ETV Bharat / state

খুনের হুমকি দিয়ে ফের BJP কর্মীর বাড়িতে পোস্টার, এবার বারাবনিতে - death threat poster

মেরে ফেলার হুমকি দিয়ে পোস্টার পড়ল বারাবনির এক সক্রিয় BJP কর্মীর বাড়িতে । অভিযোগের তির তৃণমূলের দিকে ।

হুমকি পোস্টার
author img

By

Published : Jun 6, 2019, 3:26 PM IST

Updated : Jun 7, 2019, 3:12 AM IST

বারাবনি, 6 জুন : "জীবন বাঁচাতে চাইলে BJP ছেড়ে দে । " BJP কর্মীকে হুমকি । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বারাবনি থানার মাজিয়াড়া গ্রামে । সক্রিয় BJP কর্মী কৌশিক চক্রবর্তীর বাড়ির বাইরে এই পোস্টারটি রাখা ছিল । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পরে বারাবনি থানার পুলিশ পোস্টারগুলি নিয়ে যায় ।

কৌশিক BJP-র আসানসোল মণ্ডলের IT Cell-এর আহ্বায়ক । বারাবনির মাজিয়াড়া সহ বেশ কয়েকটি গ্রামে দলে সংগঠনের দায়িত্বে রয়েছেন তিনি । এর আগেও নির্বাচনের সময় কৌশিকের দেওয়াল লিখন জোর করে মুছে দিয়েছিল তৃণমূল । ফোনেও তাঁকে হুমকি দেওয়া হয় । যদিও নির্বাচনের ফলাফল BJP-র পক্ষেই যায় । আর তারপরেই এই হুমকি পোস্টার । দুটি পোস্টার ছিল । একটিতে খুনের হুমকি দেওয়া হয় । অন্যটিতে লেখা ছিল “জয় হিন্দ, জয় বাংলা” । কৌশিক জানিয়েছেন, আজ সকালে তাঁর বাড়ির বাইরে হাতে লেখা পোস্টারগুলি রাখা ছিল । তাঁর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরাই সেগুলি রেখে যায় । তিনি অবশ্য কারও নাম করেননি । কৌশিক বলেন, "সৎ সাহস থাকলে সামনে এসে মোকাবিলা করুক । " থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থানে পৌঁছয় বারাবনি থানার পুলিশ । পুলিশ এসে পোস্টারগুলি নিয়ে যায় । তদন্ত চলছে । স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে । উল্লেখ্য, গতকাল নিউটাউনে BJP কর্মীদের খুনের হুমকি গিয়ে পোস্টার পড়ে ।

বারাবনি, 6 জুন : "জীবন বাঁচাতে চাইলে BJP ছেড়ে দে । " BJP কর্মীকে হুমকি । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বারাবনি থানার মাজিয়াড়া গ্রামে । সক্রিয় BJP কর্মী কৌশিক চক্রবর্তীর বাড়ির বাইরে এই পোস্টারটি রাখা ছিল । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পরে বারাবনি থানার পুলিশ পোস্টারগুলি নিয়ে যায় ।

কৌশিক BJP-র আসানসোল মণ্ডলের IT Cell-এর আহ্বায়ক । বারাবনির মাজিয়াড়া সহ বেশ কয়েকটি গ্রামে দলে সংগঠনের দায়িত্বে রয়েছেন তিনি । এর আগেও নির্বাচনের সময় কৌশিকের দেওয়াল লিখন জোর করে মুছে দিয়েছিল তৃণমূল । ফোনেও তাঁকে হুমকি দেওয়া হয় । যদিও নির্বাচনের ফলাফল BJP-র পক্ষেই যায় । আর তারপরেই এই হুমকি পোস্টার । দুটি পোস্টার ছিল । একটিতে খুনের হুমকি দেওয়া হয় । অন্যটিতে লেখা ছিল “জয় হিন্দ, জয় বাংলা” । কৌশিক জানিয়েছেন, আজ সকালে তাঁর বাড়ির বাইরে হাতে লেখা পোস্টারগুলি রাখা ছিল । তাঁর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরাই সেগুলি রেখে যায় । তিনি অবশ্য কারও নাম করেননি । কৌশিক বলেন, "সৎ সাহস থাকলে সামনে এসে মোকাবিলা করুক । " থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থানে পৌঁছয় বারাবনি থানার পুলিশ । পুলিশ এসে পোস্টারগুলি নিয়ে যায় । তদন্ত চলছে । স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে । উল্লেখ্য, গতকাল নিউটাউনে BJP কর্মীদের খুনের হুমকি গিয়ে পোস্টার পড়ে ।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন : "BJP করলে মাথা কেটে নিয়ে যাব", হুমকি পোস্টার নিউটাউনে

Intro:“জীবন বাঁচাতে চাইলে বিজেপি ছেড়েদে”। বিজেপি কর্মীকে দল ছাড়াতে প্রাণনাশের হুমকি দিয়ে তার বাড়ির সামনে পোষ্টার রাখা হল। ঘটনাটি ঘটেছে বারাবনী থানার মাজিয়াড়া গ্রামে। কৌশিক চক্রবর্তী নামে বিজেপির এক সক্রিয় কর্মীর বাড়ির বাইরে এই পোষ্টার গুলি রাখা ছিল। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বারাবনী থানার পুলিশ পোষ্টারগুলি নিয়ে যায়।Body:বিজেপির আসানসোল মন্ডলের আইটি সেলের কনভেনর কৌশিক চক্রবর্তী। বারাবনীর মাজিয়াড়া সহ বেশ কয়েকটি গ্রামের সংগঠনের দায়িত্বেও তিনি রয়েছেন। এর আগে ভোটের সময় কৌশিক চক্রবর্তীর করা দেওয়াল লিখন জোর করে মুছে দিয়েছিল তৃণমূল। ফোনে তাকে হুমকিও দেওয়া হয়। তখনও উত্তেজনা ছড়িয়েছিল। ভোটের ফলাফল বিজেপির পক্ষেই যায়। আর তারপরেই হুমকি পোষ্টার। কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, আজ সকালে তার বাড়ির বাইরে একটি দাওয়ায় কাগজে হাতে লেখা তিনটি পোষ্টার রেখে যায় কেউ বা কারা। ইঁটের টুকরো চাপা দিয়ে পোষ্টারগুলি রাখা ছিল। পোষ্টারগুলিতে বিজেপি ছাড়ার হুমকি দেওয়া হয় কৌশিক চক্রবর্তীকে। প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একটি পোষ্টারে “জয় হিন্দ, জয় বাংলা” লেখা ছিল।
সকালে ঘুম থেকে উঠেই পোষ্টারগুলি দেখে কৌশিকের পরিবার। ঘটনায় আতঙ্কিত তারা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসে বারাবনী থানার পুলিশ। পুলিশ এসে পোষ্টারগুলি নিয়ে যায়। কৌশিক চক্রবর্তী ও তার বাবার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতিরাই এমন কাজ করেছে।
যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অস্বীকার করেছে পোষ্টার রাখার কথা।
Conclusion:
Last Updated : Jun 7, 2019, 3:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.