ETV Bharat / state

বনগাঁয় তৃণমূলের কোন্দল, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দলীয় কাউন্সিলরদেরই

বনগাঁ পৌরসভাও এবার তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে । বনগাঁর 22টি ওয়ার্ডের 21টি তেই লিড পেয়েছে BJP প্রার্থী । এরই মধ্যে জোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার দাবি তুললেন 11 জন কাউন্সিলর ।

পৌরপ্রধান শংকর আঢ্য
author img

By

Published : Jun 7, 2019, 8:16 PM IST

Updated : Jun 8, 2019, 12:05 AM IST

বনগাঁ, 7 জুন : বনগাঁ পৌরসভায় অচলাবস্থা । পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনলেন বনগাঁ পৌরসভার 11 জন কাউন্সিলর । আজ সকালে তাঁরা স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র মহকুমাশাসকের কাছে জমা দেন ।

বনগাঁ পৌরসভাও এবার তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে । বনগাঁ পৌরসভায় মোট 22টি আসন । তার মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 20টি । বাকি 2টির একটি কংগ্রেস ও একটি CPI(M)-এর দখলে । কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের পর বনগাঁয় তৃণমূলের সাংগঠনিক বাঁধন অনেকটাই আলগা হয়েছে । দেখা গেছে, বনগাঁর 22টি ওয়ার্ডের 21টি-তেই BJP প্রার্থী লিড পেয়েছে । এর মধ্যে জোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার দাবি তুললেন পৌরসভা 11 জন কাউন্সিলর । ফলে বনগাঁয় তৃণমূলের ফাটল ধরল ।

16 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়ার অভিযোগ, "শংকর আঢ‍্যর কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন বনগাঁর সাধারণ মানুষ । নাগরিকদের পাশাপাশি পৌরপ্রধানের কাজকর্মে ক্ষুব্ধ বেশিরভাগ কাউন্সিলররাও । এই অবস্থায় অনাস্থা আনা ছাড়া কোনও উপায় ছিল না ।'

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এ বিষয়ে শংকরবাবুর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি । তৃণমূল নেতা তথা বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন, "কাউন্সিলরদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে । তাঁদের মধ্যে কয়েকজন মহকুমাশাসকের কাছে লিখিত কিছু একটা জমা দিয়েছেন বলে শুনেছি । এটা দলের অভ্যন্তরীণ বিষয় । দলের ভিতরেই তা মিটিয়ে নেওয়া হবে ।"

বনগাঁ, 7 জুন : বনগাঁ পৌরসভায় অচলাবস্থা । পৌরপ্রধান শংকর আঢ্যর বিরুদ্ধে অনাস্থা আনলেন বনগাঁ পৌরসভার 11 জন কাউন্সিলর । আজ সকালে তাঁরা স্বাক্ষর সম্বলিত আবেদনপত্র মহকুমাশাসকের কাছে জমা দেন ।

বনগাঁ পৌরসভাও এবার তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে । বনগাঁ পৌরসভায় মোট 22টি আসন । তার মধ্যে তৃণমূলের দখলে রয়েছে 20টি । বাকি 2টির একটি কংগ্রেস ও একটি CPI(M)-এর দখলে । কিন্তু লোকসভা ভোটের ফল প্রকাশের পর বনগাঁয় তৃণমূলের সাংগঠনিক বাঁধন অনেকটাই আলগা হয়েছে । দেখা গেছে, বনগাঁর 22টি ওয়ার্ডের 21টি-তেই BJP প্রার্থী লিড পেয়েছে । এর মধ্যে জোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার দাবি তুললেন পৌরসভা 11 জন কাউন্সিলর । ফলে বনগাঁয় তৃণমূলের ফাটল ধরল ।

16 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অভিজিৎ কাপুরিয়ার অভিযোগ, "শংকর আঢ‍্যর কাজকর্মে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন বনগাঁর সাধারণ মানুষ । নাগরিকদের পাশাপাশি পৌরপ্রধানের কাজকর্মে ক্ষুব্ধ বেশিরভাগ কাউন্সিলররাও । এই অবস্থায় অনাস্থা আনা ছাড়া কোনও উপায় ছিল না ।'

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এ বিষয়ে শংকরবাবুর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি । তৃণমূল নেতা তথা বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন, "কাউন্সিলরদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে । তাঁদের মধ্যে কয়েকজন মহকুমাশাসকের কাছে লিখিত কিছু একটা জমা দিয়েছেন বলে শুনেছি । এটা দলের অভ্যন্তরীণ বিষয় । দলের ভিতরেই তা মিটিয়ে নেওয়া হবে ।"

Intro:ফের আগুন লাগল সোদপুর বাজারে পুড়ে ছাই হলো প্রায় কুড়িটি ঘরবাড়ি ব্যাপক ক্ষতির আশঙ্কা ঘটনাস্থলে দমকলের 33 এলাকায় চাঞ্চল্য


Body:ণতযমমম


Conclusion:মযরদদদদ
Last Updated : Jun 8, 2019, 12:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.