ETV Bharat / state

পুরুলিয়ায় BJP-তে যোগ 25টি পরিবারের - BJP

এবার পুরুলিয়ায় BJP-তে যোগ দিলেন কয়েকটি পরিবারের সদস্য ৷ তাঁরা তৃণমূল ও কংগ্রেস থেকে BJP-তে যোগ দেন ৷

পুরুলিয়ায় BJP-তে যোগ
author img

By

Published : Jun 8, 2020, 4:42 AM IST

পুরুলিয়া, 8 জুন : পুরুলিয়ায় তৃণমূল ও কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিল 25টি পরিবার l শনিবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী l

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর BJP সভাপতি সত্যজিৎ অধিকারী, জেলা BJP-র সাধারণ সম্পাদক বিবেক রাঙা সহ অন্যান্যরা l

জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "কোরোনা সংক্রমণের মাঝেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে আজ দলের ঝান্ডা হাতে তুলে নিলেন পুরুলিয়া শহরের ভাটবাঁধ, কাটিনপাড়া এলাকার কয়েকটি পরিবার l বহুদিন ধরেই ওরা যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিল l সকলেই মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনেই যোগদান করেছে l"

পুরুলিয়া, 8 জুন : পুরুলিয়ায় তৃণমূল ও কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিল 25টি পরিবার l শনিবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী l

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর BJP সভাপতি সত্যজিৎ অধিকারী, জেলা BJP-র সাধারণ সম্পাদক বিবেক রাঙা সহ অন্যান্যরা l

জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "কোরোনা সংক্রমণের মাঝেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে আজ দলের ঝান্ডা হাতে তুলে নিলেন পুরুলিয়া শহরের ভাটবাঁধ, কাটিনপাড়া এলাকার কয়েকটি পরিবার l বহুদিন ধরেই ওরা যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিল l সকলেই মাস্ক পরে ও সামাজিক দূরত্ব মেনেই যোগদান করেছে l"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.