ETV Bharat / state

মদের টাকা না পেয়ে বাবাকে খুনের অভিযোগ - পুরুলিয়া

বাবার কাছে মদের টাকা চেয়েছিল ৷ অভিযোগ টাকা দিতে অস্বীকার করায় ছুরি দিয়ে কুপিয়ে খুন করল ছেলে ৷ ঘটনাটি পুরুলিয়ার ৷

ছবি
ছবি
author img

By

Published : Oct 7, 2020, 1:10 PM IST

পুরুলিয়া, 7 অক্টোবর : মদ্যপ ছেলের ছুরির আঘাতে মৃত্যু হল বাবার । গতকাল রাতের ঘটনা ৷ পুরুলিয়া মফঃস্বল থানার বেলকুড়ি গ্রামের । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নীলকান্ত গোপ (৬০) । অভিযুক্ত ছেলের নাম পাপাই গোপ ।

পাপাই মদ কেনার জন্য বাবার কাছ থেকে টাকা চায় । কিন্তু ছেলেকে টাকা দিতে কিছুতেই রাজি হননি বাবা । অভিযোগ, রেগে গিয়ে ধারালো ছুরি দিয়ে প্রথমে বাবার গলায় পরে পেটে আঘাত করে পাপাই । গুরুতর আহত অবস্থায় নীলকান্তকে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি ।

মদের টাকা না পেয়ে বাবাকে খুনের অভিযোগ

ঘটনার পর থেকে অভিযুক্ত পাপাই গোপ পলাতক । পুলিশ তার খোঁজে তল্লাসি শুরু করেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মফঃস্বল থানার পুলিশ ৷

পুরুলিয়া, 7 অক্টোবর : মদ্যপ ছেলের ছুরির আঘাতে মৃত্যু হল বাবার । গতকাল রাতের ঘটনা ৷ পুরুলিয়া মফঃস্বল থানার বেলকুড়ি গ্রামের । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নীলকান্ত গোপ (৬০) । অভিযুক্ত ছেলের নাম পাপাই গোপ ।

পাপাই মদ কেনার জন্য বাবার কাছ থেকে টাকা চায় । কিন্তু ছেলেকে টাকা দিতে কিছুতেই রাজি হননি বাবা । অভিযোগ, রেগে গিয়ে ধারালো ছুরি দিয়ে প্রথমে বাবার গলায় পরে পেটে আঘাত করে পাপাই । গুরুতর আহত অবস্থায় নীলকান্তকে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান তিনি ।

মদের টাকা না পেয়ে বাবাকে খুনের অভিযোগ

ঘটনার পর থেকে অভিযুক্ত পাপাই গোপ পলাতক । পুলিশ তার খোঁজে তল্লাসি শুরু করেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মফঃস্বল থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.