ETV Bharat / state

CID আধিকারিকের ভুয়ো পরিচয় দিয়ে কিশোরকে অপহরণ, গ্রেপ্তার 3 - CID আধিকারিকের পরিচয়ে অপহরণ

CID আধিকারিকের পরিচয় দিয়ে আবদুলের ছেলে আবদুল মতিনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । চার নভেম্বর সকালে কুশমণ্ডি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার ।

arrested
arrested
author img

By

Published : Nov 6, 2020, 8:23 PM IST

কুশমণ্ডি, 6 নভেম্বর : অপহরণকারীদের ফোন নম্বর ট্র্যাক করে তাদের গ্রেপ্তার করল কুশমণ্ডি থানার পুলিশ । উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার সহযোগিতায় অভিযুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার পুলিশ । ধৃতদের নাম সাজেদুল রেজা, সাজ্জাদ আলি ও কলিমুদ্দিন । প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা ।

কুশমণ্ডি ব্লকের বাসিন্দা আবদুল লতিফ । পেশায় ব্যবসায়ী । বছরখানেক আগে ব্যবসার তাগিদে রায়গঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 20 হাজার টাকা ঋণ নেন আবদুল । কিন্তু বছর কেটে গেলেও সেই টাকা শোধ করতে পারেননি । বারবার টাকা চেয়ে না পাওয়ায় টাকা আদায় করতে আবদুলের ছেলেকে অপহরণ করার ছক কষে দুষ্কৃতীরা । সেইমতো তিন নভেম্বর রাতে CID আধিকারিকের পরিচয় দিয়ে আবদুলের ছেলে আবদুল মতিনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । চার নভেম্বর সকালে কুশমণ্ডি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার ।

এরপরই ছেলের মুক্তিপণ দাবি করে আবদুলকে ফোন করে অপহরণকারীরা । আবদুল মতিনকে ছেড়ে দেওয়া হবে তবে তার বদলে দিতে হবে ছয় লাখ টাকা । অবশেষে তিন লাখ টাকার বদলে আবদুলকে ছাড়তে রাজি হয় অপহরণকারীরা । অপরদিকে অপহরণকারীদের সঙ্গে আবদুলের ফোনের কথোপকথন ট্র্যাক করে কুশমণ্ডি থানার পুলিশ । তারপরই গতরাতে কুশমণ্ডি থানা ও রায়গঞ্জ থানার পুলিশ যৌথভাবে পুলিশনগর এলাকায় অভিযান চালায় । গ্রেপ্তার করা হয় তিন অপহরণকারীকে । সারা রাত চলে জিজ্ঞাসাবাদ । আজ সকালে উদ্ধার করা হয় মতিনকে । অভিযুক্তদের আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে হয়। অপহরণকারীদের ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে গঙ্গারামপুর মহাকুমার আদালত।

কুশমণ্ডি, 6 নভেম্বর : অপহরণকারীদের ফোন নম্বর ট্র্যাক করে তাদের গ্রেপ্তার করল কুশমণ্ডি থানার পুলিশ । উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার সহযোগিতায় অভিযুক্ত তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার পুলিশ । ধৃতদের নাম সাজেদুল রেজা, সাজ্জাদ আলি ও কলিমুদ্দিন । প্রত্যেকেই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা ।

কুশমণ্ডি ব্লকের বাসিন্দা আবদুল লতিফ । পেশায় ব্যবসায়ী । বছরখানেক আগে ব্যবসার তাগিদে রায়গঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 20 হাজার টাকা ঋণ নেন আবদুল । কিন্তু বছর কেটে গেলেও সেই টাকা শোধ করতে পারেননি । বারবার টাকা চেয়ে না পাওয়ায় টাকা আদায় করতে আবদুলের ছেলেকে অপহরণ করার ছক কষে দুষ্কৃতীরা । সেইমতো তিন নভেম্বর রাতে CID আধিকারিকের পরিচয় দিয়ে আবদুলের ছেলে আবদুল মতিনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । চার নভেম্বর সকালে কুশমণ্ডি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার ।

এরপরই ছেলের মুক্তিপণ দাবি করে আবদুলকে ফোন করে অপহরণকারীরা । আবদুল মতিনকে ছেড়ে দেওয়া হবে তবে তার বদলে দিতে হবে ছয় লাখ টাকা । অবশেষে তিন লাখ টাকার বদলে আবদুলকে ছাড়তে রাজি হয় অপহরণকারীরা । অপরদিকে অপহরণকারীদের সঙ্গে আবদুলের ফোনের কথোপকথন ট্র্যাক করে কুশমণ্ডি থানার পুলিশ । তারপরই গতরাতে কুশমণ্ডি থানা ও রায়গঞ্জ থানার পুলিশ যৌথভাবে পুলিশনগর এলাকায় অভিযান চালায় । গ্রেপ্তার করা হয় তিন অপহরণকারীকে । সারা রাত চলে জিজ্ঞাসাবাদ । আজ সকালে উদ্ধার করা হয় মতিনকে । অভিযুক্তদের আজ গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করে হয়। অপহরণকারীদের ছয় দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে গঙ্গারামপুর মহাকুমার আদালত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.