ETV Bharat / state

আর্থিক অনটনে আত্মহত্যা ব্যক্তির !

কোরোনা পরিস্থিতির জেরে বাড়ছিল মানসিক চাপ। পরিবারিক আর্থিক সংকট নিয়ে চিন্তিত ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেই চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নেন !

raiganj
raiganj
author img

By

Published : Nov 9, 2020, 10:53 PM IST

রায়গঞ্জ, 9 নভেম্বর : শারীরিক অক্ষমতা তো ছিলই, তার উপর কোরোনা পরিস্থিত । যার জেরে চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিল পরিবার । শেষ পর্যন্ত মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নিলেন এক ব্যক্তি। গতকাল রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে । মৃত ব্যক্তির নাম বেজাল মুর্মু (68)।

মৃত ব্যক্তি বিন্দোলের দশমাইল এলাকার বাসিন্দা । পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি । সেই সঙ্গে কোরোনা পরিস্থিতির জেরে বাড়ছিল মানসিক চাপ । পরিবারিক আর্থিক সংকট নিয়ে চিন্তিত ছিলেন । শেষ পর্যন্ত সেই চাপ আর সহ্য না করতে পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি । আজ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর দেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পরিবারের আরও দাবি, প্রতিমাসে তাঁর চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা খরচ হত । যে কারণে বাড়ির জমির কাগজ পর্যন্ত বন্ধক দিতে হয় । এইসব অবসাদেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনুমান করা হচ্ছে ৷ যদিও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।

এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে । ময়নাতদন্ত হয়েছে । তদন্ত চলছে ।

রায়গঞ্জ, 9 নভেম্বর : শারীরিক অক্ষমতা তো ছিলই, তার উপর কোরোনা পরিস্থিত । যার জেরে চরম আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিল পরিবার । শেষ পর্যন্ত মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নিলেন এক ব্যক্তি। গতকাল রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে । মৃত ব্যক্তির নাম বেজাল মুর্মু (68)।

মৃত ব্যক্তি বিন্দোলের দশমাইল এলাকার বাসিন্দা । পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি । সেই সঙ্গে কোরোনা পরিস্থিতির জেরে বাড়ছিল মানসিক চাপ । পরিবারিক আর্থিক সংকট নিয়ে চিন্তিত ছিলেন । শেষ পর্যন্ত সেই চাপ আর সহ্য না করতে পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি । আজ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর দেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

পরিবারের আরও দাবি, প্রতিমাসে তাঁর চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা খরচ হত । যে কারণে বাড়ির জমির কাগজ পর্যন্ত বন্ধক দিতে হয় । এইসব অবসাদেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অনুমান করা হচ্ছে ৷ যদিও পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।

এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে । ময়নাতদন্ত হয়েছে । তদন্ত চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.