ETV Bharat / state

Purulia Children fever : পুরুলিয়ার সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি 235 জন শিশু - শিশুদের অজানা জ্বর

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অজানা জ্বরে অসুস্থ হয়ে পড়েছে বহু শিশু ৷ এমনকি শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে ৷ পুরুলিয়াতেও একই ঘটনা ঘটেছে ৷ সদর হাসপাতালে ভিড় বাড়ছে জ্বরে আক্রান্ত শিশুদের ৷

সদর হাসপাতালে অসুস্থ শিশু-সহ মা
সদর হাসপাতালে অসুস্থ শিশু-সহ মা
author img

By

Published : Sep 16, 2021, 8:39 AM IST

Updated : Sep 16, 2021, 2:45 PM IST

পুরুলিয়া, 16 সেপ্টেম্বর : রাজ্যের বহু জেলার সঙ্গে এবার পুরুলিয়াতেও জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে ৷ পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের (Deben Mahata Government Medical College & Hospital) শিশুবিভাগে (Paediatrics) প্রতিদিনই জ্বরে আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে ৷ সেই সংখ্যা দিনে দিনে বাড়ছে । ঘটনায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক ডাকা হচ্ছে ।

বর্তমানে সদর হাসপাতালের শিশুবিভাগে প্রায় 235 জন অসুস্থ শিশু ভর্তি রয়েছে । জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসুস্থ শিশুর চিকিৎসা করাতে নিয়ে আসা হচ্ছে সদর হাসপাতালে । একটি বিছানায় 4-5 জন শিশুর চিকিৎসা চলছে । এমনকি অতিরিক্ত বেডের ব্যবস্থা না হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখেই চলছে অসুস্থ শিশুদের চিকিৎসা ।

পুরুলিয়ায় জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে

শিশুদের জ্বর নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ স্বপন সাহা ৷ তিনি বলেছেন, "ঋতু পরিবর্তনের সময় এমনিতেই বাচ্চাদের জ্বর, সর্দি-কাশি একটু বেশি হয়ে থাকে ৷ হয়তো সে কারণেই এরকম হচ্ছে ৷ আমরা গত 7-10 দিন ধরে নিজেদের মধ্যে আলোচনা করেছি ৷ গত বছর জুন-জুলাই-অগস্ট আর এ বছরে জুন-জুলাই-অগস্ট বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া জাতীয়, লোয়ার ট্র্যাক্ট রেসপিরেটরি সংক্রমণ, এগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই ৷ তবে গত বছরের থেকে এবছর সংক্রমণ 2 থেকে 10% বেড়েছে ৷"

আরও পড়ুন : Fever: মুর্শিদাবাদ মেডিক্যালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি 94 শিশু

তবে তিনি আশ্বস্ত করেছেন যে চিকিৎসার পর 99 শতাংশ শিশু সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে ৷ খুব সাঙ্ঘাতিক সংক্রমণ হলে বা বাচ্চার অন্য কোনও কোমর্বিডিটি থাকলে তাদের অন্যত্র পাঠানো হচ্ছে ৷ মৃত্যুর সংখ্যা খুবই কম বলে জানান তিনি ৷

উত্তরবঙ্গে বাচ্চাদের অজানা জ্বরের সঙ্গে পুরুলিয়ার বাচ্চাদের এই জ্বরের কোনও মিল আছে কি না, এই বিষয়ে অবশ্য তিনি একমত নন ৷ তিনি বলেন, "পুরুলিয়া মেডিক্যাল কলেজে আমরা অজানা জ্বর বলে সেভাবে স্ট্যাম্প করতে পারব না ৷ আমাদের এখানে জ্বর, সর্দি, কাশি, ভাইরাল সংক্রমণ হচ্ছে ৷" এই জ্বরের ক্ষেত্রে বাচ্চাদের করোনা পরীক্ষাও হয়েছে ৷ কিন্তু বিগত দিনগুলিতে কারওর করোনা সংক্রমণ ধরা পড়েনি বলে নিশ্চিত করেছেন ডেপুটি সুপার স্বপন সাহা ৷

পুরুলিয়া, 16 সেপ্টেম্বর : রাজ্যের বহু জেলার সঙ্গে এবার পুরুলিয়াতেও জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে ৷ পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের (Deben Mahata Government Medical College & Hospital) শিশুবিভাগে (Paediatrics) প্রতিদিনই জ্বরে আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে ৷ সেই সংখ্যা দিনে দিনে বাড়ছে । ঘটনায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক ডাকা হচ্ছে ।

বর্তমানে সদর হাসপাতালের শিশুবিভাগে প্রায় 235 জন অসুস্থ শিশু ভর্তি রয়েছে । জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসুস্থ শিশুর চিকিৎসা করাতে নিয়ে আসা হচ্ছে সদর হাসপাতালে । একটি বিছানায় 4-5 জন শিশুর চিকিৎসা চলছে । এমনকি অতিরিক্ত বেডের ব্যবস্থা না হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখেই চলছে অসুস্থ শিশুদের চিকিৎসা ।

পুরুলিয়ায় জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে

শিশুদের জ্বর নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ স্বপন সাহা ৷ তিনি বলেছেন, "ঋতু পরিবর্তনের সময় এমনিতেই বাচ্চাদের জ্বর, সর্দি-কাশি একটু বেশি হয়ে থাকে ৷ হয়তো সে কারণেই এরকম হচ্ছে ৷ আমরা গত 7-10 দিন ধরে নিজেদের মধ্যে আলোচনা করেছি ৷ গত বছর জুন-জুলাই-অগস্ট আর এ বছরে জুন-জুলাই-অগস্ট বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া জাতীয়, লোয়ার ট্র্যাক্ট রেসপিরেটরি সংক্রমণ, এগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নেই ৷ তবে গত বছরের থেকে এবছর সংক্রমণ 2 থেকে 10% বেড়েছে ৷"

আরও পড়ুন : Fever: মুর্শিদাবাদ মেডিক্যালে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি 94 শিশু

তবে তিনি আশ্বস্ত করেছেন যে চিকিৎসার পর 99 শতাংশ শিশু সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে ৷ খুব সাঙ্ঘাতিক সংক্রমণ হলে বা বাচ্চার অন্য কোনও কোমর্বিডিটি থাকলে তাদের অন্যত্র পাঠানো হচ্ছে ৷ মৃত্যুর সংখ্যা খুবই কম বলে জানান তিনি ৷

উত্তরবঙ্গে বাচ্চাদের অজানা জ্বরের সঙ্গে পুরুলিয়ার বাচ্চাদের এই জ্বরের কোনও মিল আছে কি না, এই বিষয়ে অবশ্য তিনি একমত নন ৷ তিনি বলেন, "পুরুলিয়া মেডিক্যাল কলেজে আমরা অজানা জ্বর বলে সেভাবে স্ট্যাম্প করতে পারব না ৷ আমাদের এখানে জ্বর, সর্দি, কাশি, ভাইরাল সংক্রমণ হচ্ছে ৷" এই জ্বরের ক্ষেত্রে বাচ্চাদের করোনা পরীক্ষাও হয়েছে ৷ কিন্তু বিগত দিনগুলিতে কারওর করোনা সংক্রমণ ধরা পড়েনি বলে নিশ্চিত করেছেন ডেপুটি সুপার স্বপন সাহা ৷

Last Updated : Sep 16, 2021, 2:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.