ETV Bharat / state

ছেলেধরা গুজবে উত্তাল আনাড়া ফাঁড়ি, গাড়িতে আগুন-ভাঙচুর - Purulia

ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে মারধর । সঙ্গে থাকা মহিলাকে হেনস্থা । পুলিশ তাঁদের উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় l এরপর ফাঁড়িতে ঢুকে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা l ভাঙচুর করা হয় ফাঁড়ি l

ঘটনাস্থানের ছবি
author img

By

Published : Sep 27, 2019, 3:17 PM IST

Updated : Sep 27, 2019, 10:12 PM IST

পুরুলিয়া, 27 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে মারধর । সঙ্গে থাকা মহিলাকে হেনস্থা । উত্তেজিত জনতা একটি টাটা সুমোতে আগুন লাগিয়ে দেয় । ঘটনাস্থানে পুলিশ এসে ওই ব্যক্তি ও মহিলাকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় । সেখানে বিক্ষোভ দেখানো শুরু হয় । ফাঁড়িতে ঢুকে ভাঙচুর করে l ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার পাড়া থানার আনাড়া ফাঁড়ি l ঘটনায় আহত হন পাড়া থানার OC সহ দুই পুলিশকর্মী l

ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তিকে আজ সকালে আনাড়া এলাকায় ঘুরে বেড়াতে দেখে ছেলেধরা সন্দেহে পেটাতে শুরু করে এলাকাবাসী । সঙ্গে থাকা মহিলাকেও মারধর করে । পুলিশ তুলে নিয়ে গেলে তারা দাবি জানায়, জনতার হাতে তুলে দেওয়া হোক । কিন্তু পুলিশ তাদের উদ্ধার করে ফাঁড়িতেই রাখে । এরপর ফাঁড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা l 10 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ l ঘটনার পর আহত পুলিশকর্মী ও আটক ওই দুই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় l ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে আরও পুলিশ l

দেখুন ভিডিয়ো

এ বিষয়ে জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "ঝাড়খণ্ড থেকে দু'জন গাড়িতে করে আনাড়ায় এসেছিলেন l সেখানে স্থানীয় এক মহিলার সঙ্গে বচসা হয় তাঁদের l এরপরই স্থানীয় জনতা ছেলেধরা সন্দেহে দু'জনকে গণপিটুনি দেয় l পরে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় l আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে l ঘটনার তদন্ত শুরু হয়েছে l "

আক্রান্ত ব্যক্তি বলেন, ঝাড়খণ্ড থেকে ঝাড়ফুঁক করতে এসেছিলেন তাঁরা l কিন্তু স্থানীয়রা ভুল বুঝে তাঁদের উপর চড়াও হয় l

পুরুলিয়া, 27 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে মারধর । সঙ্গে থাকা মহিলাকে হেনস্থা । উত্তেজিত জনতা একটি টাটা সুমোতে আগুন লাগিয়ে দেয় । ঘটনাস্থানে পুলিশ এসে ওই ব্যক্তি ও মহিলাকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় । সেখানে বিক্ষোভ দেখানো শুরু হয় । ফাঁড়িতে ঢুকে ভাঙচুর করে l ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার পাড়া থানার আনাড়া ফাঁড়ি l ঘটনায় আহত হন পাড়া থানার OC সহ দুই পুলিশকর্মী l

ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তিকে আজ সকালে আনাড়া এলাকায় ঘুরে বেড়াতে দেখে ছেলেধরা সন্দেহে পেটাতে শুরু করে এলাকাবাসী । সঙ্গে থাকা মহিলাকেও মারধর করে । পুলিশ তুলে নিয়ে গেলে তারা দাবি জানায়, জনতার হাতে তুলে দেওয়া হোক । কিন্তু পুলিশ তাদের উদ্ধার করে ফাঁড়িতেই রাখে । এরপর ফাঁড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা l 10 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ l ঘটনার পর আহত পুলিশকর্মী ও আটক ওই দুই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় l ঘটনাস্থানে মোতায়েন করা হয়েছে আরও পুলিশ l

দেখুন ভিডিয়ো

এ বিষয়ে জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, "ঝাড়খণ্ড থেকে দু'জন গাড়িতে করে আনাড়ায় এসেছিলেন l সেখানে স্থানীয় এক মহিলার সঙ্গে বচসা হয় তাঁদের l এরপরই স্থানীয় জনতা ছেলেধরা সন্দেহে দু'জনকে গণপিটুনি দেয় l পরে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় l আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে l ঘটনার তদন্ত শুরু হয়েছে l "

আক্রান্ত ব্যক্তি বলেন, ঝাড়খণ্ড থেকে ঝাড়ফুঁক করতে এসেছিলেন তাঁরা l কিন্তু স্থানীয়রা ভুল বুঝে তাঁদের উপর চড়াও হয় l

Intro:পুরুলিয়া : ছেলেধরা গুজবে এক প্রৌঢ়কে গণপ্রহার, সঙ্গে থাকা মহিলাকে হেনস্থা l টাটাসুমো গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ উত্তেজিত জনতার l ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে এসে মহিলা ও প্রৌঢ়াকে উদ্ধার করে নিয়ে ফাঁড়িতে নিয়ে যায় l এরপরই ফাঁড়িতে ঢুকে বিক্ষোভ উত্তেজিত জনতার l ভাঙচুর করা হয় ফাঁড়ি l ঘটনাকে ঘিরে উত্তাল পাড়া থানার আনাড়া ফাঁড়ি l উত্তেজিত জনতার দাবি, "আটক দুইজনকে জনতার হাতে তুলে দেওয়া হোক l পুলিশ বাধা দিলে ফাঁড়িতে ঢুকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা l এই ঘটনায় 10 জনকে বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ l পরে পুলিশ গুরুতর আহত প্রৌঢ়াকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় l ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী l পুলিশ সূত্রে খবর, আটক মহিলার নাম ময়না মাঝি, বাড়ি জয়পুরে এবং প্রৌঢ়ার বাড়ি ঝাড়খণ্ডে lBody:পুরুলিয়া : ছেলেধরা গুজবে এক প্রৌঢ়কে গণপ্রহার, সঙ্গে থাকা মহিলাকে হেনস্থা l টাটাসুমো গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ উত্তেজিত জনতার l ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে এসে মহিলা ও প্রৌঢ়াকে উদ্ধার করে নিয়ে ফাঁড়িতে নিয়ে যায় l এরপরই ফাঁড়িতে ঢুকে বিক্ষোভ উত্তেজিত জনতার l ভাঙচুর করা হয় ফাঁড়ি l ঘটনাকে ঘিরে উত্তাল পাড়া থানার আনাড়া ফাঁড়ি l উত্তেজিত জনতার দাবি, "আটক দুইজনকে জনতার হাতে তুলে দেওয়া হোক l পুলিশ বাধা দিলে ফাঁড়িতে ঢুকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা l এই ঘটনায় 10 জনকে বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ l পরে পুলিশ গুরুতর আহত প্রৌঢ়াকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় l ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী l পুলিশ সূত্রে খবর, আটক মহিলার নাম ময়না মাঝি, বাড়ি জয়পুরে এবং প্রৌঢ়ার বাড়ি ঝাড়খণ্ডে lConclusion:পুরুলিয়া : ছেলেধরা গুজবে এক প্রৌঢ়কে গণপ্রহার, সঙ্গে থাকা মহিলাকে হেনস্থা l টাটাসুমো গাড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ উত্তেজিত জনতার l ঘটনার পরই পুলিশ ঘটনাস্থলে এসে মহিলা ও প্রৌঢ়াকে উদ্ধার করে নিয়ে ফাঁড়িতে নিয়ে যায় l এরপরই ফাঁড়িতে ঢুকে বিক্ষোভ উত্তেজিত জনতার l ভাঙচুর করা হয় ফাঁড়ি l ঘটনাকে ঘিরে উত্তাল পাড়া থানার আনাড়া ফাঁড়ি l উত্তেজিত জনতার দাবি, "আটক দুইজনকে জনতার হাতে তুলে দেওয়া হোক l পুলিশ বাধা দিলে ফাঁড়িতে ঢুকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা l এই ঘটনায় 10 জনকে বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ l পরে পুলিশ গুরুতর আহত প্রৌঢ়াকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় l ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী l পুলিশ সূত্রে খবর, আটক মহিলার নাম ময়না মাঝি, বাড়ি জয়পুরে এবং প্রৌঢ়ার বাড়ি ঝাড়খণ্ডে l
Last Updated : Sep 27, 2019, 10:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.