্সিংহোমকে দ্বিতীয় কোরোনা হাসপাতাল করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর । 50 বেডের ওই কোরোনা হাসপাতালে ICU বেডের সংখ্যা সাত । বাকি 43টি জেনেরাল বেড । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই কোরোনা আক্রান্তরা প্রায় দশদিন আগে হাসপাতালে ভরতি হয়েছিলেন । বেশিরভাগেরই বয়স যেহেতু ষাটের উপরে, তাই প্রথম থেকেই তাঁদের সুস্থ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাছে ।

এ'বিষয়ে বারাসত কোরোনা হাসপাতালের নোডাল অফিসার ও জেলা হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, “চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই 16 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । কোরোনা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই । আমরা চাই, কেউ যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন ।" সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষকে সুরক্ষাবিধি ও নিয়ম মেনে চলারও পরামর্শ দিয়েছেন তিনি । জানা গেছে, সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখন তাঁদের প্রত্যেককেই 14 দিন হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.