ETV Bharat / state

আলিপুরদুয়ারে হাতির হানায় সিভিক ভলান্টিয়ারসহ মৃত 2 - হাতির হানায় সিভিক ভলান্টিয়ার সহ মৃত 2

মৃত ওই সিভিক ভলান্টিয়ার বীরপাড়া থানায় কর্মরত ছিলেন। আজ ডিমডিমা চা বাগানে ঘাস কাটতে গিয়ে দাঁতালের আক্রমণে ঘটনাস্থানেই প্রাণ হারান ।

elephant
elephant
author img

By

Published : Nov 11, 2020, 7:50 PM IST

আলিপুরদুয়ার, 11 নভেম্বর : আলিপুরদুয়ারে হাতির হানায় সিভিক ভলান্টিয়ার সহ মৃত 2। মাদারিহাট ব্লকের জলদাপাড়া জাতীয় উদ্যান এলাকার ঘটনা। বীরপাড়া থানায় কর্মরত ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। নাম সুধীর বৈরাগী। অপর মৃত যুবক আলিপুরদুয়ারের ডিমডিমা চা বাগানের চৌকিদার। নাম হরিলাল হেমব্রম।

আজ সকালে কাজ থেকে ফেরার সময় একটি দলছুট দাঁতালের সামনে পড়ে যান হরিলাল। দাঁতালের আক্রমণে গুরুতর আহত হন তিনি। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভরতি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। অপরদিকে বীরপাড়া থানার ওই সিভিক ভলান্টিয়ার ডিমডিমা চা বাগানে ঘাস কাটতে গিয়ে ওই একই দাঁতালের আক্রমণে ঘটনাস্থানেই প্রাণ হারান । দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা জানান, মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছে জেলা প্রশাসন।

অপরদিকে গতকাল রাতে মাদারিহাটে একপাল বুনো হাতির তাণ্ডবে নষ্ট হয় কয়েক বিঘা লাউয়ের খেত। আজ সকালে বনকর্মীরা সেখানে গেলে ক্ষতিপূরণের দাবিতে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী। প্রায় এক ঘণ্টা চলে বিক্ষোভ। গ্ৰামবাসীদের অভিযোগ, বারবার বুনো হাতির দল এলাকায় প্রবেশ করে চাষের ক্ষতি করছে। কিন্তু, বন দপ্তরের থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না তাঁদের। এবিষয়ে মাদারিহাট রেঞ্জের অফিসার রমিজ রোজার জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।

আলিপুরদুয়ার, 11 নভেম্বর : আলিপুরদুয়ারে হাতির হানায় সিভিক ভলান্টিয়ার সহ মৃত 2। মাদারিহাট ব্লকের জলদাপাড়া জাতীয় উদ্যান এলাকার ঘটনা। বীরপাড়া থানায় কর্মরত ছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। নাম সুধীর বৈরাগী। অপর মৃত যুবক আলিপুরদুয়ারের ডিমডিমা চা বাগানের চৌকিদার। নাম হরিলাল হেমব্রম।

আজ সকালে কাজ থেকে ফেরার সময় একটি দলছুট দাঁতালের সামনে পড়ে যান হরিলাল। দাঁতালের আক্রমণে গুরুতর আহত হন তিনি। বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভরতি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। অপরদিকে বীরপাড়া থানার ওই সিভিক ভলান্টিয়ার ডিমডিমা চা বাগানে ঘাস কাটতে গিয়ে ওই একই দাঁতালের আক্রমণে ঘটনাস্থানেই প্রাণ হারান । দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা জানান, মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করছে জেলা প্রশাসন।

অপরদিকে গতকাল রাতে মাদারিহাটে একপাল বুনো হাতির তাণ্ডবে নষ্ট হয় কয়েক বিঘা লাউয়ের খেত। আজ সকালে বনকর্মীরা সেখানে গেলে ক্ষতিপূরণের দাবিতে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী। প্রায় এক ঘণ্টা চলে বিক্ষোভ। গ্ৰামবাসীদের অভিযোগ, বারবার বুনো হাতির দল এলাকায় প্রবেশ করে চাষের ক্ষতি করছে। কিন্তু, বন দপ্তরের থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না তাঁদের। এবিষয়ে মাদারিহাট রেঞ্জের অফিসার রমিজ রোজার জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.