ETV Bharat / state

জলপাইগুড়িতে 12 লাখ টাকাসহ গ্রেপ্তার 2 ব্যবসায়ী

author img

By

Published : Oct 2, 2020, 6:30 PM IST

Updated : Oct 2, 2020, 8:30 PM IST

ধৃতদের বক্তব্য, তাঁরা কলকাতায় কাপড় কিনতে যাচ্ছিলেন । তাঁরা পেশায় কাপড়ের ব্যবসায়ী । অন্য কোনও কাজের সঙ্গে তাঁরা জড়িত নন ।

Businessmen arrested from Jalpaiguri
Businessmen arrested from Jalpaiguri

জলপাইগুড়ি, 2 অক্টোবর : ব্যবসার কাজে কলকাতা যাওয়ার পথে গ্রেপ্তার দুই কাপড় ব্যবসায়ী । জলপাইগুড়ি স্টেশন রোড থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের ।

ময়নাগুড়ি GRP থানার OC রামকুমার রায় জানান, গোপন সূত্রে খবর আসে দু'জন ব্যক্তির চলাফেরার মধ্যে অসংগতি লক্ষ্য করা গেছে । এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে কথার মধ্যে কোনও মিল পাওয়া যাচ্ছিল না । তাই তাঁদের থানায় নিয়ে আসা হয় । ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 12 লাখ 3 হাজার 11 টাকা ।

ধৃতদের নাম উজ্জ্বল সরকার ও শ্যামগোপাল সরকার । উজ্জ্ব জহুরি তামলা এলাকার বাসিন্দা । আর শ্যামগোপাল ময়নাগুড়ির বাসিন্দা । আজ তাঁদের আদালতে তোলা হয় । বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

ধৃতরা জানান, তাঁরা কাপড় কিনতে যাচ্ছিল কলকাতায় । স্টেশন চত্বরে মদ খেতে গিয়েই বিপত্তি হয় । পুলিশ ধরে ফেলে । তাঁরা বলেন, "ব্যবসার কাপড় কেনার জন্য 12 লাখ টাকা ছিল । পুলিশ সেটা বাজেয়াপ্ত করেছে । আমরা কাপড়ের ব্যবসায়ী, অন্য কোনও কাজে আমরা যুক্ত নই । "

জলপাইগুড়ি, 2 অক্টোবর : ব্যবসার কাজে কলকাতা যাওয়ার পথে গ্রেপ্তার দুই কাপড় ব্যবসায়ী । জলপাইগুড়ি স্টেশন রোড থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের ।

ময়নাগুড়ি GRP থানার OC রামকুমার রায় জানান, গোপন সূত্রে খবর আসে দু'জন ব্যক্তির চলাফেরার মধ্যে অসংগতি লক্ষ্য করা গেছে । এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে কথার মধ্যে কোনও মিল পাওয়া যাচ্ছিল না । তাই তাঁদের থানায় নিয়ে আসা হয় । ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 12 লাখ 3 হাজার 11 টাকা ।

ধৃতদের নাম উজ্জ্বল সরকার ও শ্যামগোপাল সরকার । উজ্জ্ব জহুরি তামলা এলাকার বাসিন্দা । আর শ্যামগোপাল ময়নাগুড়ির বাসিন্দা । আজ তাঁদের আদালতে তোলা হয় । বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

ধৃতরা জানান, তাঁরা কাপড় কিনতে যাচ্ছিল কলকাতায় । স্টেশন চত্বরে মদ খেতে গিয়েই বিপত্তি হয় । পুলিশ ধরে ফেলে । তাঁরা বলেন, "ব্যবসার কাপড় কেনার জন্য 12 লাখ টাকা ছিল । পুলিশ সেটা বাজেয়াপ্ত করেছে । আমরা কাপড়ের ব্যবসায়ী, অন্য কোনও কাজে আমরা যুক্ত নই । "

Last Updated : Oct 2, 2020, 8:30 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.