ETV Bharat / state

Wall Art in Purulia School : স্কুলের বারান্দায় আস্ত ট্রেন ! শিল্পীর রং তুলিতে সেজে উঠল পুরুলিয়ার স্কুল - শিল্পীর রং তুলিতে স্কুলের দেওয়ালে আস্ত ট্রেন

পুরুলিয়ার জয়পুরের মণিপুর স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমের দেওয়ালগুলি এখন আস্ত ট্রেনের রূপ নিয়েছে (Wall Art at Manipur Swami Vivekananda High School) ৷ স্থানীয় দুই শিল্পীর তুলির ছোঁয়ায় নয়া শিক্ষাঙ্গনের নয়া এই রূপ জয়পুরের বাসিন্দের আলোচনার কেন্দ্রবিন্দু (Wall Art in Purulia School) ৷

Wall Art in Purulia School
Wall Art in Purulia School
author img

By

Published : Dec 25, 2021, 8:47 PM IST

Updated : Dec 25, 2021, 9:35 PM IST

জয়পুর (পুরুলিয়া), 25 ডিসেম্বর : স্কুলের মধ্যে আস্ত একখানা ট্রেন ! না বাস্তবে নয়, শিল্পীর রং তুলিতে স্কুলের দেওয়ালে ফুটে উঠেছে এই ট্রেন ৷ পুরুলিয়ার জয়পুরের মণিপুর স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষগুলির বাইরের দেওয়ালে রং তুলির সাহায্যে ট্রেনের চেহারা দেওয়া হয়েছে (Wall Art at Manipur Swami Vivekananda High School) ৷ যা দেখলে ভ্রম হতেই পারে যে, স্কুলের বারান্দায় হয়তো সত্যিই একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে ৷ আর এই অসাধারণ শিল্পের সৃষ্টি করেছেন স্থানীয় দুই চিত্র শিল্পী ৷ যা দেখতে ভীড় জমছে মণিপুর স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে (Wall Art in Purulia School) ৷

পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়ক ধরে জয়পুরের দিকে যেতে পড়বে ফরেস্ট মোড় ৷ সেখান থেকে বাঁ-দিকের রাস্তা ধরে মিনিট পাঁচেক হেঁটে গেলেই মণিপুর স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ৷ স্কুলের এই নয়া রূপ দেখে খুশি পড়ুয়ারাও ৷ আর এই নতুন চেহারার ক্লাসরুম তাদের স্কুলে যেতে বেশি করে উৎসাহিত করছে ৷ দূরপাল্লার ট্রেনের মত, স্কুলের নাম দেওয়ালে লেখা ৷ আর ট্রেন নম্বরের জায়গার স্কুলের ডাইস নম্বর লেখা ৷ এমনকি রং তুলিতে হকার ও যাত্রীদেরও ফুটিয়ে তোলা হয়েছে স্কুলের দেওয়ালে ৷ স্কুলের দরজাকে ট্রেনের দরজার মত করেই রাঙানো হয়েছে ৷ দেওয়ালে আঁকা হয়েছে জানালা ৷ ফলে হঠাৎ করে দেখলে একে আস্ত একটা ট্রেন বলেই ভ্রম হওয়া স্বাভাবিক ৷

স্কুলের বারান্দায় আস্ত ট্রেন !

আরও পড়ুন : New Tourist places in Purulia : পুরুলিয়ার পর্যটন চিত্রে নতুন সংযোজন ‘মাটির সৃষ্টি’

এ বিষয়ে স্কুলের বাংলা শিক্ষক যাদব চন্দ্র বাউড়ি বলেন, ‘‘ট্রেনের এই দৃশ্য আমাদেরও খুব ভাল লাগে ৷ কোথাও যেন মনে হয় চলোমানতাই জীবন ৷’’ এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সমর কিশোর মাহাতো জানান, ‘‘আমাদের স্কুলের এই দৃশ্য যে সকলের ভাল লাগছে, এতে আমরা খুব খুশি ৷’’ স্কুলের ক্লাসরুমকে ট্রেনের রূপ দেওয়ায় যারপরনাই খুশি পড়ুয়ারাও ৷ করোনা পরিস্থিতির মধ্যেই, বিধিনিষেধ মেনে নবম থেকে দ্বাদশ পর্যন্ত শুরু হয়েছে ক্লাস ৷ এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে রং তুলির এই ছোঁয়া পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে নতুনত্বের স্বাদ এনে দিয়েছে ৷

জয়পুর (পুরুলিয়া), 25 ডিসেম্বর : স্কুলের মধ্যে আস্ত একখানা ট্রেন ! না বাস্তবে নয়, শিল্পীর রং তুলিতে স্কুলের দেওয়ালে ফুটে উঠেছে এই ট্রেন ৷ পুরুলিয়ার জয়পুরের মণিপুর স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষগুলির বাইরের দেওয়ালে রং তুলির সাহায্যে ট্রেনের চেহারা দেওয়া হয়েছে (Wall Art at Manipur Swami Vivekananda High School) ৷ যা দেখলে ভ্রম হতেই পারে যে, স্কুলের বারান্দায় হয়তো সত্যিই একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে ৷ আর এই অসাধারণ শিল্পের সৃষ্টি করেছেন স্থানীয় দুই চিত্র শিল্পী ৷ যা দেখতে ভীড় জমছে মণিপুর স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে (Wall Art in Purulia School) ৷

পুরুলিয়া-রাঁচি জাতীয় সড়ক ধরে জয়পুরের দিকে যেতে পড়বে ফরেস্ট মোড় ৷ সেখান থেকে বাঁ-দিকের রাস্তা ধরে মিনিট পাঁচেক হেঁটে গেলেই মণিপুর স্বামী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ৷ স্কুলের এই নয়া রূপ দেখে খুশি পড়ুয়ারাও ৷ আর এই নতুন চেহারার ক্লাসরুম তাদের স্কুলে যেতে বেশি করে উৎসাহিত করছে ৷ দূরপাল্লার ট্রেনের মত, স্কুলের নাম দেওয়ালে লেখা ৷ আর ট্রেন নম্বরের জায়গার স্কুলের ডাইস নম্বর লেখা ৷ এমনকি রং তুলিতে হকার ও যাত্রীদেরও ফুটিয়ে তোলা হয়েছে স্কুলের দেওয়ালে ৷ স্কুলের দরজাকে ট্রেনের দরজার মত করেই রাঙানো হয়েছে ৷ দেওয়ালে আঁকা হয়েছে জানালা ৷ ফলে হঠাৎ করে দেখলে একে আস্ত একটা ট্রেন বলেই ভ্রম হওয়া স্বাভাবিক ৷

স্কুলের বারান্দায় আস্ত ট্রেন !

আরও পড়ুন : New Tourist places in Purulia : পুরুলিয়ার পর্যটন চিত্রে নতুন সংযোজন ‘মাটির সৃষ্টি’

এ বিষয়ে স্কুলের বাংলা শিক্ষক যাদব চন্দ্র বাউড়ি বলেন, ‘‘ট্রেনের এই দৃশ্য আমাদেরও খুব ভাল লাগে ৷ কোথাও যেন মনে হয় চলোমানতাই জীবন ৷’’ এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক সমর কিশোর মাহাতো জানান, ‘‘আমাদের স্কুলের এই দৃশ্য যে সকলের ভাল লাগছে, এতে আমরা খুব খুশি ৷’’ স্কুলের ক্লাসরুমকে ট্রেনের রূপ দেওয়ায় যারপরনাই খুশি পড়ুয়ারাও ৷ করোনা পরিস্থিতির মধ্যেই, বিধিনিষেধ মেনে নবম থেকে দ্বাদশ পর্যন্ত শুরু হয়েছে ক্লাস ৷ এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে রং তুলির এই ছোঁয়া পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে নতুনত্বের স্বাদ এনে দিয়েছে ৷

Last Updated : Dec 25, 2021, 9:35 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.