ETV Bharat / state

Workers Protest in Purulia: চুক্তিভিত্তিক কাজের স্থায়ীকরণের দাবিতে বীজ খামারের কর্মীদের বিক্ষোভ পুরুলিয়ায় - regularisation of contract work

কাজের স্থায়ীকরণের দাবিতে কৃষি ভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হল শ্রমিকরা (Workers Protest in Purulia) ৷ 2016 সালে কৃষি দফতরের তরফে 68 জন কর্মীকে চুক্তি অনুযায়ী নিয়োগ করা হয় ৷ এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা মাসে 2 থেকে 3দিনের বেশি কাজ পাচ্ছেন না বলে অভিযোগ ৷

Seed farm workers agitation
বীজ খামারের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা
author img

By

Published : Feb 18, 2023, 10:45 AM IST

কাজের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ বীজ খামারের কর্মীদের

পুরুলিয়া, 18 ফেব্রুয়ারি: মাসিক হারে বেতন, কাজের স্থায়ীকরণ-সহ একাধিক দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কৃষি দফতরের বাইরে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে সামিল অল ব্লক বীজ খামারের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা । দাবি না-মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কর্মীরা । 2016 সালে কৃষি দফতরের পক্ষ থেকে জেলার 13টি বীজ খামারে জেলার 20টি ব্লকের 68 জন কর্মীকে চুক্তি অনুযায়ী নিয়োগ করা হয়েছিল ।

নিয়োগের পর থেকেই প্রতিদিন 268 টাকা করে মাসে 20 থেকে 22 দিন কাজ পেতেন এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা। কিন্তু অভিযোগ, বিগত প্রায় এক বছরের বেশি সময় ধরে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা মাসে মাত্র 2 থেকে 3দিন করে কাজ পাচ্ছেন । এতে তাদের আয় হচ্ছে ন্যূনতম । এমতাবস্থায় এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের সংসার চালানোর দায় হয়ে পড়ছে। বিষয়টি জেলা কৃষি দফতর থেকে শুরু করে জেলা পরিষদ এবং ব্লক প্রশাসনের কাছে তারা তুলে ধরেন । কিন্তু তাতেও কোন সুরাহা না হওয়ায় শেষমেশ কৃষি দফতরের বাইরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন 68 জন চুক্তিভিত্তিক কর্মী ।

Seed farm workers agitation
কৃষি ভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ

বিক্ষোভকারীদের দাবি, মাসিক হারে বেতনের পাশাপাশি কাজের স্থায়ীকরণ করতে হবে । এই দাবিকে সামনে রেখে 1 ফেব্রুয়ারি থেকে কৃষি দফতরের বাইরে নিজেদের দাবিদাওয়া ভিত্তিক পোস্টার হাতে নিয়ে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা । বিষয়টি নিয়ে জেলা কৃষি দফতর আধিকারিক আদিত্য দুয়ারী বলেন, "নির্দেশিকা অনুযায়ী 2016 সালে জেলার 13টি বীজ খামারে 68 জনকে নিয়োগ করা হয়েছিল জেলার 20 ব্লক থেকে । চাষের মরশুম অনুযায়ী মাসে নিয়মিত কাজ পেয়ে থাকেন এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা ।" বর্তমানে চাষের মরশুম না-থাকায় কাজের অনুপাত কিছুটা কমেছে বলেও স্বীকার করেছেন তিনি। যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন জেলা কৃষি দফতরের ওই আধিকারিক ।

আরও পড়ুন: পৌর স্বাস্থ্যকর্মী কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, ছয় দফা দাবি নিয়ে ডেপুটেশন

কাজের স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ বীজ খামারের কর্মীদের

পুরুলিয়া, 18 ফেব্রুয়ারি: মাসিক হারে বেতন, কাজের স্থায়ীকরণ-সহ একাধিক দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কৃষি দফতরের বাইরে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে সামিল অল ব্লক বীজ খামারের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা । দাবি না-মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কর্মীরা । 2016 সালে কৃষি দফতরের পক্ষ থেকে জেলার 13টি বীজ খামারে জেলার 20টি ব্লকের 68 জন কর্মীকে চুক্তি অনুযায়ী নিয়োগ করা হয়েছিল ।

নিয়োগের পর থেকেই প্রতিদিন 268 টাকা করে মাসে 20 থেকে 22 দিন কাজ পেতেন এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা। কিন্তু অভিযোগ, বিগত প্রায় এক বছরের বেশি সময় ধরে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা মাসে মাত্র 2 থেকে 3দিন করে কাজ পাচ্ছেন । এতে তাদের আয় হচ্ছে ন্যূনতম । এমতাবস্থায় এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের সংসার চালানোর দায় হয়ে পড়ছে। বিষয়টি জেলা কৃষি দফতর থেকে শুরু করে জেলা পরিষদ এবং ব্লক প্রশাসনের কাছে তারা তুলে ধরেন । কিন্তু তাতেও কোন সুরাহা না হওয়ায় শেষমেশ কৃষি দফতরের বাইরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন 68 জন চুক্তিভিত্তিক কর্মী ।

Seed farm workers agitation
কৃষি ভবনের বাইরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ

বিক্ষোভকারীদের দাবি, মাসিক হারে বেতনের পাশাপাশি কাজের স্থায়ীকরণ করতে হবে । এই দাবিকে সামনে রেখে 1 ফেব্রুয়ারি থেকে কৃষি দফতরের বাইরে নিজেদের দাবিদাওয়া ভিত্তিক পোস্টার হাতে নিয়ে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা । বিষয়টি নিয়ে জেলা কৃষি দফতর আধিকারিক আদিত্য দুয়ারী বলেন, "নির্দেশিকা অনুযায়ী 2016 সালে জেলার 13টি বীজ খামারে 68 জনকে নিয়োগ করা হয়েছিল জেলার 20 ব্লক থেকে । চাষের মরশুম অনুযায়ী মাসে নিয়মিত কাজ পেয়ে থাকেন এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা ।" বর্তমানে চাষের মরশুম না-থাকায় কাজের অনুপাত কিছুটা কমেছে বলেও স্বীকার করেছেন তিনি। যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন জেলা কৃষি দফতরের ওই আধিকারিক ।

আরও পড়ুন: পৌর স্বাস্থ্যকর্মী কর্মসূচি ঘিরে ধুন্ধুমার, ছয় দফা দাবি নিয়ে ডেপুটেশন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.