ETV Bharat / state

নির্মল খুনে এবার গ্রেপ্তার বাইক চালক সঞ্জয় - nirmal kundu

এখনও পর্যন্ত তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার মোট 3 । আজ ধৃত সঞ্জয় দাসকে আদালতে তোলা হলে পুলিশ তাকে 6 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

গ্রেপ্তার বাইক চালক সঞ্জয়
author img

By

Published : Jun 7, 2019, 5:53 PM IST

Updated : Jun 7, 2019, 7:52 PM IST

ব্যারাকপুর, 7 জুন : নিমতায় তৃণমূল নেতা নির্মল কুণ্ডু খুনের ঘটনায় গ্রেপ্তার আরও 1 । ধৃতের নাম সঞ্জয় দাস । গতকাল গোবরডাঙা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাকে 6 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

এই সংক্রান্ত খবর : নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার 2

নির্মল কুণ্ডু খুনের ঘটনায় এর আগে পুলিশ সুমন কুণ্ডু ও সুজয় দাসকে গ্রেপ্তার করেছিল । গতকাল তাদের ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন । তাদের জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় দাসের কথা জানতে পারে পুলিশ ।

দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত খবর : নিমতায় স্থানীয় তৃণমূল নেতাকে গুলি করে খুন

পুলিশ জানিয়েছে, সঞ্জয় খুনের সময় বাইক চালাচ্ছিল । আগামী 13 জুন তাদের ফের আদালতে তোলা হবে ।

এই সংক্রান্ত খবর : বাড়ির সামনে খুন তৃণমূল নেতা ; CCTV ফুটেজ

এই সংক্রান্ত খবর : "নির্মলের নেতৃত্বে তোলাবাজি চলত"

ব্যারাকপুর, 7 জুন : নিমতায় তৃণমূল নেতা নির্মল কুণ্ডু খুনের ঘটনায় গ্রেপ্তার আরও 1 । ধৃতের নাম সঞ্জয় দাস । গতকাল গোবরডাঙা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে । আজ ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক তাকে 6 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

এই সংক্রান্ত খবর : নিমতায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার 2

নির্মল কুণ্ডু খুনের ঘটনায় এর আগে পুলিশ সুমন কুণ্ডু ও সুজয় দাসকে গ্রেপ্তার করেছিল । গতকাল তাদের ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন । তাদের জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় দাসের কথা জানতে পারে পুলিশ ।

দেখুন ভিডিয়ো

এই সংক্রান্ত খবর : নিমতায় স্থানীয় তৃণমূল নেতাকে গুলি করে খুন

পুলিশ জানিয়েছে, সঞ্জয় খুনের সময় বাইক চালাচ্ছিল । আগামী 13 জুন তাদের ফের আদালতে তোলা হবে ।

এই সংক্রান্ত খবর : বাড়ির সামনে খুন তৃণমূল নেতা ; CCTV ফুটেজ

এই সংক্রান্ত খবর : "নির্মলের নেতৃত্বে তোলাবাজি চলত"

sample description
Last Updated : Jun 7, 2019, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.