ETV Bharat / state

Firearms : বরানগরে 9টি আগ্নেয়াস্ত্র-সহ এসটিএফের জালে 1 - বরানগরে 9টি আগ্নেয়াস্ত্র সহ এসটিএফের জালে 1

বরানগর থেকে গ্রেফতার বছর তেইশের অস্ত্র কারবারি ৷ 9টি আগ্নেয়াস্ত্র-সহ মহম্মদ নাজির হুসেন নামে এক যুবককে সোমবার গ্রেফতার করে পুলিশ ৷ আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে ৷

Firearms
Firearms
author img

By

Published : Nov 2, 2021, 12:37 PM IST

বরানগর, 2 নভেম্বর : গোসাবার পর এবার বরানগর ৷ রাজ্যে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা চিন্তা বাড়াচ্ছে পুলিশ মহলে ৷ সোমবার রাতে বরানগর থানার আলমবাজার মোড় থেকে গ্রেফতার করা হয় বছর তেইশের এক অস্ত্র কারবারিকে ৷ ধৃত যুবকের নাম মহম্মদ নাজির হুসেন ৷ তার কাছ থেকে 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা এই অস্ত্র কারবারি এখন থাকত খিদিরপুরে । এসটিএফ সূত্রে খবর, ধৃত ব্যক্তি বিহার থেকে আসছিল । তার কাছ থেকে 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । সেগুলি বাজেয়াপ্ত করেছে এসটিএফ । এই ঘটনায় বরানগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । আজ 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হবে ।

তবে এই ঘটনার পিছনে আরও বড় কোনও কারবার বা অস্ত্র কারখানার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Arms Factory Busted : উপনির্বাচনের আগের রাতে গোসাবায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার 1

বরানগর, 2 নভেম্বর : গোসাবার পর এবার বরানগর ৷ রাজ্যে একের পর এক অস্ত্র উদ্ধারের ঘটনা চিন্তা বাড়াচ্ছে পুলিশ মহলে ৷ সোমবার রাতে বরানগর থানার আলমবাজার মোড় থেকে গ্রেফতার করা হয় বছর তেইশের এক অস্ত্র কারবারিকে ৷ ধৃত যুবকের নাম মহম্মদ নাজির হুসেন ৷ তার কাছ থেকে 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা এই অস্ত্র কারবারি এখন থাকত খিদিরপুরে । এসটিএফ সূত্রে খবর, ধৃত ব্যক্তি বিহার থেকে আসছিল । তার কাছ থেকে 9টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে । সেগুলি বাজেয়াপ্ত করেছে এসটিএফ । এই ঘটনায় বরানগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । আজ 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হবে ।

তবে এই ঘটনার পিছনে আরও বড় কোনও কারবার বা অস্ত্র কারখানার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Arms Factory Busted : উপনির্বাচনের আগের রাতে গোসাবায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.