Travel Story Of Purulia স্বল্প ছুটিতে আপনার ঠিকানা হতে পারে পুরুলিয়ার হাতিপাথর - travel story of hatipathar in purulia
হাতে মাত্র দু-তিন দিনের ছুটি (Tourists Spot Purulia) বেড়াতে যেতেও মন চাইছে ৷ কিন্তু পকেটে টান পড়বে ভেবে পিছিয়ে যাচ্ছেন ৷ তবে ঘুরে আসুন পুরুলিয়ার হাতিপাথরে। পকেট ফ্রেন্ডলি আবার মনোরমও প্রাকৃতিক পরিবেশও ৷
পুরুলিয়া, 3 সেপ্টেম্বর: মন খারাপ ! বেড়াতে যেতে চান (Tourists Spot Purulia)? সঙ্গে প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগ করে নিরিবিলিতে একান্তে সময় কাটাতে মন চায় ৷ তার উপর আপনি যদি তাঁবুতে থাকতে পছন্দ করেন তাহলে তো আর কোনও কথাই নেই ৷ আপনার জন্য সেরা ঠিকানা হতে পারে পুরুলিয়ার মানবাজার থানা এলাকার হাতিপাথরে।
কীভাবে যাবেন ?
হাওড়া থেকে বাস বা ট্রেনে করে পুরুলিয়া । আর পুরুলিয়া থেকে বাস বা ছোট গাড়িতে মানবাজার । মানবাজার ঢোকার আগেই জিতুজুড়ি মোড়, আর সেখানে থেকে বাঁ-দিকে কিছুটা গেলেই হাতিপাথর । পুরুলিয়া থেকে কমবেশি ঘণ্টাখানেকের পথ।
কী রয়েছে এই পর্যটন কেন্দ্রে ?
মানবাজার 1 নম্বর ব্লকের জিতুজুড়ি পঞ্চায়েতের এই হাতিপাথরে হাতির ন্যায় বিশালাকৃতির পাথর রয়েছে ৷ তাই এর নাম হাতিপাথর। পাশ দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী। যা মুহূর্তে আপনার মন ভালো করে দেবে। রয়েছে ছোট্ট একটি পাহাড়, বাচ্চাদের জন্য একটি পার্কও। এছাড়াও এই পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ হল এখানকার তাঁবু গুলি। রয়েছে দু'টি কটেজও । এই তাঁবুগুলিতে আপনার থাকা খাওয়ার ব্যবস্থাও করে নিতে পারেন আপনি সহজেই।
খরচ কেমন ?
এই তাঁবুগুলিতে থাকা খাওয়া নিয়ে খরচ মাথা পিছু 1300 থেকে 1500 টাকা । বলা যায় অল্প খরচে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ এই পর্যটন কেন্দ্রটি ৷
অন্যান্য দর্শনীয় স্থান :-
সময় থাকলে ঘুরে আসতে পারেন প্রতাপপুর মাটি সৃষ্টি প্রকল্প সেটির অবস্থান কাছেই। এছাড়াও সামনেই পুঞ্চা। কমবেশি 30 মিনিটের দূরত্ব সেখানে জৈনদের মন্দির, বদড়া মাটি সৃষ্টি প্রকল্প সহজেই ঘুরে আসতে পারেন ।