ETV Bharat / state

জামাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে মেয়েকে নিয়ে গেল বাড়ির লোকজন

author img

By

Published : Jun 20, 2019, 10:16 PM IST

Updated : Jun 20, 2019, 10:50 PM IST

ধর্মীয় ও সরকারিভাবে বিয়ে করার পরও মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নববধূকে তুলে নিয়ে গেল তার বাবার বাড়ির লোকজন । স্ত্রীকে উদ্ধারের জন্য ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবক ।

মেহেবুব আলম ও কাশ্মীরা বেগম

রায়গঞ্জ, 20 জুন : ধর্মীয় ও সরকারিভাবে বিয়ে করার পরও মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নববধূকে তুলে নিয়ে গেল তার বাবার বাড়ির লোকজন । স্ত্রীকে উদ্ধারের জন্য ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবক । আজ ইসলামপুর থানায় আত্মহত্যার হুমকি দিয়ে তিনি বলেন, "পুলিশের বিরুদ্ধে চিঠি লিখে আমি আত্মহত্যা করব ।"

ইসলামপুর স্টেশন রোডের বাসিন্দা পেশায় ইনসুরেন্স এজেন্ট মেহেবুব আলম ভালোবেসে নিকাহ করে রামগঞ্জের কাশ্মীরা বেগমকে । নিকার দু'দিন বাদে তারা রায়গঞ্জ জুডিশিয়াল বিভাগে রেজিস্ট্রি ম্যারেজও করে তারা । অভিযোগ, কাশ্মীরার বাড়ির অমতে বিয়ে করায় গত 12 জুন কাশ্মীরা বেগমের বাড়ির লোকজন দলবল নিয়ে এসে মেহেবুবের মাথায় রিভলভার ঠেকিয়ে কাশ্মীরাকে জোর করে তুলে নিয়ে যায় । তারপর থেকেই কাশ্মীরার কোনও খোঁজ পায়নি মেহেবুব ।

ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে ইসলামপুর থানায় স্ত্রীকে অপহরণ করা হয়েছে এই মর্মে অভিযোগ দায়ের করেন মেহেবুব । মেহেবুবের অভিযোগ, পুলিশে অভিযোগ জানানোর পরও কোনও ব্যবস্থা নেয়নি ইসলামপুর থানার পুলিশ । অথচ অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে মেহেবুব আলম বলেন, "চলতি মাসের 4 তারিখে বিয়ে করি । 8 তারিখে রেজিস্ট্রি করি । 9 তারিখে কাশ্মীরার বাড়ির লোক বাড়িতে আসে । সেই সময় পুলিশ বাড়িতে আসে । ভিডিয়ো রেকর্ডিং করে । কাশ্মীরা বলে সে যাবে না । এরপর 12 তারিখে রাত 8 টা 10 নাগাদ ওর মা বাবা তিন ছেলে জামাইরা এসে আমার মাথায় রিভলভার ঠেকায় । কাশ্মীরা বাঁচাতে আসলে ওকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় । এরপর আমি অভিযোগ করতে আসলে বলা হয় আগে তদন্ত হবে তারপর অভিযোগ নেওয়া হবে । আমার মনে হয় ওরা কাশ্মীরাকে মেরে ফেলেছে । উপযুক্ত ব্যবস্থা না নিলে আমি পুলিশের বিরুদ্ধে চিঠি লিখে আত্মহত্যা করব । তার দায় হবে পুলিশ প্রশাসনের ।"

রায়গঞ্জ, 20 জুন : ধর্মীয় ও সরকারিভাবে বিয়ে করার পরও মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নববধূকে তুলে নিয়ে গেল তার বাবার বাড়ির লোকজন । স্ত্রীকে উদ্ধারের জন্য ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবক । আজ ইসলামপুর থানায় আত্মহত্যার হুমকি দিয়ে তিনি বলেন, "পুলিশের বিরুদ্ধে চিঠি লিখে আমি আত্মহত্যা করব ।"

ইসলামপুর স্টেশন রোডের বাসিন্দা পেশায় ইনসুরেন্স এজেন্ট মেহেবুব আলম ভালোবেসে নিকাহ করে রামগঞ্জের কাশ্মীরা বেগমকে । নিকার দু'দিন বাদে তারা রায়গঞ্জ জুডিশিয়াল বিভাগে রেজিস্ট্রি ম্যারেজও করে তারা । অভিযোগ, কাশ্মীরার বাড়ির অমতে বিয়ে করায় গত 12 জুন কাশ্মীরা বেগমের বাড়ির লোকজন দলবল নিয়ে এসে মেহেবুবের মাথায় রিভলভার ঠেকিয়ে কাশ্মীরাকে জোর করে তুলে নিয়ে যায় । তারপর থেকেই কাশ্মীরার কোনও খোঁজ পায়নি মেহেবুব ।

ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে ইসলামপুর থানায় স্ত্রীকে অপহরণ করা হয়েছে এই মর্মে অভিযোগ দায়ের করেন মেহেবুব । মেহেবুবের অভিযোগ, পুলিশে অভিযোগ জানানোর পরও কোনও ব্যবস্থা নেয়নি ইসলামপুর থানার পুলিশ । অথচ অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে মেহেবুব আলম বলেন, "চলতি মাসের 4 তারিখে বিয়ে করি । 8 তারিখে রেজিস্ট্রি করি । 9 তারিখে কাশ্মীরার বাড়ির লোক বাড়িতে আসে । সেই সময় পুলিশ বাড়িতে আসে । ভিডিয়ো রেকর্ডিং করে । কাশ্মীরা বলে সে যাবে না । এরপর 12 তারিখে রাত 8 টা 10 নাগাদ ওর মা বাবা তিন ছেলে জামাইরা এসে আমার মাথায় রিভলভার ঠেকায় । কাশ্মীরা বাঁচাতে আসলে ওকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় । এরপর আমি অভিযোগ করতে আসলে বলা হয় আগে তদন্ত হবে তারপর অভিযোগ নেওয়া হবে । আমার মনে হয় ওরা কাশ্মীরাকে মেরে ফেলেছে । উপযুক্ত ব্যবস্থা না নিলে আমি পুলিশের বিরুদ্ধে চিঠি লিখে আত্মহত্যা করব । তার দায় হবে পুলিশ প্রশাসনের ।"

sample description
Last Updated : Jun 20, 2019, 10:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.