ETV Bharat / state

দুর্ঘটনাগ্রস্ত পরিযায়ী শ্রমিকদের দেহ পুরুলিয়ায় আনতে বিশেষ ব্যবস্থা রাজ্যের - পুরুলিয়া জেলা প্রশাসন

6 শ্রমিকের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে মুঘলসরাইয়ে। পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে খুশি আহত শ্রমিকরা।

2 workers returned Purulia with ded bodies
পুরুলিয়া
author img

By

Published : May 17, 2020, 8:37 PM IST

Updated : May 23, 2020, 9:43 AM IST

পুরুলিয়া, 17 মে : উত্তরপ্রদেশ থেকে মৃত শ্রমিকদের দেহ আনার উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মৃতদেহ আনার জন্য জেলা পুলিশের উদ্যোগে একটি কনভয় উত্তরপ্রদেশের দিকে রওনা দেয় । দু'টি এসি অ্যাম্বুলেন্স ও দু'টি বিশেষ গাড়ি পাঠানো হয়েছে। শেষ তথ্য অনুযায়ী, আজ রাতে মুঘলসরাইয়ে মৃতদেহগুলি নেবে পুরুলিয়া জেলা পুলিশ। রাত 10টা থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আহত শ্রমিকরা জেলা প্রশাসনের ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন।

গত পরশু ভোররাতে রাজস্থান থেকে ট্রাকে করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় পুরুলিয়ার 6 শ্রমিকের। একই ঘটনায় আহত হন আরও 2 জন। প্রশাসন সূত্রে জানা গেছে, মৃতরা হলেন পুরুলিয়া 2 নম্বর ব্লকের দুমদুমি গ্রামের মিলন বাদ্যকর ও চন্দন রাজোয়াড়, জয়পুর ব্লকের ঝালমামড়ো গ্রামের গণেশ রাজোয়াড়। এছাড়া কোটশিলা থানার উপরবাটরি গ্রামের অজিত মাহাত, স্বপন রাজোয়াড় ও ধীরেন ধর। দুর্ঘটনায় আহত হন শিবু কর্মকার ও কৈলাস মাহাত।

পথ দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে শোরগোল পড়ে যায় গোটা দেশে। রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য 2 লাখ টাকা করে অনুদান ঘোষণা করে। সেইমতো গতকাল পুরুলিয়া জেলা প্রশাসন পরিবারগুলির হাতে চেক তুলে দেয়। এদিকে, রাজ্যের নির্দেশমতো মৃতদেহগুলি ও জীবিত দুই শ্রমিককে ফেরানোর ব্যবস্থা করে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন। দু'টি এসি অ্যাম্বুলেন্স ও দু'টি বিশেষ গাড়ি পাঠানো হয়।

এদিকে আহত শ্রমিকদের অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন মৃতদেহের সঙ্গেই তাঁদের স্থানান্তরের ব্যবস্থা করে। কিন্তু, পুরুলিয়া জেলা পুলিশের তরফে মৃতদেহ ও তাঁদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পুরুলিয়া জেলা পুলিশের এই ব্যবস্থায় খুশি তাঁরা।

পুরুলিয়া, 17 মে : উত্তরপ্রদেশ থেকে মৃত শ্রমিকদের দেহ আনার উদ্যোগ নিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মৃতদেহ আনার জন্য জেলা পুলিশের উদ্যোগে একটি কনভয় উত্তরপ্রদেশের দিকে রওনা দেয় । দু'টি এসি অ্যাম্বুলেন্স ও দু'টি বিশেষ গাড়ি পাঠানো হয়েছে। শেষ তথ্য অনুযায়ী, আজ রাতে মুঘলসরাইয়ে মৃতদেহগুলি নেবে পুরুলিয়া জেলা পুলিশ। রাত 10টা থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আহত শ্রমিকরা জেলা প্রশাসনের ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন।

গত পরশু ভোররাতে রাজস্থান থেকে ট্রাকে করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় পুরুলিয়ার 6 শ্রমিকের। একই ঘটনায় আহত হন আরও 2 জন। প্রশাসন সূত্রে জানা গেছে, মৃতরা হলেন পুরুলিয়া 2 নম্বর ব্লকের দুমদুমি গ্রামের মিলন বাদ্যকর ও চন্দন রাজোয়াড়, জয়পুর ব্লকের ঝালমামড়ো গ্রামের গণেশ রাজোয়াড়। এছাড়া কোটশিলা থানার উপরবাটরি গ্রামের অজিত মাহাত, স্বপন রাজোয়াড় ও ধীরেন ধর। দুর্ঘটনায় আহত হন শিবু কর্মকার ও কৈলাস মাহাত।

পথ দুর্ঘটনায় শ্রমিকদের মৃত্যুতে শোরগোল পড়ে যায় গোটা দেশে। রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য 2 লাখ টাকা করে অনুদান ঘোষণা করে। সেইমতো গতকাল পুরুলিয়া জেলা প্রশাসন পরিবারগুলির হাতে চেক তুলে দেয়। এদিকে, রাজ্যের নির্দেশমতো মৃতদেহগুলি ও জীবিত দুই শ্রমিককে ফেরানোর ব্যবস্থা করে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসন। দু'টি এসি অ্যাম্বুলেন্স ও দু'টি বিশেষ গাড়ি পাঠানো হয়।

এদিকে আহত শ্রমিকদের অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসন মৃতদেহের সঙ্গেই তাঁদের স্থানান্তরের ব্যবস্থা করে। কিন্তু, পুরুলিয়া জেলা পুলিশের তরফে মৃতদেহ ও তাঁদের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। পুরুলিয়া জেলা পুলিশের এই ব্যবস্থায় খুশি তাঁরা।

Last Updated : May 23, 2020, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.