ETV Bharat / state

পুলিশকর্মী ও দুস্থদের খাবার দিয়ে সাহায্য পুরুলিয়ার স্বেচ্ছাসেবী সংগঠনগুলির

দুস্থদের পাশে দাঁড়াল পুরুলিয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলি । লকডাউন যতদিন চলবে ততদিন তাদের সাহায্য করা হবে বলে জানিয়েছে তারা ।

food for everyone
সবার খাবারের ব্যবস্থা
author img

By

Published : Apr 15, 2020, 7:41 PM IST

পুরুলিয়া, 15 এপ্রিল : দেশজুড়ে চলছে লকডাউন । আর এর জেরে সমস্যায় পড়েছে বহু পরিবার । এই পরিস্থিতিতে দরিদ্র সেই সব পরিবারের পাশে দাঁড়াল পুরুলিয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলি । লকডাউন যতদিন চলবে ততদিন শহর ও শহরের আশপাশে দুস্থদের খাবার দেবে এই সংগঠনগুলি । এছাড়াও হাসপাতালে আসা রোগীর পরিবার থেকে স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স চালক সব মিলিয়ে কয়েক হাজার মানুষের তিনবেলা খাবারের ব্যবস্থাও করেছে তারা । পুলিশকর্মীদেরও তিনবেলা জল খাবার দেওয়া হচ্ছে । প্রত্যেককে মাস্ক, স্যানিটাইজ়ারও দেওয়া হয়েছে ওই সংগঠনগুলির তরফে ।

আজ সকাল থেকেই গাড়িতে জলের বোতল, ফল, খাবারের প্যাকেট, হ্যান্ড স্যানিটাইজ়ার, মাস্ক পুলিশ কর্মী থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । কোরোনা মোকাবিলায় লকডাউনের মাঝে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন পুলিশকর্মীরা । এবার কর্তব্যরত পুলিশকর্মীদের পাশে দাঁড়াল জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলি । তাঁদেরকে কেউ দিলেন খাবারের প্যাকেট, জল, কেউ দিলেন ফল আবার কেউ দিলেন হ্যান্ড স্যানিটাইজ়ার ।

সমাজসেবী মধুসূদন লাটা বলেন, "লকডাউনের জেরে অনেকেরই কাজ বন্ধ । বহু পরিবারে অভাব দেখা দিয়েছে । তাই এবার শহরের দুস্থদের আগামী 3 মে পর্যন্ত তিনবেলা খাবারের দায়িত্ব নিলেন মাড়োয়ারি পঞ্চায়েত সংগঠন । একই সঙ্গে কর্তব্যরত পুলিশকর্মীদেরও তিনবেলা জল-খাবার, মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবস্থা করা হয়েছে ।" আরও এক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি অলোক সেন জানান, "লকডাউনের পর থেকে প্রতিদিনই দুস্থ মানুষদের সাহায্য করা হচ্ছে । গ্রামে গ্রামে গিয়ে মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে । পুলিশ কর্মীদের খাবার, জলের বোতল ও স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে । যতদিন লকডাউন চলবে ততদিন এভাবেই সাধারণ মানুষকে সাহায্য করা হবে ।"

পুরুলিয়া, 15 এপ্রিল : দেশজুড়ে চলছে লকডাউন । আর এর জেরে সমস্যায় পড়েছে বহু পরিবার । এই পরিস্থিতিতে দরিদ্র সেই সব পরিবারের পাশে দাঁড়াল পুরুলিয়া জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলি । লকডাউন যতদিন চলবে ততদিন শহর ও শহরের আশপাশে দুস্থদের খাবার দেবে এই সংগঠনগুলি । এছাড়াও হাসপাতালে আসা রোগীর পরিবার থেকে স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স চালক সব মিলিয়ে কয়েক হাজার মানুষের তিনবেলা খাবারের ব্যবস্থাও করেছে তারা । পুলিশকর্মীদেরও তিনবেলা জল খাবার দেওয়া হচ্ছে । প্রত্যেককে মাস্ক, স্যানিটাইজ়ারও দেওয়া হয়েছে ওই সংগঠনগুলির তরফে ।

আজ সকাল থেকেই গাড়িতে জলের বোতল, ফল, খাবারের প্যাকেট, হ্যান্ড স্যানিটাইজ়ার, মাস্ক পুলিশ কর্মী থেকে সাধারণ মানুষের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । কোরোনা মোকাবিলায় লকডাউনের মাঝে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন পুলিশকর্মীরা । এবার কর্তব্যরত পুলিশকর্মীদের পাশে দাঁড়াল জেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলি । তাঁদেরকে কেউ দিলেন খাবারের প্যাকেট, জল, কেউ দিলেন ফল আবার কেউ দিলেন হ্যান্ড স্যানিটাইজ়ার ।

সমাজসেবী মধুসূদন লাটা বলেন, "লকডাউনের জেরে অনেকেরই কাজ বন্ধ । বহু পরিবারে অভাব দেখা দিয়েছে । তাই এবার শহরের দুস্থদের আগামী 3 মে পর্যন্ত তিনবেলা খাবারের দায়িত্ব নিলেন মাড়োয়ারি পঞ্চায়েত সংগঠন । একই সঙ্গে কর্তব্যরত পুলিশকর্মীদেরও তিনবেলা জল-খাবার, মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবস্থা করা হয়েছে ।" আরও এক স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি অলোক সেন জানান, "লকডাউনের পর থেকে প্রতিদিনই দুস্থ মানুষদের সাহায্য করা হচ্ছে । গ্রামে গ্রামে গিয়ে মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে । পুলিশ কর্মীদের খাবার, জলের বোতল ও স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে । যতদিন লকডাউন চলবে ততদিন এভাবেই সাধারণ মানুষকে সাহায্য করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.