বিধাননগর, 31 মার্চ : বিধাননগরে ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণার অভিযোগে গ্রেফতার হল 14 জন ৷ এর মধ্যে 9 জন পুরুষ ও 5 জন মহিলা ৷ সূত্র মারফত খবর পেয়ে ভুয়ো কল সেন্টারের উদ্দেশ্যে নিউটাউনের এস্ট্রা টাওয়ারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । এরপরই সেখান থেকে গ্রেফতার করা হয় 14 জনকে (Bidhannagar Cyber Crime Police Station) ৷
বেশ কিছুদিন ধরেই নিউটাউনের এস্ট্রা টাওয়ারে অফিস খুলে বিভিন্ন বেসরকারি সংস্থার টাওয়ার বসিয়ে দেওয়ার নাম করে প্রতারণার ঘটনা সামনে আসছিল । এই বিষয়ে একাধিক অভিযোগও দায়ের হয় সাইবার ক্রাইম থানায় । সেই ভিত্তিতেই তদন্তে নেমে বুধবার নিউটাউনের এস্ট্রা টাওয়ারের দুটি অফিসে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ । 14 জনকে গ্রেফতারের পাশাপাশি উদ্ধার করা হয় বেশ কয়েকটি ল্যাপটপ ও মোবাইল ফোন-সহ একাধিক নথি ।
ধৃতদের সকলকে বৃহস্পতিবার বিধাননগর আদালতে তোলা হয় ৷ জানা গিয়েছে ভুয়ো সংস্থার ধৃত কয়েকজন উচ্চপদস্থদের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ ৷ তাদের জেরা করে কতজনের সঙ্গে এমন প্রতারণা করা হয়েছে ও আর কেউ এই সংস্থার সঙ্গে যুক্ত আছে কি না তা জানার চেষ্টা করবে পুলিশ ৷