কালনা, 14 নভেম্বর : আগুনে পুড়ে গেল 30টি বাড়ি। পূর্ব বর্ধমানের কালনার কৈলাসপুর এলাকার ঘটনা। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনার কৈলাসপুর এলাকার বাড়িতে জড়ো করে রাখা পাটকাঠিতে আগুন ধরে যায়। সেখান থেকে সারা বাড়িতে আগুন ধরে যায়। হাওয়ার গতি থাকায় সেই আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। 30টি বাড়ি আগুনে পুড়ে যায়। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে জল ঢালতে থাকেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যে দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে জেরে বেশিরভাগ বাড়িগুলো থাকা জিনিসপত্র ও আসবাবপত্র নষ্ট হয়েছে। দুর্ঘটনার জেরে স্থানীয় পঞ্চায়েতের তরফে অসহায় মানুষদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। দেওয়া হয় ত্রিপল, খাবার সহ প্রয়োজনীয় সামগ্রী।