ETV Bharat / state

PM Awas Yojana: আবাস যোজনার তালিকায় তৃণমূলের উপপ্রধান, অঞ্চল সভাপতির নাম ! বিক্ষোভ গ্রামবাসীদের - Villagers Complain of Deprivation of Getting

আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগে স্থানীয় ব্লক এবং জেলা প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসী থেকে শুরু করে বিজেপি নেতারা । তাঁদের দাবি তালিকা সংশোধনের (Villagers Complain of Deprivation of Getting House Under Awas Yojana) ৷

PM Awas Yojana
আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ গ্রামবাসীর
author img

By

Published : Dec 19, 2022, 1:27 PM IST

আবাস যোজনার তালিকায় তৃণমূলের উপপ্রধান, অঞ্চল সভাপতির নাম

পুরুলিয়া, 19 ডিসেম্বর: আবাস যোজনার (Awas Yojana) তালিকায় দুর্নীতির অভিযোগে দিকে দিকে প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ । এবার তেমনই আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ সামনে এল পুরুলিয়া 1 নম্বর ব্লকের ডিমডিহা অঞ্চলের ভুল গ্রামে । অভিযোগ, সম্প্রতি এই গ্রামে 97 জনের নামে যে আবাস যোজনার তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় অধিকাংশ অযোগ্য ব্যক্তিদের নাম রয়েছে (Villagers Complain of Deprivation of Getting House Under Awas Yojana) ।

আরও পড়ুন: আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ, জেলা প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা

ডিমডিহা গ্রামে প্রায় চার হাজার ভোটার । সেই গ্রামে আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তৃণমূলের উপপ্রধান, তৃণমূল অঞ্চল সভাপতি, আইসিডিএস কর্মীর পরিবার এবং সিভিক ভলান্টিয়ারে কর্মরত যুবকের নাম ৷ এমনকী সেন্ট্রাল ফোর্সে কাজ করে অথচ তার বাবার নামও রয়েছে সেই আবাস যোজনার তালিকায় । শুধু তাই নয়, যাদেরকে সার্ভের কাজে নিযুক্ত করা হয়েছে তাদের পারিবারের সদস্যদেরও নাম রয়েছে সেই তালিকায় বলে জানা গিয়েছে । অথচ সেই তালিকা থেকে বঞ্চিত দরিদ্র গ্রামবাসীরা । কারও পুরোপুরি মাটির বাড়ি, কারুর আবার প্লাস্টিকের ছাউনি দেওয়া মাটির বাড়ি, তারাই বঞ্চিত আবাস যোজনার তালিকা থেকে ((Villagers Complain of Deprivation) ।

গ্রামবাসীদের কেউ কেউ অভিযোগ তুলছেন, যারা তৃণমূল কর্মী এবং সমর্থক, তাঁদের নাম রয়েছে তালিকায়, অথচ বিরোধী দল করলে এখানে ঘর মেলে না । তাই ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন । পাশাপাশি ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি নেতারা । তালিকা সংশোধনের দাবিতে স্থানীয় ব্লক এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী থেকে শুরু করে বিজেপি নেতারা । যদিও বিষয়টি জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন তৃণমূল পরিচালিত ডিমডিহা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা পান্ডে ।

আরও পড়ুন: আবাস যোজনার ঘর পাইয়ে দিতে কাটমানির দাবি, জেলাশাসকের দ্বারস্থ পরিবার

আবাস যোজনার তালিকায় তৃণমূলের উপপ্রধান, অঞ্চল সভাপতির নাম

পুরুলিয়া, 19 ডিসেম্বর: আবাস যোজনার (Awas Yojana) তালিকায় দুর্নীতির অভিযোগে দিকে দিকে প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ । এবার তেমনই আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগ সামনে এল পুরুলিয়া 1 নম্বর ব্লকের ডিমডিহা অঞ্চলের ভুল গ্রামে । অভিযোগ, সম্প্রতি এই গ্রামে 97 জনের নামে যে আবাস যোজনার তালিকা প্রকাশ করা হয়েছে, সেই তালিকায় অধিকাংশ অযোগ্য ব্যক্তিদের নাম রয়েছে (Villagers Complain of Deprivation of Getting House Under Awas Yojana) ।

আরও পড়ুন: আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ, জেলা প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা

ডিমডিহা গ্রামে প্রায় চার হাজার ভোটার । সেই গ্রামে আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তৃণমূলের উপপ্রধান, তৃণমূল অঞ্চল সভাপতি, আইসিডিএস কর্মীর পরিবার এবং সিভিক ভলান্টিয়ারে কর্মরত যুবকের নাম ৷ এমনকী সেন্ট্রাল ফোর্সে কাজ করে অথচ তার বাবার নামও রয়েছে সেই আবাস যোজনার তালিকায় । শুধু তাই নয়, যাদেরকে সার্ভের কাজে নিযুক্ত করা হয়েছে তাদের পারিবারের সদস্যদেরও নাম রয়েছে সেই তালিকায় বলে জানা গিয়েছে । অথচ সেই তালিকা থেকে বঞ্চিত দরিদ্র গ্রামবাসীরা । কারও পুরোপুরি মাটির বাড়ি, কারুর আবার প্লাস্টিকের ছাউনি দেওয়া মাটির বাড়ি, তারাই বঞ্চিত আবাস যোজনার তালিকা থেকে ((Villagers Complain of Deprivation) ।

গ্রামবাসীদের কেউ কেউ অভিযোগ তুলছেন, যারা তৃণমূল কর্মী এবং সমর্থক, তাঁদের নাম রয়েছে তালিকায়, অথচ বিরোধী দল করলে এখানে ঘর মেলে না । তাই ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন । পাশাপাশি ঘটনার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি নেতারা । তালিকা সংশোধনের দাবিতে স্থানীয় ব্লক এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী থেকে শুরু করে বিজেপি নেতারা । যদিও বিষয়টি জানা নেই বলে এড়িয়ে গিয়েছেন তৃণমূল পরিচালিত ডিমডিহা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা পান্ডে ।

আরও পড়ুন: আবাস যোজনার ঘর পাইয়ে দিতে কাটমানির দাবি, জেলাশাসকের দ্বারস্থ পরিবার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.