ETV Bharat / state

Woman Survive : রেল চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন মহিলা - Woman Survive

দক্ষিণ-পুর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়ার গড়ধ্রুবেশ্বর-আনারা রেল স্টেশনের মাঝে মহুলা গ্রামের অদূরে রেল লাইনে আত্মহত্যা করতে এসে প্রাণে বাঁচলেন মহিলা (Woman Survive) ৷ নাম লক্ষ্মী মনি ৷

Woman Survive
রেল চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন মহিলা
author img

By

Published : May 24, 2022, 5:37 PM IST

পুরুলিয়া, 24 মে : রেল চালকের জন্য় প্রাণে বাঁচলেন মহিলা (Woman Survive) ৷ ঘটনাটি ঘটে দক্ষিণ-পুর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়ার গড়ধ্রুবেশ্বর-আনারা রেল স্টেশনের মাঝে মহুলা গ্রামের অদূরে রেল লাইনে ৷ মহিলার নাম লক্ষ্মী মনি ৷ বয়স 28 ৷ বাড়ি আদ্রা থানার শ্যামসুন্দর পুর এলাকায় ।

জানা যায়, মঙ্গলবার সকালে একটি মালবাহি গাড়ি লক্ষ্য করে রেল লাইনে আত্মহত্যা করার জন্য এক মহিলা রেল লাইনের উপর শুয়ে পড়েন । কিন্তু ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বেঁচে যান মহিলা ৷ চালক দূর থেকেই ট্রেনটি নিয়ন্ত্রণ করার জন‍্য ব্রেক দেয় । যদিও ট্রেনটি ধীরগতিতে এসে ব‍্যারিকেডে মহিলাটিকে সরিয়ে দেওয়া হয় । তবে প্রাণে বেঁচে গেলেও তাঁর একটি হাত কেটে যায় ।

আরও পড়ুন : রেলের ইলেকট্রিক লাইনে দুর্ঘটনায় মৃত এক, আহত 3

ওই গাড়ির চালক আনারা আরপিএফ পোষ্টে খবর দিলে তারা ঘটনাস্থলে দ্রুত পৌছয় ৷ এরপর মহিলাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় মহিলাকে । সেখানে মহিলা এখন চিকিৎসাধীন ৷

পুরুলিয়া, 24 মে : রেল চালকের জন্য় প্রাণে বাঁচলেন মহিলা (Woman Survive) ৷ ঘটনাটি ঘটে দক্ষিণ-পুর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়ার গড়ধ্রুবেশ্বর-আনারা রেল স্টেশনের মাঝে মহুলা গ্রামের অদূরে রেল লাইনে ৷ মহিলার নাম লক্ষ্মী মনি ৷ বয়স 28 ৷ বাড়ি আদ্রা থানার শ্যামসুন্দর পুর এলাকায় ।

জানা যায়, মঙ্গলবার সকালে একটি মালবাহি গাড়ি লক্ষ্য করে রেল লাইনে আত্মহত্যা করার জন্য এক মহিলা রেল লাইনের উপর শুয়ে পড়েন । কিন্তু ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বেঁচে যান মহিলা ৷ চালক দূর থেকেই ট্রেনটি নিয়ন্ত্রণ করার জন‍্য ব্রেক দেয় । যদিও ট্রেনটি ধীরগতিতে এসে ব‍্যারিকেডে মহিলাটিকে সরিয়ে দেওয়া হয় । তবে প্রাণে বেঁচে গেলেও তাঁর একটি হাত কেটে যায় ।

আরও পড়ুন : রেলের ইলেকট্রিক লাইনে দুর্ঘটনায় মৃত এক, আহত 3

ওই গাড়ির চালক আনারা আরপিএফ পোষ্টে খবর দিলে তারা ঘটনাস্থলে দ্রুত পৌছয় ৷ এরপর মহিলাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় মহিলাকে । সেখানে মহিলা এখন চিকিৎসাধীন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.