ETV Bharat / state

অস্ত্রোপচারের জেরে বিপত্তি, রোগীর মৃত্যু; 91 হাজার টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ - বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত বিলের অভিযোগ

প্রথমবার অস্ত্রোপচারের জন্য আড়াই লাখ টাকার বিল হয়, দ্বিতীয়বার অস্ত্রোপচারের জন্য বিল হয় সাড়ে তিন লাখ টাকা । এই বিলের বেশিরভাগ টাকা বিমা সংস্থার কাছ থেকে পাওয়া গিয়েছিল । রোগীর পরিজনদের প্রথমবার 41 হাজার টাকা এবং, পরেরবার 50 হাজার টাকা দিতে হয়েছিল ।

WBCERC
WBCERC
author img

By

Published : Oct 16, 2020, 9:13 PM IST

কলকাতা, 16 অক্টোবর: পেটের টিউমার অস্ত্রোপচারের পরেও, ওই অস্ত্রোপচারের স্থানে লিকেজ থেকে গিয়েছিল । আর এই বিপত্তির জেরে ফের অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয় । এ দিকে যত দিনে দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়েছে, ততদিনে ওই লিকেজ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল । যে কারণে রোগীকে আর বাঁচানো যায়নি । শুধুমাত্র তাই নয় । প্রথমবার অস্ত্রোপচারের পরে ওই টিউমারের বায়োপসি করে দেখা যায় রোগী ক‍্যান্সারে আক্রান্ত । এ দিকে, প্রথমবার অস্ত্রোপচারের জন্য আড়াই লাখ টাকার বিল হলেও, দ্বিতীয়বার অস্ত্রোপচারের জন্য বিল হয় সাড়ে তিন লাখ টাকা । এই ঘটনা সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের । ঘটনায় ওই হাসপাতালকে 91 হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন ।

পেটে যন্ত্রণা হতে থাকায় 68 বছরের এক প্রৌঢ়াকে সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালে ভরতি করানো হয়েছিল 14 অগাস্ট । পরীক্ষা-নিরীক্ষায় ওই রোগীর পেটে একটি টিউমার ধরা পড়ে । ওই টিউমারে অস্ত্রোপচার করা হয় । এর পরে ওই টিউমারের বায়োপসি রিপোর্টে দেখা যায় প্রৌঢ়া ক্যান্সারে আক্রান্ত । এই অস্ত্রোপচারের পরে রোগীকে ছুটি দেওয়া হয়েছিল 20 অগাস্ট । এই ঘটনায় রাজ‍্যের স্বাস্থ্য কমিশন অর্থাৎ, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এ অভিযোগ জানানো হয় ‌।

কমিশন জানিয়েছে, প্রথমবার এই রোগীর পেটে অস্ত্রোপচারের স্থানে লিকেজ হয়েছিল । এই ঘটনায় চিকিৎসকদের বক্তব্য, এই ধরনের লিকেজ হতেই পারে । কমিশন জানায়, লিকেজ যখন হতেই পারে, তা হলে এই লিকেজ কেন চিকিৎসকরা ধরতে পারলেন না, সেটাই আশ্চর্যের বিষয় ।

লিকেজ ধরা পড়েছিল রোগীর চেকআপের সময় । 2 সেপ্টেম্বর চেকআপ হয়েছিল । কমিশন জানিয়েছে, চিকিৎসকরা বলেন তখনই অস্ত্রোপচার করতে হবে । ওই দিন ফের অস্ত্রোপচার হয় । এরপরে 6 সেপ্টেম্বর ওই রোগীর মৃত্যু হয় । ওই লিকেজ থেকে ইনফেকশন হয়ে তিনি মারা যান । কমিশন জানিয়েছে, এই ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে লিকেজ হতে পারে, চিকিৎসকদের এই বক্তব্যকে মান্যতা দেওয়া হয়েছে । তবে, এই লিকেজ সম্পর্কে চিকিৎসকদের আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল । চিকিৎসক প্রথমে ধরতে পারেননি লিকেজ হয়েছে, পরে এটা ধরতে পেরে ফের অস্ত্রোপচার করেছেন । কমিশন জানিয়েছে, পরে যে অস্ত্রোপচার হল, তার নৈতিক দায়িত্ব ওই হাসপাতালের নেওয়া উচিত ছিল ।


কমিশন জানিয়েছে, প্রথমবার অস্ত্রোপচারের সময় প্রায় আড়াই লাখ টাকা বিল হয়েছিল । কিন্তু, পরের বার কালেক্টিভ সার্জারির সময় বিল হয় সাড়ে তিন লাখ । এই বিলের বেশিরভাগ টাকা বিমা সংস্থার কাছ থেকে পাওয়া গিয়েছিল । রোগীর পরিজনদের প্রথমবার 41 হাজার টাকা এবং, পরেরবার 50 হাজার টাকা দিতে হয়েছিল । এই ঘটনায় রাজ‍্যের এই স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "আমরা এই হাসপাতালকে বলেছি, আপনারা নৈতিক দায়িত্ব এড়াতে পারেন না । হাসপাতালকে ওই 91 (41+50) হাজার টাকা ফেরত দিতে বলা হয়েছে ।" কমিশন জানিয়েছে, এই ঘটনায় এই রোগীর চিকিৎসা নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ ছিল । এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানাতে বলা হয়েছে ।

কলকাতা, 16 অক্টোবর: পেটের টিউমার অস্ত্রোপচারের পরেও, ওই অস্ত্রোপচারের স্থানে লিকেজ থেকে গিয়েছিল । আর এই বিপত্তির জেরে ফের অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয় । এ দিকে যত দিনে দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়েছে, ততদিনে ওই লিকেজ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল । যে কারণে রোগীকে আর বাঁচানো যায়নি । শুধুমাত্র তাই নয় । প্রথমবার অস্ত্রোপচারের পরে ওই টিউমারের বায়োপসি করে দেখা যায় রোগী ক‍্যান্সারে আক্রান্ত । এ দিকে, প্রথমবার অস্ত্রোপচারের জন্য আড়াই লাখ টাকার বিল হলেও, দ্বিতীয়বার অস্ত্রোপচারের জন্য বিল হয় সাড়ে তিন লাখ টাকা । এই ঘটনা সল্টলেকে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালের । ঘটনায় ওই হাসপাতালকে 91 হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন ।

পেটে যন্ত্রণা হতে থাকায় 68 বছরের এক প্রৌঢ়াকে সল্টলেকের বেসরকারি ওই হাসপাতালে ভরতি করানো হয়েছিল 14 অগাস্ট । পরীক্ষা-নিরীক্ষায় ওই রোগীর পেটে একটি টিউমার ধরা পড়ে । ওই টিউমারে অস্ত্রোপচার করা হয় । এর পরে ওই টিউমারের বায়োপসি রিপোর্টে দেখা যায় প্রৌঢ়া ক্যান্সারে আক্রান্ত । এই অস্ত্রোপচারের পরে রোগীকে ছুটি দেওয়া হয়েছিল 20 অগাস্ট । এই ঘটনায় রাজ‍্যের স্বাস্থ্য কমিশন অর্থাৎ, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)-এ অভিযোগ জানানো হয় ‌।

কমিশন জানিয়েছে, প্রথমবার এই রোগীর পেটে অস্ত্রোপচারের স্থানে লিকেজ হয়েছিল । এই ঘটনায় চিকিৎসকদের বক্তব্য, এই ধরনের লিকেজ হতেই পারে । কমিশন জানায়, লিকেজ যখন হতেই পারে, তা হলে এই লিকেজ কেন চিকিৎসকরা ধরতে পারলেন না, সেটাই আশ্চর্যের বিষয় ।

লিকেজ ধরা পড়েছিল রোগীর চেকআপের সময় । 2 সেপ্টেম্বর চেকআপ হয়েছিল । কমিশন জানিয়েছে, চিকিৎসকরা বলেন তখনই অস্ত্রোপচার করতে হবে । ওই দিন ফের অস্ত্রোপচার হয় । এরপরে 6 সেপ্টেম্বর ওই রোগীর মৃত্যু হয় । ওই লিকেজ থেকে ইনফেকশন হয়ে তিনি মারা যান । কমিশন জানিয়েছে, এই ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে লিকেজ হতে পারে, চিকিৎসকদের এই বক্তব্যকে মান্যতা দেওয়া হয়েছে । তবে, এই লিকেজ সম্পর্কে চিকিৎসকদের আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল । চিকিৎসক প্রথমে ধরতে পারেননি লিকেজ হয়েছে, পরে এটা ধরতে পেরে ফের অস্ত্রোপচার করেছেন । কমিশন জানিয়েছে, পরে যে অস্ত্রোপচার হল, তার নৈতিক দায়িত্ব ওই হাসপাতালের নেওয়া উচিত ছিল ।


কমিশন জানিয়েছে, প্রথমবার অস্ত্রোপচারের সময় প্রায় আড়াই লাখ টাকা বিল হয়েছিল । কিন্তু, পরের বার কালেক্টিভ সার্জারির সময় বিল হয় সাড়ে তিন লাখ । এই বিলের বেশিরভাগ টাকা বিমা সংস্থার কাছ থেকে পাওয়া গিয়েছিল । রোগীর পরিজনদের প্রথমবার 41 হাজার টাকা এবং, পরেরবার 50 হাজার টাকা দিতে হয়েছিল । এই ঘটনায় রাজ‍্যের এই স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "আমরা এই হাসপাতালকে বলেছি, আপনারা নৈতিক দায়িত্ব এড়াতে পারেন না । হাসপাতালকে ওই 91 (41+50) হাজার টাকা ফেরত দিতে বলা হয়েছে ।" কমিশন জানিয়েছে, এই ঘটনায় এই রোগীর চিকিৎসা নিয়ে চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ ছিল । এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে অভিযোগ জানাতে বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.