ETV Bharat / state

Purulia TMC Inner Clash : টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রির অভিযোগ, পুরুলিয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব - Purulia TMC Inner Fights

পুরুলিয়া পৌরসভায় আগামী 27 ফেব্রুয়ারি ভোট (Purulia Municipal Election 2022) ৷ তার আগে টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রির অভিযোগ উঠল জেলার দুই তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতারাই ৷

war-of-words-between-purulia-tmc-leader-on-municipal-election-candidate-list
Purulia TMC Inner Fights : টাকার বিনিময়ে প্রার্থিপদ বিক্রির অভিযোগ, পুরুলিয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
author img

By

Published : Feb 11, 2022, 2:48 PM IST

Updated : Feb 11, 2022, 10:04 PM IST

পুরুলিয়া, 11 ফেব্রুয়ারি : পৌরনির্বাচন নিয়ে পুরুলিয়ায় তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্য়ে চলে এল (Purulia TMC Inner Clash) ৷ টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এই অভিযোগ তুলেছেন তৃণমূলেরই দুই নেতা ৷ তাঁদের একজন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান সরকার ও দ্বিতীয় জন পুরুলিয়া শহর তৃণমূলের যুব সভাপতি গৌরব সিং । তাঁদের অভিযোগের তির দলেরই জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান রাজ্য সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতোর বিরুদ্ধে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া ।

কেন এই অভিযোগ উঠছে ? পুরুলিয়া তৃণমূল সূত্রে খবর, পুরুলিয়া পৌরসভার (Purulia Municipality) 4, 18 এবং 22 নম্বর ওয়ার্ডে রাতারাতি প্রার্থী বদল করা হয়েছে ৷ 4 নম্বর ওয়ার্ডে সোমাশ্ৰী কিসপোট্টা, 18 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলার ছায়া দাস ও 22 নম্বর ওয়ার্ডে হাসিনা খাতুনের নাম প্রার্থী তালিকায় ছিল ৷ তাঁরা সেই মতো মনোনয়ন জমা দেন ৷ অভিযোগ, স্ক্রুটিনির সময় তাঁদের প্রতীক না দিয়ে অন্য তিনজনকে দেওয়া হয় তৃণমূলের তরফে ৷ ফলে ওই তিন ওয়ার্ডে এখন তৃণমূলের অফিসিয়াল প্রার্থীরা হলেন আশা গরাই (4 নম্বর ওয়ার্ড), আরতি পান্ডে (18 নম্বর ওয়ার্ড) ও আনোয়ারি বিবি (22 নম্বর ওয়ার্ড) ৷

টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রির অভিযোগ, পুরুলিয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় ৷ প্রার্থীপদ এভাবে বাতিল হয়ে যেতেই ক্ষুব্ধ হয়েছেন ওই তিনজন ৷ আর এর পরই দলের জেলাস্তরের দুই হেভিওয়েট নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রির অভিযোগ ওঠে ৷ পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান সরকারের দাবি, যেভাবে দল চলছে, তাতে খারাপ লাগছে ৷ এটাই কি দিদির দল ? সৌমেন বেলথরিয়া ও শান্তিরাম মাহাতো 30 লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন রাতারাতি ৷ তাঁর চান না পুরুলিয়া পৌরসভায় (Purulia Municipal Election 2022) তৃণমূল ক্ষমতায় আসুক ৷

অন্যদিকে পুরুলিয়া শহর তৃণমূল যুব সভাপতি গৌরব সিং জানান, সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়ের সই করা তালিকা কেন প্রকাশ করা হল না ? টাকার জন্য জেলার নেতারা নিজেদের ইচ্ছেমতো টিকিট বিলি করলেন ৷ জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, দলীয় পদে থেকে এমন মন্তব্য করা উচিত নয় ৷ কিছু বলার থাকলে দলের মধ্যে এসে বলতে হবে ৷ একইসঙ্গে তিনি অভিযোগ অস্বীকার করেছেন ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : পৌরভোটে প্রার্থী বদলের দাবিতে পথ অবরোধ পুরুলিয়ায়

পুরুলিয়া, 11 ফেব্রুয়ারি : পৌরনির্বাচন নিয়ে পুরুলিয়ায় তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্য়ে চলে এল (Purulia TMC Inner Clash) ৷ টাকা নিয়ে প্রার্থী করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এই অভিযোগ তুলেছেন তৃণমূলেরই দুই নেতা ৷ তাঁদের একজন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান সরকার ও দ্বিতীয় জন পুরুলিয়া শহর তৃণমূলের যুব সভাপতি গৌরব সিং । তাঁদের অভিযোগের তির দলেরই জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান রাজ্য সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতোর বিরুদ্ধে । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া ।

কেন এই অভিযোগ উঠছে ? পুরুলিয়া তৃণমূল সূত্রে খবর, পুরুলিয়া পৌরসভার (Purulia Municipality) 4, 18 এবং 22 নম্বর ওয়ার্ডে রাতারাতি প্রার্থী বদল করা হয়েছে ৷ 4 নম্বর ওয়ার্ডে সোমাশ্ৰী কিসপোট্টা, 18 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলার ছায়া দাস ও 22 নম্বর ওয়ার্ডে হাসিনা খাতুনের নাম প্রার্থী তালিকায় ছিল ৷ তাঁরা সেই মতো মনোনয়ন জমা দেন ৷ অভিযোগ, স্ক্রুটিনির সময় তাঁদের প্রতীক না দিয়ে অন্য তিনজনকে দেওয়া হয় তৃণমূলের তরফে ৷ ফলে ওই তিন ওয়ার্ডে এখন তৃণমূলের অফিসিয়াল প্রার্থীরা হলেন আশা গরাই (4 নম্বর ওয়ার্ড), আরতি পান্ডে (18 নম্বর ওয়ার্ড) ও আনোয়ারি বিবি (22 নম্বর ওয়ার্ড) ৷

টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রির অভিযোগ, পুরুলিয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এই ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় ৷ প্রার্থীপদ এভাবে বাতিল হয়ে যেতেই ক্ষুব্ধ হয়েছেন ওই তিনজন ৷ আর এর পরই দলের জেলাস্তরের দুই হেভিওয়েট নেতার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রির অভিযোগ ওঠে ৷ পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমান সরকারের দাবি, যেভাবে দল চলছে, তাতে খারাপ লাগছে ৷ এটাই কি দিদির দল ? সৌমেন বেলথরিয়া ও শান্তিরাম মাহাতো 30 লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করেছেন রাতারাতি ৷ তাঁর চান না পুরুলিয়া পৌরসভায় (Purulia Municipal Election 2022) তৃণমূল ক্ষমতায় আসুক ৷

অন্যদিকে পুরুলিয়া শহর তৃণমূল যুব সভাপতি গৌরব সিং জানান, সুব্রত বক্সি ও পার্থ চট্টোপাধ্যায়ের সই করা তালিকা কেন প্রকাশ করা হল না ? টাকার জন্য জেলার নেতারা নিজেদের ইচ্ছেমতো টিকিট বিলি করলেন ৷ জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, দলীয় পদে থেকে এমন মন্তব্য করা উচিত নয় ৷ কিছু বলার থাকলে দলের মধ্যে এসে বলতে হবে ৷ একইসঙ্গে তিনি অভিযোগ অস্বীকার করেছেন ৷

আরও পড়ুন : Municipal Election 2022 : পৌরভোটে প্রার্থী বদলের দাবিতে পথ অবরোধ পুরুলিয়ায়

Last Updated : Feb 11, 2022, 10:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.