ETV Bharat / state

লোকাল ট্রেনে উঠতে দেওয়া হোক সাধারণ মানুকে, মুখ্যমন্ত্রীকে চিঠি বিরোধীদের

যে ভাবে মেট্রোরেল চালু হয়েছে, একইভাবে অবিলম্বে লোকাল ট্রেন চালু করা জরুরি বলে মনে করছেন বিরোধীরা ।

Opponent wrote letter to cm
Opponent wrote letter to cm
author img

By

Published : Oct 13, 2020, 7:05 PM IST

কলকাতা, 13 অক্টোবর : ফের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন বিরোধীরা । লোকাল ট্রেন চলাচল এবং ট্রেনে সাধারণ মানুষের ওঠার অনুমতির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । রাজ্যের পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে । এর আগে অনেকবার বলা হলেও সরকারের দিক থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে ।

আনলক প্রক্রিয়া চলছে । সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিসসহ বাজার-হাট ধীরে ধীরে খুলেছে । পেটের দায়ে অথবা জীবন জীবিকার টানে মানুষকে কাজের সন্ধানে বেরোতেই হচ্ছে । অথচ যাতায়াত, যানবাহনের কোনও সুবন্দোবস্ত নেই‌ বলে অভিযোগ বিরোধীদের ।

সরকারি-বেসরকারি গণপরিবহন অপর্যাপ্ত বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন সুজন চক্রবর্তী । বাসে উপচে পড়া ভিড়, অথচ ভাড়া বেশি । অটো, টোটোর ক্ষেত্রে সমদূরত্বে ভাড়া আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে । সাধারণ মানুষ অসহনীয় বিপর্যয়ের মধ্যে রয়েছেন । বস্তুত গণপরিবহনের কোনও বিকল্প নেই । এক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাব প্রতিদিন মানুষকে বিপদে ফেলছে ।

সতর্কতা বিধি মান্য করেই মানুষের যাতায়াতের ব্যবস্থা করা জরুরি বলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । আজ বিরোধীরা বলেন, " ইতিমধ্যেই রাজ্যে শারদ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে । সরকারের আর্থিক আনুকূল্যে তার বহরও বাড়ছে । এবিষয়ে চিকিৎসক মহল এবং বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন । উৎসবের আবহ যেন মানুষের শোকের কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে । কিন্তু তাও দোকান, বাজার, অফিস-কাছারি উৎসব সব মিলিয়ে ভিড় ক্রমশ বাড়ছে । পরিবহনের অপ্রতুলতার জন্য খরচও বাড়ছে । আর্থিকভাবে যারা সচ্ছল, তাদের বিভিন্ন বিকল্প থাকলেও নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং গরিব অথবা দৈনিক উপার্জনের উপর নির্ভরশীল মানুষদের একমাত্র বিকল্প গণপরিবহন অর্থাৎ সরকারি, বেসরকারি বাস এবং ট্রেন । চোখের সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে অথচ জরুরি প্রয়োজনেও মানুষ উঠতে পারবে না । এ কেমন ব্যবস্থা ? আমরা মুখ্যমন্ত্রীকে এসব জানিয়েছি।" যে ভাবে মেট্রোরেল চালু হয়েছে, একইভাবে অবিলম্বে লোকাল ট্রেন চালু করা জরুরি বলে মনে করছেন বিরোধীরা ।

বিরোধীরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে লোকাল ট্রেনের বিকল্প নেই । পারস্পরিক দোষারোপ বন্ধ করে, অবিলম্বে রেল দপ্তরের সঙ্গে আলাপ-আলোচনা করুন মুখ্যমন্ত্রী । বিধি নিষেধ এবং সর্তকতা মান্য করে দ্রুত লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তাঁরা ।

কলকাতা, 13 অক্টোবর : ফের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন বিরোধীরা । লোকাল ট্রেন চলাচল এবং ট্রেনে সাধারণ মানুষের ওঠার অনুমতির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । রাজ্যের পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে । এর আগে অনেকবার বলা হলেও সরকারের দিক থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে ।

আনলক প্রক্রিয়া চলছে । সরকারি, আধা সরকারি, বেসরকারি অফিসসহ বাজার-হাট ধীরে ধীরে খুলেছে । পেটের দায়ে অথবা জীবন জীবিকার টানে মানুষকে কাজের সন্ধানে বেরোতেই হচ্ছে । অথচ যাতায়াত, যানবাহনের কোনও সুবন্দোবস্ত নেই‌ বলে অভিযোগ বিরোধীদের ।

সরকারি-বেসরকারি গণপরিবহন অপর্যাপ্ত বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন সুজন চক্রবর্তী । বাসে উপচে পড়া ভিড়, অথচ ভাড়া বেশি । অটো, টোটোর ক্ষেত্রে সমদূরত্বে ভাড়া আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে । সাধারণ মানুষ অসহনীয় বিপর্যয়ের মধ্যে রয়েছেন । বস্তুত গণপরিবহনের কোনও বিকল্প নেই । এক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাব প্রতিদিন মানুষকে বিপদে ফেলছে ।

সতর্কতা বিধি মান্য করেই মানুষের যাতায়াতের ব্যবস্থা করা জরুরি বলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান । আজ বিরোধীরা বলেন, " ইতিমধ্যেই রাজ্যে শারদ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে । সরকারের আর্থিক আনুকূল্যে তার বহরও বাড়ছে । এবিষয়ে চিকিৎসক মহল এবং বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন । উৎসবের আবহ যেন মানুষের শোকের কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে । কিন্তু তাও দোকান, বাজার, অফিস-কাছারি উৎসব সব মিলিয়ে ভিড় ক্রমশ বাড়ছে । পরিবহনের অপ্রতুলতার জন্য খরচও বাড়ছে । আর্থিকভাবে যারা সচ্ছল, তাদের বিভিন্ন বিকল্প থাকলেও নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং গরিব অথবা দৈনিক উপার্জনের উপর নির্ভরশীল মানুষদের একমাত্র বিকল্প গণপরিবহন অর্থাৎ সরকারি, বেসরকারি বাস এবং ট্রেন । চোখের সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে অথচ জরুরি প্রয়োজনেও মানুষ উঠতে পারবে না । এ কেমন ব্যবস্থা ? আমরা মুখ্যমন্ত্রীকে এসব জানিয়েছি।" যে ভাবে মেট্রোরেল চালু হয়েছে, একইভাবে অবিলম্বে লোকাল ট্রেন চালু করা জরুরি বলে মনে করছেন বিরোধীরা ।

বিরোধীরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যাতায়াতের ক্ষেত্রে লোকাল ট্রেনের বিকল্প নেই । পারস্পরিক দোষারোপ বন্ধ করে, অবিলম্বে রেল দপ্তরের সঙ্গে আলাপ-আলোচনা করুন মুখ্যমন্ত্রী । বিধি নিষেধ এবং সর্তকতা মান্য করে দ্রুত লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.