ETV Bharat / state

রাজ্যে কোরোনায় মৃত আরও এক চিকিৎসক - doctor died due to covid 19

19 অক্টোবর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাঙুর হাসপাতাল ভরতি করা হয় তাঁকে। ভরতির সময় তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। 20 অক্টোবর রিপোর্ট পজ়িটিভ আসে।

covid 19
covid 19
author img

By

Published : Nov 6, 2020, 6:55 PM IST

কলকাতা, 6 নভেম্বর : কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত আরও এক চিকিৎসক । আজ দুপুরে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাম অশোক মণ্ডল(71) । হাওড়ার বালির ঘোষপাড়ায় বাসিন্দা ছিলেন তিনি।


পরিবার সূত্রে জানা গেছে, 19 অক্টোবর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাঙুর হাসপাতাল ভরতি করা হয় তাঁকে। ভরতির সময় তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। 20 অক্টোবর রিপোর্ট পজ়িটিভ আসে। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ভরতির পর থেকে ক্রমশ অশোকবাবুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । অবশেষে আজ দুপুর বারোটা নাগাদ বাঙুর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।


বালির ঘোষপাড়ার বাসিন্দাদের অনেকেই জানান, কোরোনা আবহেও প্রতিদিনই নিজের চেম্বারে রোগী দেখতেন অশোকবাবু। চেম্বারে যেতেন নিয়মিত। জেনেরাল ফিজ়িশিয়ান হিসাবে এলাকায় নামডাক ছিল তাঁর।

কলকাতা, 6 নভেম্বর : কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত আরও এক চিকিৎসক । আজ দুপুরে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাম অশোক মণ্ডল(71) । হাওড়ার বালির ঘোষপাড়ায় বাসিন্দা ছিলেন তিনি।


পরিবার সূত্রে জানা গেছে, 19 অক্টোবর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাঙুর হাসপাতাল ভরতি করা হয় তাঁকে। ভরতির সময় তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে কোরোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। 20 অক্টোবর রিপোর্ট পজ়িটিভ আসে। তারপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ভরতির পর থেকে ক্রমশ অশোকবাবুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে । অবশেষে আজ দুপুর বারোটা নাগাদ বাঙুর হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।


বালির ঘোষপাড়ার বাসিন্দাদের অনেকেই জানান, কোরোনা আবহেও প্রতিদিনই নিজের চেম্বারে রোগী দেখতেন অশোকবাবু। চেম্বারে যেতেন নিয়মিত। জেনেরাল ফিজ়িশিয়ান হিসাবে এলাকায় নামডাক ছিল তাঁর।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.