ETV Bharat / state

পুরুলিয়ায় বিবেক দুবের বৈঠক, নজরদারিতে ক্লোজ়ড সার্কিট ক্যামেরা - pre-election situation

আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচন । তাই আজ পুরুলিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখলেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। পুরুলিয়ার সার্কিট হাউজ়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি । এরপর জেলার নির্বাচন দপ্তর ও পুলিশের আধিকারিকদের সঙ্গেও আলাদা করে বৈঠক করেন।

বিবেক দুবে
author img

By

Published : May 11, 2019, 7:52 PM IST

Updated : May 11, 2019, 8:26 PM IST

পুরুলিয়া, 11মে : ষষ্ঠ দফার নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে পুরুলিয়া গেলেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । আজ দুপুরে পুরুলিয়ার সার্কিট হাউজ়ে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি । এরপর জেলার নির্বাচন আধিকারিক ও পুলিশের আধিকারিকদের সঙ্গেও আলাদা করে বৈঠক করেন।

আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচন । তাই আজ পুরুলিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন বিবেক দুবে। বৈঠক শেষে তিনি বলেন, "বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের কথা মাথায় রেখে জেলার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে । জেলাজুড়ে রুট মার্চ চলছে। জেলার সীমান্তগুলি দিয়ে যাতে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে তার জন্য বিশেষ নজরদারি চালানো হচ্ছে। জেলায় ঢোকার সব রাস্তাতেই নাকা চেকিং চলছে। সেখানে ক্লোজ়ড সার্কিট ক্যামেরাও রাখা হয়েছে। বাইরে থেকে যারা শহরে ঢুকছে তাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র আছে কি না তা জানতে চাওয়া হচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন বিবেক দুবের বক্তব্য

কমিশনের বৈঠকে আজ কংগ্রেস নেতা উত্তম ব্যানার্জি বলেন , "তৃণমূলের নেতা অভিষেক বন্দোপাধ্যায় ও শান্তনু সেন ঝালদার এক বেসরকারি হোটেলে ক্যাম্প করে পুলিশ আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত মিটিং করছে । তাদের অবিলম্বে জেলা থেকে তাড়ানো দরকার । এই বিষয়ে বিবেক দুবে বলেন, "অভিযোগ যাচাই করা হবে। হোটেলগুলিতে তল্লাশি অভিযান চালানো হবে । অভিযোগ সত্য হলে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।"বৈঠকে তৃণমূল নেতা নবেন্দু মাহালীর বলেন, "পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা পুরুলিয়ায় এসে দাঙ্গা করছে ও বুথ লুট করছে । তাই অবিলম্বে ঝাড়খণ্ড সীমান্তে নজরদারি বাড়ানো দরকার । একই সঙ্গে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার ।" BJP নেতা বিবেক রাঙা বলেন, "জেলার সমস্ত বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করা উচিত ছিল । কারণ ভোটের সময় জেলায় বুথ লুট হয়েই থাকে । তাই পুলিশের নিরাপত্তা বাড়ানো উচিত ।" সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন বিবেক দুবে।

পুরুলিয়া, 11মে : ষষ্ঠ দফার নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে পুরুলিয়া গেলেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । আজ দুপুরে পুরুলিয়ার সার্কিট হাউজ়ে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন তিনি । এরপর জেলার নির্বাচন আধিকারিক ও পুলিশের আধিকারিকদের সঙ্গেও আলাদা করে বৈঠক করেন।

আগামীকাল ষষ্ঠ দফার নির্বাচন । তাই আজ পুরুলিয়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন বিবেক দুবে। বৈঠক শেষে তিনি বলেন, "বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের কথা মাথায় রেখে জেলার ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে । জেলাজুড়ে রুট মার্চ চলছে। জেলার সীমান্তগুলি দিয়ে যাতে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে তার জন্য বিশেষ নজরদারি চালানো হচ্ছে। জেলায় ঢোকার সব রাস্তাতেই নাকা চেকিং চলছে। সেখানে ক্লোজ়ড সার্কিট ক্যামেরাও রাখা হয়েছে। বাইরে থেকে যারা শহরে ঢুকছে তাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র আছে কি না তা জানতে চাওয়া হচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন বিবেক দুবের বক্তব্য

কমিশনের বৈঠকে আজ কংগ্রেস নেতা উত্তম ব্যানার্জি বলেন , "তৃণমূলের নেতা অভিষেক বন্দোপাধ্যায় ও শান্তনু সেন ঝালদার এক বেসরকারি হোটেলে ক্যাম্প করে পুলিশ আধিকারিকদের সঙ্গে ব্যক্তিগত মিটিং করছে । তাদের অবিলম্বে জেলা থেকে তাড়ানো দরকার । এই বিষয়ে বিবেক দুবে বলেন, "অভিযোগ যাচাই করা হবে। হোটেলগুলিতে তল্লাশি অভিযান চালানো হবে । অভিযোগ সত্য হলে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।"বৈঠকে তৃণমূল নেতা নবেন্দু মাহালীর বলেন, "পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা পুরুলিয়ায় এসে দাঙ্গা করছে ও বুথ লুট করছে । তাই অবিলম্বে ঝাড়খণ্ড সীমান্তে নজরদারি বাড়ানো দরকার । একই সঙ্গে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার ।" BJP নেতা বিবেক রাঙা বলেন, "জেলার সমস্ত বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করা উচিত ছিল । কারণ ভোটের সময় জেলায় বুথ লুট হয়েই থাকে । তাই পুলিশের নিরাপত্তা বাড়ানো উচিত ।" সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন বিবেক দুবে।

Intro:পুরুলিয়া : 12 মে ষষ্ঠ দফার নির্বাচনের আগের দিন পুরুলিয়ায় পৌছালেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে l শনিবার দুপুরে পুরুলিয়ার সার্কিট হাউসে এসে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করলেন l এরপরই তিনি জেলা জেলা নির্বাচন দপ্তর ও পুলিশের আধিকারিকদের সঙ্গেও আলাদা করে বৈঠক সারেন lBody:এদিনের এই বৈঠকে লোকসভা নির্বাচনের দিন জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি রক্ষার বিষয়টি বিস্তৃত ভাবে অবগত হন তিনি l বৈঠক শেষে তিনি জানান, "বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের কথা মাথায় রেখে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হবে l সেই সঙ্গে জেলাজুড়ে রুট মার্চ চালানো হচ্ছে l পাশাপাশি জেলার সীমান্ত গুলোতেই অনুপ্রবেশে বিশেষ নজরদারি চালালো হচ্ছে। জেলায় অনুপ্রবেশের সবকটি রাস্তাতেই নাকা চেকিং রাখা হয়েছে। নাকা চেকিং পাশাপাশি সেখানে রাখা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। বাইরে থেকে যারা শহরে ঢুকছে সেইসব মানুষের কাছে জানতে চাওয়া হচ্ছে উপযুক্ত কাগজপত্র আছে কিনা। মোটামুটি ভাবে জেলার এই বৈঠকের পর সন্তুষ্ট বিশেষ পুলিশ অবজারভার।" Conclusion:অন্যদিকে কমিশনের কাছে বৈঠকে বিস্ফোরক অভিযোগ কংগ্রেস নেতা উত্তম ব্যানার্জীর l তিনি জানান, "তৃণমূলের নেতা অভিষেক বন্দোপাধ্যায় ও শান্তনু সেন ঝালদার এক বেসরকারি হোটেলে ক্যাম্প করে পুলিশ আধিকারিকদের সাথে পার্সোনাল মিটিং আছে l তাদের অবিলম্বে জেলা থেকে তাড়ানো দরকার l" এই অভিযোগের ভিত্তিতে বিবেক দুবে জানান, "অভিযোগ যাচাই করা হবে l হোটেলগুলিতে তল্লাশি অভিযান চালানো হবে l অভিযোগ সত্য হলে অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে l"

অন্যদিকে তৃণমূল নেতা নবেন্দু মাহালীর অভিযোগ, "পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতিরা পুরুলিয়ায় এসে দাঙ্গা লাগায়, বুথ লুঠ করে l তাই অবিলম্বে ঝাড়খণ্ড সীমান্তে নজরদারি বাড়ানো দরকার l একই সঙ্গে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা দরকার l" আবার বিজেপি নেতা বিবেক রাঙা জানান, "জেলার সমস্ত বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করা উচিত ছিল l কারণ ভোটের সময় জেলায় দাঙ্গা, বুথ লুঠ হয়েই থাকে l ভোটের সময় দুষ্কৃতীরা জেলায় বুথ লুঠ, দাঙ্গা লাগিয়ে বেড়ায় l তাই পুলিশি নিরাপত্তা বাড়ানো উচিত l" এই সমস্ত বিষয় গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে l
Last Updated : May 11, 2019, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.