ETV Bharat / state

মুখে মাস্ক, দুরত্ব বিধি মেনে শুরু ফুটবল কোচিং ক্যাম্প

author img

By

Published : Sep 18, 2020, 8:28 PM IST

বার্নপুরের নব বিকাশ ক্লাব আয়োজন করেছে এই ফুটবল কোচিং ক্যাম্পের । প্রশিক্ষণ নিতে আসে ক্ষুদে ফুটবলাররা প্রত্যেকেই শারীরিক দূরত্ব মেনে প্র্যাকটিস করছে । সবার মুখেই রয়েছে মাস্ক ।

Football coaching start at Asansol
Football coaching start at Asansol

আসানসোল, 18 সেপ্টেম্বর : শুরু হয়েছে নিউ নর্মাল । কোরোনার প্রকোপ না কমলেও ধীরে ধীরে সাধারণ জীবন যাত্রায় ফিরছেন মানুষ । স্বাস্থ্যবিধি মেনেই নিউ নর্মাল যুগে ফিরতে নিদান দিচ্ছেন বিশেষজ্ঞরা । আর তাই কোভিড স্বাস্থ্যবিধি মেনেই ফুটবল প্রশিক্ষন শিবির শুরু হল বার্ণপুরে । মুখে মাস্ক, হাতে স্যানিটাইজ়ার নিয়েই এই ক্যাম্পে যোগ দিয়েছে 60 জন ক্ষুদে ফুটবলার ।

বার্নপুরের নব বিকাশ ক্লাব আয়োজন করেছে এই ফুটবল কোচিং ক্যাম্পের । প্রশিক্ষণ নিতে আসে ক্ষুদে ফুটবলাররা প্রত্যেকেই শারীরিক দূরত্ব মেনে প্র্যাকটিস করছে । সবার মুখেই রয়েছে মাস্ক । প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে স্যানিটাইজ়ার । ফুটবল কোচ চন্দন প্রামাণিক বলেন, " WHO নির্ধারিত সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই এই ক্যাম্প করা হয়েছে । যদিও মাস্ক পরে খুব বেশি কসরত করা যাবে না । বড় প্র্যাকটিসের সময় মাস্ক খুলেই করতে হবে । সেক্ষেত্রেও শারীরিক দূরত্ব রাখা হচ্ছে ।"

ক্লাবের সম্পাদক দেবাশিস তালুকদার বলেন, " সাড়ে তিনমাস ধরে স্কুল বন্ধ । বাচ্চারা বাড়িতে বসে অনলাইন ক্লাস করে করে ক্লান্ত। তাঁরা বাইরের জগতের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলছে । তাই তাদের মাঠে নিয়ে আসা । সুরক্ষার সঙ্গেই গোটা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে ।ক্যাম্পে যোগ দেওয়ার আগে স্বাস্থ্যপরীক্ষা করে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । কারও শরীর কোনওরকম লক্ষণ থাকলে তাদের ক্যাম্পে আসতে দেওয়া হচ্ছে না । "

আসানসোল, 18 সেপ্টেম্বর : শুরু হয়েছে নিউ নর্মাল । কোরোনার প্রকোপ না কমলেও ধীরে ধীরে সাধারণ জীবন যাত্রায় ফিরছেন মানুষ । স্বাস্থ্যবিধি মেনেই নিউ নর্মাল যুগে ফিরতে নিদান দিচ্ছেন বিশেষজ্ঞরা । আর তাই কোভিড স্বাস্থ্যবিধি মেনেই ফুটবল প্রশিক্ষন শিবির শুরু হল বার্ণপুরে । মুখে মাস্ক, হাতে স্যানিটাইজ়ার নিয়েই এই ক্যাম্পে যোগ দিয়েছে 60 জন ক্ষুদে ফুটবলার ।

বার্নপুরের নব বিকাশ ক্লাব আয়োজন করেছে এই ফুটবল কোচিং ক্যাম্পের । প্রশিক্ষণ নিতে আসে ক্ষুদে ফুটবলাররা প্রত্যেকেই শারীরিক দূরত্ব মেনে প্র্যাকটিস করছে । সবার মুখেই রয়েছে মাস্ক । প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে স্যানিটাইজ়ার । ফুটবল কোচ চন্দন প্রামাণিক বলেন, " WHO নির্ধারিত সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই এই ক্যাম্প করা হয়েছে । যদিও মাস্ক পরে খুব বেশি কসরত করা যাবে না । বড় প্র্যাকটিসের সময় মাস্ক খুলেই করতে হবে । সেক্ষেত্রেও শারীরিক দূরত্ব রাখা হচ্ছে ।"

ক্লাবের সম্পাদক দেবাশিস তালুকদার বলেন, " সাড়ে তিনমাস ধরে স্কুল বন্ধ । বাচ্চারা বাড়িতে বসে অনলাইন ক্লাস করে করে ক্লান্ত। তাঁরা বাইরের জগতের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলছে । তাই তাদের মাঠে নিয়ে আসা । সুরক্ষার সঙ্গেই গোটা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে ।ক্যাম্পে যোগ দেওয়ার আগে স্বাস্থ্যপরীক্ষা করে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । কারও শরীর কোনওরকম লক্ষণ থাকলে তাদের ক্যাম্পে আসতে দেওয়া হচ্ছে না । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.