ETV Bharat / state

বাসের ধাক্কায় মৃত্যু কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের - মালদা

দুর্ঘটনার খবর পেয়ে মালদা মেডিকেল কলেজে যান ইংরেজবাজার থানার IC মদনমোহন রায়।

malda
malda
author img

By

Published : Nov 9, 2020, 10:35 PM IST

মালদা, 9 নভেম্বর: কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলান্টিয়ারের। মৃতের নাম বাপন রজক। মালদার রবীন্দ্র অ্যাভিনিউ এলাকার ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত বাসসহ চালক ও খালাসিকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আজ মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় ট্র্যাফিকের ডিউটিতে কর্মরত ছিলেন বাপস রজক নামে ওই সিভিক ভলান্টিয়ার। সেই সময় মানিকচকের দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোতে পরে ওই সিভিককে ধাক্কা মারে। আহত অবস্থায় ওই সিভিককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশকর্মীরা। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মালদা মেডিকেল কলেজে যান ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় সহ অন্যান্য আধিকারিকরা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাঁদের মধ্যে রয়েছেন এক মহিলারও। ঘটনাস্থানেই দুর্ঘটনাগ্রস্ত বাসটির পাশাপাশি গাড়ির চালক ও খালাসিকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। পরে ঘটনাস্থান থেকে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষ্যদর্শী বাপি শেখ জানান, “আমি দোকানে ছিলাম। হঠাৎ দেখি একটা বেসরকারি বাস এসে টোটোর পিছনে ধাক্কা মারে। টোটোর যাত্রী সহ একজন সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। সম্ভবত ঘটনাস্থানেই ওই সিভিকের মৃত্যু হয়। আমাদের ধারণা, বাসের ব্রেক ফেল হয়েই এই দুর্ঘটনা।”

মালদা, 9 নভেম্বর: কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলান্টিয়ারের। মৃতের নাম বাপন রজক। মালদার রবীন্দ্র অ্যাভিনিউ এলাকার ঘটনা। দুর্ঘটনাগ্রস্ত বাসসহ চালক ও খালাসিকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

আজ মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় ট্র্যাফিকের ডিউটিতে কর্মরত ছিলেন বাপস রজক নামে ওই সিভিক ভলান্টিয়ার। সেই সময় মানিকচকের দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোতে পরে ওই সিভিককে ধাক্কা মারে। আহত অবস্থায় ওই সিভিককে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশকর্মীরা। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে মালদা মেডিকেল কলেজে যান ইংরেজবাজার থানার IC মদনমোহন রায় সহ অন্যান্য আধিকারিকরা। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাঁদের মধ্যে রয়েছেন এক মহিলারও। ঘটনাস্থানেই দুর্ঘটনাগ্রস্ত বাসটির পাশাপাশি গাড়ির চালক ও খালাসিকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। পরে ঘটনাস্থান থেকে বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষ্যদর্শী বাপি শেখ জানান, “আমি দোকানে ছিলাম। হঠাৎ দেখি একটা বেসরকারি বাস এসে টোটোর পিছনে ধাক্কা মারে। টোটোর যাত্রী সহ একজন সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। সম্ভবত ঘটনাস্থানেই ওই সিভিকের মৃত্যু হয়। আমাদের ধারণা, বাসের ব্রেক ফেল হয়েই এই দুর্ঘটনা।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.