বারাবনি, 6 জুন : "জীবন বাঁচাতে চাইলে BJP ছেড়ে দে । " BJP কর্মীকে হুমকি । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বারাবনি থানার মাজিয়াড়া গ্রামে । সক্রিয় BJP কর্মী কৌশিক চক্রবর্তীর বাড়ির বাইরে এই পোস্টারটি রাখা ছিল । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পরে বারাবনি থানার পুলিশ পোস্টারগুলি নিয়ে যায় ।
কৌশিক BJP-র আসানসোল মণ্ডলের IT Cell-এর আহ্বায়ক । বারাবনির মাজিয়াড়া সহ বেশ কয়েকটি গ্রামে দলে সংগঠনের দায়িত্বে রয়েছেন তিনি । এর আগেও নির্বাচনের সময় কৌশিকের দেওয়াল লিখন জোর করে মুছে দিয়েছিল তৃণমূল । ফোনেও তাঁকে হুমকি দেওয়া হয় । যদিও নির্বাচনের ফলাফল BJP-র পক্ষেই যায় । আর তারপরেই এই হুমকি পোস্টার । দুটি পোস্টার ছিল । একটিতে খুনের হুমকি দেওয়া হয় । অন্যটিতে লেখা ছিল “জয় হিন্দ, জয় বাংলা” । কৌশিক জানিয়েছেন, আজ সকালে তাঁর বাড়ির বাইরে হাতে লেখা পোস্টারগুলি রাখা ছিল । তাঁর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরাই সেগুলি রেখে যায় । তিনি অবশ্য কারও নাম করেননি । কৌশিক বলেন, "সৎ সাহস থাকলে সামনে এসে মোকাবিলা করুক । " থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থানে পৌঁছয় বারাবনি থানার পুলিশ । পুলিশ এসে পোস্টারগুলি নিয়ে যায় । তদন্ত চলছে । স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে । উল্লেখ্য, গতকাল নিউটাউনে BJP কর্মীদের খুনের হুমকি গিয়ে পোস্টার পড়ে ।
এই সংক্রান্ত আরও খবর পড়ুন : "BJP করলে মাথা কেটে নিয়ে যাব", হুমকি পোস্টার নিউটাউনে