হিলি, 11 নভেম্বর : বাংলাদেশে পাচারের আগে হিলিতে উদ্ধার 30 লাখ টাকার তক্ষক। গতকাল গভীর রাতে BSF জওয়ানরা হিলি থানার অন্তর্গত নর্থ আগ্রা থেকে তক্ষক উদ্ধার করে। তবে এই ঘটনায় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি BSF। আজ তক্ষকটিকে বালুরঘাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
গতকাল গভীর রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একটি তক্ষকসহ পাচারকারীরা হিলি সীমান্তের নর্থ আগ্রা এলাকায় জমায়েত হয়। খবর পেয়ে BSF-র 199 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা অভিযান চালান। সেই সময় পাচারকারীরা তক্ষকটিকে ফেলে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। BSF জওয়ানরা তক্ষকটিকে উদ্ধার করে। আজ উদ্ধার হওয়া তক্ষকটি বালুরঘাট বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়। বনবিভাগের আধিকারিকেরা জানিয়েছেন, তক্ষকটির বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। কীভাবে ওই তক্ষকটি নিয়ে সীমান্তে পৌঁছাল পাচারকারীরা তা খতিয়ে দেখছে BSF।
এবিষয়ে বালুরঘাট বনবিভাগের রেঞ্জার আবদুল রেজ্জাক জানান, তক্ষকটি রায়গঞ্জ কুলীক পক্ষী নিবাসে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশে পাচারের আগে উদ্ধার 30 লাখ টাকার তক্ষক - Takshak worth RS 30 lakh
কীভাবে ওই তক্ষকটি নিয়ে সীমান্তে পৌঁছাল পাচারকারীরা তা খতিয়ে দেখছে BSF।
হিলি, 11 নভেম্বর : বাংলাদেশে পাচারের আগে হিলিতে উদ্ধার 30 লাখ টাকার তক্ষক। গতকাল গভীর রাতে BSF জওয়ানরা হিলি থানার অন্তর্গত নর্থ আগ্রা থেকে তক্ষক উদ্ধার করে। তবে এই ঘটনায় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি BSF। আজ তক্ষকটিকে বালুরঘাট বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
গতকাল গভীর রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে একটি তক্ষকসহ পাচারকারীরা হিলি সীমান্তের নর্থ আগ্রা এলাকায় জমায়েত হয়। খবর পেয়ে BSF-র 199 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা অভিযান চালান। সেই সময় পাচারকারীরা তক্ষকটিকে ফেলে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়। BSF জওয়ানরা তক্ষকটিকে উদ্ধার করে। আজ উদ্ধার হওয়া তক্ষকটি বালুরঘাট বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়। বনবিভাগের আধিকারিকেরা জানিয়েছেন, তক্ষকটির বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। কীভাবে ওই তক্ষকটি নিয়ে সীমান্তে পৌঁছাল পাচারকারীরা তা খতিয়ে দেখছে BSF।
এবিষয়ে বালুরঘাট বনবিভাগের রেঞ্জার আবদুল রেজ্জাক জানান, তক্ষকটি রায়গঞ্জ কুলীক পক্ষী নিবাসে ছেড়ে দেওয়া হয়েছে।