ETV Bharat / state

LPG কানেকশনের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার নামে প্রতারণা বালুরঘাটে - man cheated in balurghat

LPG কানেকশন সচল রাখার জন্য ATM কার্ডের নম্বর দিতে হবে । মোবাইলে OTP পাঠানো হবে। সেই OTP বললেই লিঙ্ক হয়ে যাবে ৷ কিছু না বুঝেই নিজের ATM নম্বর ও OTP বলে দেন অশোকবাবু ।

Balurghat
Balurghat
author img

By

Published : Nov 6, 2020, 9:56 PM IST

গঙ্গারামপুর, 6 নভেম্বর : LPG কানেকশনের সঙ্গে ব্যাঙ্কের লিঙ্ক করাতে হবে। তা না করা হলে LPG-এর কানেকশন বন্ধ হয়ে যাবে । পাওয়া যাবে না ছাড়ের টাকাও। LPG কানেকশনের সঙ্গে ব্যাঙ্কের লিঙ্ক করাতে হলে মোবাইলে OTP আসবে ৷ সেই OTP বললেই লিঙ্ক হয়ে যাবে ৷ ফোনের অপর প্রান্তের ব্যক্তির কথা মতো OTP বলতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যায় প্রায় 23 হাজার টাকা৷ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার সুভাষপল্লি এলাকায় । প্রতারিত ব্যক্তির নাম অশোক পাল । এই ঘটনার পরই বালুরঘাট সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন অশোকবাবু । থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ।

গঙ্গারামপুর সুভাষপল্লি এলাকার বাসিন্দা অশোক পাল। পেশায় ঘড়ি মিস্ত্রি। আজ সকালে একটি অপরিচিত নম্বর থেকে অশোকবাবুর মোবাইলে ফোন আসে৷ ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে LPG অফিসের আধিকারিক বলে পরিচয় দেয়। ওই ব্যক্তিকে অশোকবাবুকে ফোনে বলেন তার LPG কানেকশনের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই। এখনই সেই লিঙ্ক না করালে তাঁর LPG কানেকশন বন্ধ হয়ে যাবে ৷ LPG কানেকশন সচল রাখার জন্য ATM কার্ডের নম্বর দিতে হবে । ATM কার্ড নম্বর দেওয়া মাত্রই মোবাইলে OTP পাঠানো হবে। সেই OTP বললেই লিঙ্ক হয়ে যাবে ৷ কিছু না বুঝেই নিজের ATM নম্বর ও OTP বলে দেন অশোকবাবু । তারপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যায় 22 হাজার 990 টাকা। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ম্য়াসেজ আসতেই তিনি যে প্রতারিত হয়েছেন তা বুঝতে পারেন ।

এরপরই আজ বিকেলে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এবিষয়ে অশোকবাবু বলেন, বালুরঘাট সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

গঙ্গারামপুর, 6 নভেম্বর : LPG কানেকশনের সঙ্গে ব্যাঙ্কের লিঙ্ক করাতে হবে। তা না করা হলে LPG-এর কানেকশন বন্ধ হয়ে যাবে । পাওয়া যাবে না ছাড়ের টাকাও। LPG কানেকশনের সঙ্গে ব্যাঙ্কের লিঙ্ক করাতে হলে মোবাইলে OTP আসবে ৷ সেই OTP বললেই লিঙ্ক হয়ে যাবে ৷ ফোনের অপর প্রান্তের ব্যক্তির কথা মতো OTP বলতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যায় প্রায় 23 হাজার টাকা৷ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার সুভাষপল্লি এলাকায় । প্রতারিত ব্যক্তির নাম অশোক পাল । এই ঘটনার পরই বালুরঘাট সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন অশোকবাবু । থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ।

গঙ্গারামপুর সুভাষপল্লি এলাকার বাসিন্দা অশোক পাল। পেশায় ঘড়ি মিস্ত্রি। আজ সকালে একটি অপরিচিত নম্বর থেকে অশোকবাবুর মোবাইলে ফোন আসে৷ ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে LPG অফিসের আধিকারিক বলে পরিচয় দেয়। ওই ব্যক্তিকে অশোকবাবুকে ফোনে বলেন তার LPG কানেকশনের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই। এখনই সেই লিঙ্ক না করালে তাঁর LPG কানেকশন বন্ধ হয়ে যাবে ৷ LPG কানেকশন সচল রাখার জন্য ATM কার্ডের নম্বর দিতে হবে । ATM কার্ড নম্বর দেওয়া মাত্রই মোবাইলে OTP পাঠানো হবে। সেই OTP বললেই লিঙ্ক হয়ে যাবে ৷ কিছু না বুঝেই নিজের ATM নম্বর ও OTP বলে দেন অশোকবাবু । তারপরই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাওয়া হয়ে যায় 22 হাজার 990 টাকা। অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ম্য়াসেজ আসতেই তিনি যে প্রতারিত হয়েছেন তা বুঝতে পারেন ।

এরপরই আজ বিকেলে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এবিষয়ে অশোকবাবু বলেন, বালুরঘাট সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.