ETV Bharat / state

রাজ্যকে NEET পরীক্ষার্থীর থাকার বন্দোবস্ত করার নির্দেশ হাইকোর্টের - কলকাতা হাইকোর্ট

রাজ্যকে NEET পরীক্ষার্থীর থাকার ব্যবস্থা করার নির্দেশ দিল হাইকোর্ট । আজ থেকে সোমবার পর্যন্ত শিলিগুড়িতে থাকার ব্যবস্থা করতে হবে। ।

HC
ফাইল ছবি
author img

By

Published : Sep 10, 2020, 10:51 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : এক NEET পরীক্ষার্থীর থাকার ব্যবস্থাপনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । উত্তর দিনাজপুরের এই পরীক্ষার্থীর আজ থেকে সোমবার পর্যন্ত থাকার ব্যবস্থা করতে হবে রাজ্যকে । লক্ষ্য রাখতে হবে তিনি যেন সঠিকভাবে শিলিগুড়ির পরীক্ষাকেন্দ্রে পৌঁছান ।

কোরোনা ভাইরাস প্যানডেমিকের জন্য রাজ্যে এখনও সাপ্তাহিক লকডাউন বহাল । রবিবার মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা (NEET) । শুক্র ও শনিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন । এই অবস্থায় ওই ছাত্রীর রবিবার সকালে উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়ি 160 কিলোমিটার পথ যাওয়া সম্ভব নয় । আবার তার আগেরদিনও তিনি যেতে পারবেন না, কারণ লকডাউনে বন্ধ থাকবে যান চলাচল ।

এই পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থী । তাঁর আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বিচারপতি অরিন্দম সিনহার কাছে আবেদন জানান । কেন্দ্রের তরফে ইতিমধ্যেই কনটেনমেন্ট জ়োনের বাইরে লকডাউন জারি না করার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই বিষয়ে উল্লেখ করেন তিনি । বলেন, আলোচনা ছাড়া এইভাবে লকডাউন জারি করায় সমস্যার মধ্যে পড়েছেন ওই পরীক্ষার্থী । বিচারপতি অরিন্দম সিনহা আবেদন শোনেন । এরপর রাজ্য সরকারকে ওই পরীক্ষার্থীর থাকার ব্যবস্থা করার নির্দেশ দেন । বলেন, শিলিগুড়িতে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আবেদনকারীর জন্য একটি ভালো ঘরের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে । পাশাপাশি তাঁর অভিভাবকদের জন্য একটি ঘরের ব্যবস্থা করতে হবে । খেয়াল রাখতে হবে তিনি যেন সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন ।

একইসঙ্গে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে আরও দুইজন নিট পরীক্ষার্থীর আবেদনের শুনানি হয় । তাঁরাও একইভাবে পরীক্ষাকেন্দ্রে সঠিকভাবে পৌঁছানোর আর্জি জানিয়েছিলেন । বিচারপতি রাজ্যকে নির্দেশ দেন, 13 সেপ্টেম্বর সকাল থেকে বাস চলাচল আরও সচল করতে হবে । অন্তত পরীক্ষার্থীরা সঠিক সময়ে যেন পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন ।

একজন আবেদনকারী 18 অগাস্ট কোভিড আক্রান্ত হন । সেই নিয়েই চিন্তিত ছিলেন তিনি । যদি তাঁকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না দেওয়া হয়, সেই নিয়ে আশঙ্ক প্রকাশ করে আবেদনে জানিয়েছিলেন তিনি ।

কলকাতা, 10 সেপ্টেম্বর : এক NEET পরীক্ষার্থীর থাকার ব্যবস্থাপনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । উত্তর দিনাজপুরের এই পরীক্ষার্থীর আজ থেকে সোমবার পর্যন্ত থাকার ব্যবস্থা করতে হবে রাজ্যকে । লক্ষ্য রাখতে হবে তিনি যেন সঠিকভাবে শিলিগুড়ির পরীক্ষাকেন্দ্রে পৌঁছান ।

কোরোনা ভাইরাস প্যানডেমিকের জন্য রাজ্যে এখনও সাপ্তাহিক লকডাউন বহাল । রবিবার মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা (NEET) । শুক্র ও শনিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন । এই অবস্থায় ওই ছাত্রীর রবিবার সকালে উত্তর দিনাজপুর থেকে শিলিগুড়ি 160 কিলোমিটার পথ যাওয়া সম্ভব নয় । আবার তার আগেরদিনও তিনি যেতে পারবেন না, কারণ লকডাউনে বন্ধ থাকবে যান চলাচল ।

এই পরিস্থিতিতে হাইকোর্টের দ্বারস্থ হন পরীক্ষার্থী । তাঁর আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বিচারপতি অরিন্দম সিনহার কাছে আবেদন জানান । কেন্দ্রের তরফে ইতিমধ্যেই কনটেনমেন্ট জ়োনের বাইরে লকডাউন জারি না করার যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই বিষয়ে উল্লেখ করেন তিনি । বলেন, আলোচনা ছাড়া এইভাবে লকডাউন জারি করায় সমস্যার মধ্যে পড়েছেন ওই পরীক্ষার্থী । বিচারপতি অরিন্দম সিনহা আবেদন শোনেন । এরপর রাজ্য সরকারকে ওই পরীক্ষার্থীর থাকার ব্যবস্থা করার নির্দেশ দেন । বলেন, শিলিগুড়িতে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আবেদনকারীর জন্য একটি ভালো ঘরের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে । পাশাপাশি তাঁর অভিভাবকদের জন্য একটি ঘরের ব্যবস্থা করতে হবে । খেয়াল রাখতে হবে তিনি যেন সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন ।

একইসঙ্গে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে আরও দুইজন নিট পরীক্ষার্থীর আবেদনের শুনানি হয় । তাঁরাও একইভাবে পরীক্ষাকেন্দ্রে সঠিকভাবে পৌঁছানোর আর্জি জানিয়েছিলেন । বিচারপতি রাজ্যকে নির্দেশ দেন, 13 সেপ্টেম্বর সকাল থেকে বাস চলাচল আরও সচল করতে হবে । অন্তত পরীক্ষার্থীরা সঠিক সময়ে যেন পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেন ।

একজন আবেদনকারী 18 অগাস্ট কোভিড আক্রান্ত হন । সেই নিয়েই চিন্তিত ছিলেন তিনি । যদি তাঁকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না দেওয়া হয়, সেই নিয়ে আশঙ্ক প্রকাশ করে আবেদনে জানিয়েছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.