দেগঙ্গা, 19 মে : ভোটগ্রহণকে কেন্দ্র করে বারাসত লোকসভা কেন্দ্রে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । বারাসতের দেগঙ্গার গিলাবেড়িয়ার 66 ও 67 বুথে বাইক নিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা । পাশাপাশি তারা সেখানে বোমাবাজি করে বলেও অভিযোগ । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গেলে দুষ্কৃতীরা বাইক ফেলে পালিয়ে যায় ।
শুরু হয়েছে সপ্তম দফার লোকসভা নির্বাচন । আজ রাজ্যের 9টি লোকসভাকেন্দ্রে ভোট গ্রহণ। পাশাপাশি রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রে চলেছে উপনির্বাচন । আজ সকাল থেকে ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত ছিল মথুরা, বাদুড়িয়া, ভাটপাড়াসহ একাধিক জায়গা ।
গিলাবেড়িয়ার স্থানীয় বাসিন্দা মোহন্ত দাস ও শেখর ঘোষাল বলেন, "ভোট শুরু হওয়ার পর থেকেই দুষ্কৃতীরা বোমাবাজি করছে । কেউ ভোট দিতে যেতে পারছেন না । তৃণমূলের দুষ্কৃতীরা একাজ করেছে ।"